জামাির্নতে এক মাসের প্রশিক্ষণে তানু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
জামাির্নতে টানা এক মাসের নৃত্য প্রশিক্ষণ নিচ্ছেন দেশের তরুণ মেধাবী নৃত্যশিল্পী আহমেদি তাহনুন তানু। জামাির্নর ব্রেমেন ড্যান্স থিয়েটারের সঙ্গে কাজ করছেন তিনি। জামার্ন কালচারাল সেন্টারের গ্যোটে ইনস্টিটিউটে কাজ করার সুবাদে তাকে জামার্ন কোরিওগ্রাফার টমাস বুনগার এই প্রশিক্ষণের আমন্ত্রণ জানান। পরে তিনি পূণার্ঙ্গ অডিশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করেই সুযোগটি পেয়েছেন। এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে নিবাির্চত অল্পকিছু নৃত্যশিল্পী। মূলত কনটেম্পরারি নাচের ওপর হচ্ছে এই প্রশিক্ষণ। তানু দীঘির্দন ধরে কত্থক নৃত্যচচার্ করেছেন। এরপর সাধনার বৃত্তিতে কনটেম্পরারি নাচের ওপর ১ বছরের ডিপ্লোমা করেন ভারতের হৃদমোজেক ড্যান্স কোম্পানি থেকে। নাচে মুগ্ধ করে ওই ড্যান্স কোম্পানির নিজস্ব খরচে আরও একবছর প্রশিক্ষণ নেন তিনি। এ ছাড়া তিনি কনটেম্পরারি নাচের ‘বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্ট’ ও কলতাকার ‘ইন্টারন্যাশনাল ব্রিজ ফেস্ট’-এ অংশ নিতে গিয়ে এক মাস করে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে তার প্রথম বড় কাজ গ্যোটে ইনস্টিটিউট থেকে ‘রাশ’ নামের প্রডাকশন। এ বছরের জানুয়ারিতে পুনে ড্যান্স ফেস্টে নেচে প্রশংসা কুড়ান। গেল জুনে মঞ্চস্থ হয় তার কোরিওগ্রাফিতে সিলেটের দল নৃত্যশৈলীর নৃত্যনাট্য ‘প্রতিফলন’। তানু বতর্মানে আগারগঁাওয়ে অবস্থিত নিজের নাচের স্কুল ‘হৃদমোজ’ ও ‘ওয়াল্ডর্ ব্র্রিজ’ নামের ইংলিশ মিডিয়াম স্কুলে নৃত্যবিষয়ে শিক্ষকতা করছেন। তিনি দেশে ফিরবেন ১ অক্টোবর।