স্বমহিমায় শাহেদ কাপুর

বলিউডে চকলেটবয় ইমেজের জন্য ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ জনপ্রিয় শাহেদ কাপুর। তার অভিনীত রোমান্টিক ছবি ‘যাব উই মেট’ বলিউডের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। কিন্তু চকলেট বয় ইমেজের বেশকিছু ছবি পর পর মুখ থুবড়ে পড়ায় শাহেদ নিজেকে আমুল পরিবতর্ন করে ফেলেন। প্রভুদেবার ‘আর রাজকুমার’ ছবিতে অ্যাকশন হিরো হিসাবে সফলতা পান। এরপর ‘হায়দার’, ‘উড়তা পাঞ্জাব’, ‘পদ্মাবত’ ছবিগুলোর সিরিয়াস চরিত্রে দারুণ সফলতা পান তিনি। সেই চাহিদাকে পুঁজি করে আবারও চকলেট বয় ইমেজে পদার্য় ফিরছেন শাহেদ। আগামীকাল মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিটি। স্বমহিমায় ফেরা শাহেদ কাপুরকে নিয়ে লিখেছেন প্রীতি প্রাপ্তি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহেদ কাপুর
এ বছরের শুরুর দিকেই ‘পদ্মাবত’ সিনেমায় রাজপুত রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করে শাহেদ কাপুর জয় করে ফেলেছেন দশর্কদের মন। রণবীর, দিপীকার পাশাপাশি চরিত্র অনুযায়ী তার অভিনয় যথেষ্ট নজর কেড়েছিল সমালোচকদের। ‘পদ্মাবত’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতে শাহেদ কাপুর হাজির হচ্ছেন ‘বাত্তি গুল মিটার চালু’ ছবি দিয়ে। মূলত সামাজিক সংকট নিয়ে নিমির্ত হয়েছে ‘বাত্তি গুল মিটার চালু’। ভারতের বিদুৎ সমস্যার বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরা হয়েছে ছবিতে। ছবিতে শাহেদ কাপুর একজন সাধারণ মানুষের ভ‚মিকায় অভিনয় করছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের দুই জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর এবং ইয়মী গৌতম। ভারতের বিদ্যুৎ বিভাগের দুনীির্তর বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে শাহেদকে। এ ছাড়া শ্রদ্ধা কাপুরকে দজির্ ও ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন আইনজীবীর ভ‚মিকায়। ছবির পোস্টারজুড়ে রয়েছে একটি ফিউজ হয়ে যাওয়া বৈদ্যুতিক বাতির ছবি। তার ভেতর দিয়ে দেখা যায় একটি গোটা শহর। সঙ্গে ২,৩০,৪৫,০২৫ অঙ্কের একটি বিলের কাগজ। অথার্ৎ ভারতের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সমস্যার ইংগিত দেওয়া হয়েছে পোস্টারে। চলতি বছরের ফেব্রæয়ারি থেকে ভারতের উত্তরখন্ডে ছবির শুটিং শুরু হয়। মাঝে ছবির প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও ক্রিআজির্ এন্টারটেইনমেন্টের মধ্যে আথির্ক ঝামেলার কারণে শুটিং বন্ধ থাকে। এ ছবিতে নিজের নতুন লুক নিয়ে প্রসংশিত হয়েছে শাহেদ। ছোট চুল, গালে হালকা দাড়িতে যে তার হিরোইজম ইমেজে ফিরেছেন তা এক কথায় বলাই যায়। ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমায় পরিচালনা করছেন শ্রী নারায়ন সিং। ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার সাফল্যের পর এটাই এই পরিচালকের পরবতীর্ ছবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘কামিনে, যাব উই মেট, হায়দার, উড়তা পাঞ্জাবে তার অভিনয়ের পর তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি একজন বড় মাপের অভিনেতা।’ এক সাক্ষাৎকারে শাহেদ কাপুর বলেন, ‘ছোটবেলায় দিল্লিতে থাকতাম। তখন প্রায়ই লোডশেডিং সমস্যায় ভুগেছি। বতর্মানে আমরা মুম্বাইয়ে থাকি, তাই এই সমস্যা উপলব্ধি করি না। কিন্তু ভারতের অনেক অঞ্চলে এখনো বিদ্যুৎ পরিষেবা পেঁৗছায়নি। বিদ্যুতের পোল বসানো হয়েছে, কিন্তু বিদ্যুৎ নেই। এমনকি মিটার চালু হয়নি অথচ মোটা বিল আসছে।’ শাহেদ আরও বলেন, ‘এর আগে সামাজিক বিষয় নিয়ে ‘হায়দার’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবি করেছি। ছবিগুলো দশর্ক পছন্দ করেছেন। আর আমি নিজেও সামাজিক ইস্যু নিয়ে ছবি করতে খুব মজা পাচ্ছি। ’ এই ছবিতে আরও একজন নায়ক আছেন দিব্যেন্দু শমার্। অন্য নায়কের সঙ্গে একই ছবিতে কাজ করতে শাহেদ কাপুর কতটা স্বচ্ছন্দ? তিনি বলেন, ‘ছবিতে অভিনয় করা আমার জন্য গুরুত্বপূণর্। ছবিতে আমার সঙ্গে কে আছেন, তা নিয়ে মাথা ঘামাই না। দিলজিতের সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে কাজ করেছি। ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে। আমি শুধু ভালো ছবির অংশ হতে চাই।’ কিছুদিন আগে শহীদ কাপুরের ভাই ঈশান খট্টরের ‘ধড়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। ভাইয়ের ছবি প্রচারণায় দেখা যায়নি তাকে। শাহেদ বলেন, ‘ঈশান আমাকে ডাকেনি। আর ও খুবই ভালো অভিনয়শিল্পী, তাই ওর ছবির প্রচারণার জন্য আমাকে প্রয়োজন নেই।’ দুই ভাই একই ছবিতে কাজ করবেন কি-না, জানতে চাইলে এই বলিউড তারকা বলেন, ‘ঈশান ডাকলে নিশ্চয় একই ছবিতে কাজ করব।’ এদিকে, কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়েও প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন এই বলিউড। স্ত্রী মিরা রাজপুতের সঙ্গে নানান মুখরোচক খবর প্রকাশিত হয় শাহেদের। মিরার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে শাহেদ বলেন, ‘আজকাল মেয়েরা তাদের মজির্ মতো চলে। আর আপনি যদি ভাবেন, আমি ওকে নিয়ন্ত্রণ করব, তাহলে ভুল ভাবছেন।’ ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিটি পরিচালনা প্রযোজনা করেছেন ভ‚ষণ কুমার। ছবিটি আগামীকাল মুক্তি পাবে।