চমকে দিলেন তিশা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
১১ বছর পর গেল ঈদে টেলিছবি নিমার্ণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে এটি নিমার্ণ করেন তিনি। এটিতে আয়েশা চরিত্রে অভিনয় করেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও ছিলেন চঞ্চল চৌধুরী। টেলি ছবিটি শুরু থেকে বেশ আলোচনায় আসে। একদিকে ১১ বছর পর ফারুকীর টেলিছবি নিমার্ণ। অন্যদিকে এর কেন্দ্রীয় চরিত্রে তিশা ও চঞ্চল। প্রচারের পর দশর্কদের নিরাশ হতে হয়নি। বরং দশর্কদের চমকে দিলেন তিশা! এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আয়েশার জন্য যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, মেসেজ পাচ্ছি, সেটা বলে বোঝাতে পারবো না। সবার কাছে কৃতজ্ঞ। আয়েশাকে যখন আমি দেখি, ঠিকঠাক চিনতে পারি না। কে এই মেয়েটা? এত বেদনার ভার নিয়ে মেয়েটা হঁাটছে কীভাবে?’ এটি ছাড়াও তিশাকে ঈদে দেখা গেছে সাগর জাহানের ‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’ ও ‘মাহিনের রূপবান বিয়ে’, মাবরুর রশিদ বান্নাহর ‘একটু হাসো’, মাসুদ সেজানের ‘চরিত্র : স্ত্রী’, আবু হায়াত মাহমুদের ‘বৃত্ত’সহ বেশ কিছু নাটকে। বিশেষ দিবসের নাটক টেলিছবির বাইরে এই অভিনেত্রী চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। স¤প্রতি তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’ ছবির কাজ শেষ করেছেন তিনি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবিটি নিমির্ত হয়েছে।