মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

বিরতি ভাঙছেন

অপু বিশ্বাস

ম তারার মেলা রিপোর্ট

একটা সময় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকভাবে ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর দীর্ঘ বিরতি। অনেকদিন হলো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তার। সেই বিরতি ভেঙে এবার পর্দায় আসছেন ঢাকাই ছবির 'কুইন'খ্যাত নায়িকা অপু বিশ্বাস। চলতি ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে অপুর নতুন সিনেমা 'প্রিয় কমলা'। এই ছবিটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত 'প্রিয় কমলা'র শুটিং এরই মধ্যে শেষ করেছি। এতে অপুর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী। টানা ১৮ দিন কাজ করে শুটিং শেষ করেছি ছবির। আগামী সপ্তাতে ছবির ডাবিং শুরু হবে। এ ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন 'বীরাঙ্গনা'র চরিত্রে। এ নায়িকা বলেন, এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। তার ক্যারিয়ারে এটি অন্যতম অর্জন বলে মনে করেন অপু। এ বিষয়ে তিনি আরো বলেন, প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের। ছবির গল্প সম্পর্কে জয় বলেন, যুদ্ধের সময় একেবারের অজপাড়া গাঁয়ের নিটল প্রেমের গল্প 'প্রিয় কমলা'। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে ছড়িয়ে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিংক করিয়ে দেখিয়েছি। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়। এ ছবিতে অপু বিশ্বাস ও বাপ্পী ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপস্নব, আজান, মালা প্রমুখ।

নতুন স্বপ্নে অনন্যা

ম তারার মেলা ডেস্ক

অভিনেতা চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের বলিউড যাত্রা শুরু হয়েছে এক বছর হলো। এরই মধ্যে তিনি চারটি ছবিতে অভিনয় এবং একাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে তার বিশাল ভক্তদল তৈরি হয়েছে। অনন্যা পান্ডে বলেন, 'আমি অভিনয়শিল্পী হওয়ার লক্ষ্য নিয়ে এখানে এসেছি, তাই আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। আমাদের তো ভক্ত-দর্শক লাগবেই, তাদের সমর্থন থাকলে আর কি লাগে?'

গত বছর করণ জোহরের পৃষ্ঠপোষকতায় 'স্টুডেন্ট অব দ্য ইয়ার টু' দিয়ে তার অভিনয় ক্যারিয়ারের সূচনা হয়। ২২ বছর বয়সি অনন্যার স্বপ্নের যাত্রা অব্যাহত আছে। এর মধ্যে তার আরও দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি কার্তিক আরিয়ান আর ভূমি পেডনেকারের সহাভিনয়ে 'পতি পত্নী অওর উও' আর অন্যটি 'খালি পিলি', ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে। তাকে বেশকিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে, এর একটিতে তিনি অনুরাগ কাশ্যপের নির্দেশনায় কাজ করেছেন। 'আমার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট আছে। এর মধ্যে দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে শকুন বাত্রার আগামী চলচ্চিত্রটি যেমন আছে, তারা আমার প্রিয় তারকা বলে কাজ করা অপেক্ষায় আছি। আমি এছাড়াও বিজয় দেবারকোন্ডার সঙ্গে পুরি জগন্নাথের ফিল্মে কাজ করব।' বললেন অনন্যা। তিনি আরও বলেন, 'এই ছবিগুলো নিয়ে আমি রোমাঞ্চিত, তবে একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ফিল্মে কাজ করা আমার স্বপ্ন।'

ক্ষমা চাইলেন রিটা

ম তারার মেলা ডেস্ক

ব্রিটিশ গায়িকা রিটা ওরা। নিজের গানের মাধ্যমে এরই মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি। নিয়মিতই নতুন গান নিয়ে ব্যস্ততা থাকে তার। তবে এবার লকডাউন ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ গায়িকা সম্প্রতি লকডাউন উপেক্ষা করে একটি রেস্টুরেন্টে পার্টি করেছেন। ইংল্যান্ডে এরই মধ্যে লকডাউন দেয়া হয়েছে। রেস্টুরেন্ট থেকে শুধু হোম ডেলিভারি ও খাবার নিয়ে যাওয়া যাবে। কিন্তু রেস্টুরেন্টে বসে খাবার কিংবা সময় অতিবাহিত করা যাবে না।

সম্প্রতি নিজের ৩০তম জন্মদিনের পার্টির আয়োজন করেন রিটা। সেখানে উপস্থিত ছিলেন এ গায়িকার বেশ কজন সহকর্মী ও বন্ধু। নটিং হিল এরিয়ার একটি রেস্টুরেন্টে তাদের পার্টির ছবি প্রকাশ করে একটি সংবাদ মাধ্যম। এরপরই সমালোচনার মুখে পড়েন রিটা। এরই মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষও রিটার এমন কান্ডের সমালোচনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ক্ষমা চেয়েছেন এ গায়িকা। তিনি বলেন, 'একটি ছোট পার্টির আয়োজন করেছিলাম আমার ৩০তম জন্মদিনে। যদিও সেটি আমার অনুচিত হয়েছে। কারণ তারকাদের অনুসরণ করেন অনেকে। তাই আমি এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর আমি করব না, কথা দিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে