শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো না বুবলী রহস্য

সর্বশেষ গত বছর 'ক্যাসিনো' সিনেমার সেটে দেখা গিয়েছিল বুবলীকে। এরপর আর তার সন্ধান মেলেনি। যদিও বুবলীর ফোন সব সময়ই খোলা পাওয়া গেছে কিন্তু কেউ ধরেনি। অবশ্য ঢালিউডের অনেকের মত ছিল- বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন, তার ফোন রোমিং চালু করা ছিল। যার কারণে ফোন খোলা পাওয়া গেলেও মিডিয়ার সঙ্গে যুক্ত ও গণমাধ্যমকর্মীদের কারও ফোন তিনি ধরতেন না
জাহাঙ্গীর বিপস্নব
  ০৭ জানুয়ারি ২০২১, ০০:০০

কোথাও নেই বুবলী, কিংবা বুবলী এখন কোথায়- গত বছর জুড়েই এরকম কৌতূহল ঘুরপাক খেয়েছে চিত্রপুরী ও ভক্তমহলে। এমনকি 'মা হচ্ছেন বুবলী' এমন নানা রকম গুঞ্জনও ডালপালা ছড়িয়েছে তাকে নিয়ে। তারপরও স্বশরীরে দেখা মেলেনি চলচ্চিত্রের শীর্ষ স্থানীয় নায়িকা শবনব ইয়াসমিন বুবলীর। দীর্ঘদিন ধরে ফ্রেমে না থাকলেও সর্বশেষে গত বছর 'ক্যাসিনো' সিনেমার সেটে দেখা গিয়েছিল বুবলীকে। এরপর আর তার সন্ধান মেলেনি। যদিও বুবলীর ফোন সব সময়ই খোলা পাওয়া গেছে, কিন্তু কেউ ধরেনি। অবশ্য ঢালিউডের অনেকের মত ছিল, বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন তার ফোন রোমিং চালু করা ছিল। যার কারণে ফোন খোলা পাওয়া গেলেও মিডিয়ার সঙ্গে যুক্ত ও গণমাধ্যমকর্মীদের কারও ফোন ধরতেন না তিনি। তবে ফেসবুকে সক্রিয় দেখা গেছে বুবলীকে। ইনস্টাগ্রামেও সরব ছিলেন তিনি। তবে খুবই কালে-ভদ্রে দেখা মিলত সেখানেও।

সম্প্রতি স্বশরীরে দেখা মিলল বহুল আলোচিত এ নায়িকার। শুধু দেখাই নয়, ফেসবুকে নতুন বছরের ছবি ও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শিগগিরই কাজে ফেরার আশ্বাস দিয়েছেন এ নায়িকা। তবে তার সঙ্গে যোগাযোগের সব রাস্তা আপাতত বন্ধই রেখেছেন তিনি। বিশেষ এক সূত্র মারফত জানা গেছে, 'উধাও' হওয়া বুবলীর দেখা মিলেছে রাজধানীর নিউ বেইলি রোডে। ফটোগ্রাফার রফিকুল ইসলাম র?্যাফের নিউ বেইলি রোডের 'স্টুডিও ইভিএফ'-এ সম্প্রতি ফটোশুটে অংশ নিয়েছেন বুবলী। সেই ছবিতে দেখা যাচ্ছে মাথায় ক্যাপ, কোমরে জ্যাকেট বেঁধে দাঁড়িয়ে আছেন বুবলী। ফিটনেসেও ছিল চমক। নতুন এই লুকে নেটজনতার কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন বুবলী। এ ফটোশুট আর বুবলীর প্রত্যাবর্তন নিয়ে যখল জল্পনা-কল্পনা তুঙ্গে তখনই আড়াল ভাঙলেন তিনি। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলী। যেখানে নিউ ইয়র্কে অবস্থানের বিষয়টি খোলসা করে জানিয়েছেন গত নভেম্বরে দেশে ফিরেছেন তিনি। সেখানে ফিল্মের ওপর বুবলী একটি কোর্স করেছেন বলে জানিয়েছেন। এছাড়াও বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

গত ৫ জানুয়ারি দেশের একটি জাতীয় পত্রিকা ও একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন নায়িকা। সেখানে তার ব্যক্তিগত অনেক বিষয়ে কথা বললেও কিছু কিছু প্রসঙ্গ ব্যক্তিগত বলে এড়িয়ে কৌশলে জবাব দিয়েছেন তিনি। সেসব সাক্ষাৎকারে বুবলী ওজন কমিয়ে কাজে ফেরার আশ্বাস দেওয়াসহ শাকিব খান ও অন্যান্য তারকাদের সঙ্গে কাজ করার কথা ব্যক্ত করেছেন। এরই মধ্যে সেই প্রস্তুতিও সেরেছেন বলে জানান। সাক্ষাৎকারে দেখা গেল, এক বছর আগে মুটিয়ে যাওয়া বুবলী এখন অনেকটাই স্স্নিম।

এর আগে বছরের প্রথম দিনে ফেসবুকে নিজের নতুন ছবি পোস্ট করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ভক্ত ও নেটিজেনদের সামনে আসেন শবনম বুবলী। এ ছবির সঙ্গে আগের ছবির কোনো মিল না দেখে ভক্তরা অনেকটা চমকে উঠেছেন। বিষয়টি নিয়ে তিনি জানান, 'এই ছবি একদমই নতুন। অনেকে আমার পরিবর্তন দেখে কনফিউজড হচ্ছেন। আমার মজাই লাগছে। নতুন বছরে নতুন লুক নিয়ে দর্শকের সামনে হাজির হতে চেয়েছি। তাই সপ্তাহ দেড়েক আগে ফটোশুট করেছি। নতুন লুক সবাই খুব পছন্দ করেছেন। নিজেকে অনেক বেশি গ্রম্নমিং করতে হয়েছে। অনেক সময় দিতে হয়েছে, প্রস্তু্তুতি নিতে হয়েছে। নিউ লুক উপস্থাপন তো, নট আ ম্যাটার অব জোক, ইট টেকস টাইম। ওই জায়গা থেকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই নিজেকে ফিট রাখার চেষ্টা করি। অনেক সময় চাইলেও কাজের চাপে তা সম্ভব হয় না। এবার যেহেতু লম্বা সময় কাজ ছিল না, তাই নিজেকে তৈরির সময়টা দিয়েছি।' ওজন নিয়ে বুবলী বলেন, '২০-২২ কেজি ওজন কমিয়েছি। আমি আসলে কখনোই চোখে পড়ার মতো ফ্যাট ছিলাম না। কিন্তু তারপরও আমার মনে হয়েছে, আরও প্রপার হতে হবে, ভালো কিছু কাজের জন্য। সে কারণেই ওজন কমানোর মিশন। তবে খাওয়া-দাওয়া যে ছেড়ে দিয়েছি, তা কিন্তু নয়। ওজন কমানোর জন্য তা সঠিক পদ্ধতিও নয়। প্রপার ডায়েট মেনটেইন করতে হয়েছে, যাতে অসুস্থ না হয়ে যাই। সবকিছু আসলে রুটিন মেনে করতে হয়েছে। সবকিছু আসলে একটা প্রক্রিয়া।'

তবে কিছু না বলে সবাইকে চলচ্চিত্রসংশ্লিষ্ট ও ভক্তদের দুশ্চিন্তায় ফেলে হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা কী একজন পেশাদার অভিনেত্রীর উচিত? তাছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতিসহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার দরকার ছিল, তাই না? এসব প্রশ্নেরও সোজা-সাপটা উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। বার বার নিজেকে ব্যস্ত থাকার কথা বলেছেন তিনি। কিন্তু কীসের এত ব্যস্ততা এ নিয়েও কোনো কর্ণপাত করেছেন বলে মনে হয়নি। একতরফা জবাবে বুবলী জানিয়েছেন, 'আমি যখন কাজে থাকি, শেষ না হওয়া পর্যন্ত খুব সিনসিয়ার থাকি। যে সময়টায় আমি আড়ালে ছিলাম, তখন অনেকের সঙ্গে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। এটা ঠিক, সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দেখেছি, সবাই এই কোভিডের মধ্যে আমি ভালো আছি কিনা, নিরাপদে আছি কিনা, এ নিয়ে খুব উদ্বেগের মধ্যে ছিলেন।'

কিন্তু তাদের কৌতূহলের জবাব না দিয়ে তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়ে চুপচাপ থাকার বিষয়ে বুবলীর বক্তব্য, আমার ব্যক্তিগত এবং বিশেষ কিছু কারণ তো অবশ্যই আছে। পারিবারিকভাবে চেয়েছি, আলাদা থাকতে। ওই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ ছিল। আমার ওই নম্বর বেশ কয়েক মাস ব্যবহার করা হয়নি। ২০১৯ সাল থেকেই আমি পরিকল্পনা করছিলাম, দেশের বাইরে যাওয়ার। বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু কাজের চাপ নেই, হাতে থাকা ছবির কাজও শেষ করেছি, তাই ভাবলাম আমেরিকায় যাই। সেখানেই ছিলাম এতদিন।'

কিন্তু ৯ মাস আগে যখন বুবলীকে পাওয়া যাচ্ছিল না, তখন নানা রকম বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছিল। যখন খবর চাউর হয় বুবলী এখন আমেরিকায় রয়েছেন, তখন বুবলীর মা বলছিলেন বুবলী দেশেই আছে, বাসায় আছে। এছাড়া যাওয়ার আগে বুবলীর স্ফীত পেট এবং তাকে বিশেষ গার্ড মাধ্যমে এফডিসিতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন অনেকেই ধারণা করেছিলেন, মা হচ্ছেন বুবলী। আর এতদিন পর পেট কমলেও সমালোচকরা এখনও সেই আগের ধারণাতেই বহাল রয়েছেন। তাদের ধারণা, বুবলী হয় মা হওয়ার পর প্রত্যাবর্তন করেছেন, না হয় তোপের মুখে পড়ে সন্তান নষ্ট করে স্স্নিম ফিগারে দেশে ফিরেছেন।

যদিও মা হওয়ার প্রসঙ্গে সরাসরি 'নো' জানাননি বুবলী। একটি টিভি চ্যানেলে 'সন্তানের মা হয়েছেন' প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দিয়েছেন। বলেছেন, 'ব্যক্তিগত কোনো কিছুই আমি কখনই রিভিল করি না। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি রেসপেক্ট করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সবকিছু জানতে পারবেন। সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাব। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। দর্শকদের বলব, আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান না দিতে।'

বুবলীর বক্তব্যের মধ্যেও এক ধরনের রহস্যের বেড়াজাল ছড়িয়ে আছে। এছাড়া ব্যক্তিগত বিষয় নিয়ে একটি বই লেখারও ইঙ্গিত দিয়েছেন বুবলী। তবে একজন সত্যিকারের তারকার ব্যক্তিগত বিষয় বলে কিছু থাকে না এক সময়। তার সবকিছুই সামগ্রিক হয়ে যায়। ফলে বলা চলে, এখনও শেষ হলো না বুবলী রহস্য। কিংবা শেষ হয়েও হলো না শেষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে