সাক্ষাৎকার

নায়িকা হিসেবেও সাড়া ফেলতে চাই

প্রার্থনা ফারদিন দীঘি। হাতে রয়েছে একাধিক ছবির কাজ। অভিনয় করতে যাচ্ছেন বঙ্গবন্ধুর বায়োপিকেও। অভিনয়ে ফেরা ও নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদুর রহমান

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রার্থনা ফারদিন দীঘি
শুরু হয়েছে ২০২১ সাল। চলচ্চিত্রের জন্য বছরটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? করোনার কারণে ২০২০ সালের অনেকটা সময় চলচ্চিত্রের কাজ স্থগিত ছিল। তবে বছরের শেষ দিকে এসে চলচ্চিত্রের প্রচুর কাজ হয়েছে। তখন থেকে চলচ্চিত্রের কাজ থেমে নেই। নতুন বছরে চলচ্চিত্রের আরও অনেক কাজ হবে। মনে হচ্ছে, এ বছর উলেস্নখযোগ্য চলচ্চিত্র মুক্তি পাবে। নতুন বছরটি শুরু করছেন কোন চলচ্চিত্র দিয়ে? জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে আমি দুটি চলচ্চিত্রে কাজ করব। এর মধ্যে একটি বঙ্গবন্ধুর বায়োপিক। চলতি মাসেই এর শুটিং শুরু হবে ভারতে। এতে আমি অভিনয় করছি রেনু চরিত্রে। অন্যটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। এটি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। বছরের শুরু থেকে ব্যস্ত হয়ে পড়ছি, এজন্য খুব ভালো লাগছে। আত্মবিশ্বাস বাড়ছে। 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' চলচ্চিত্রটি কবে... এ চলচ্চিত্রের একটি মাত্র গানের শুটিং বাকি আছে। ১০-১৫ জানুয়ারির মধ্যে শেষ হবে। সোমবার আমার অংশের ডাবিং শেষ করেছি। শামীম আহমেদ রনি পরিচালিত এ চলচ্চিত্রে আমার বিপরীতে অভিনয় করেছেন শান্ত। দীর্ঘ বিরতির পর শিশুশিল্পী থেকে ফিরেছেন নায়িকা হয়ে। অনুভূতিটা কেমন? সর্বশেষ আট বছর আগে মনতাজুর রহমান আকবর পরিচালিত 'ছোট সংসার' সিনেমায় অভিনয় করেছিলাম। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। দীর্ঘ বিরতির পর 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' ছবির মধ্য দিয়ে লাইট-ক্যামেরার সামনে আসি। এতদিন পর হলেও আমার কাছে কোনো কিছু নতুন মনে হচ্ছে না। আগে শিশু চরিত্রে অভিনয় করেছি, এখন নায়িকা চরিত্রে শুধু এতটুকই পার্থক্য। অভিনয়ের প্রস্তাব কি সরাসরি নিজেই পান এবং নিজেই এককভাবে সিদ্ধান্ত নেন? সরাসরি আমার কাছে কোনো প্রস্তাব আসে না। প্রথমে বাবার কাছে প্রস্তাব আসে। এরপর বাবা ভেবে দেখেন। সত্যি বলতে, মার মৃতু্যর পর বাবাই আমার সব সিদ্ধান্ত নেন। তবে তার আগে বিষয়টি আমাকে জানান। এরপর বাবা-মেয়ে দুজনে বসে সিদ্ধান্ত নিই। তারপর ছবিতে চুক্তিবদ্ধ হই। বাবা আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেন না। শিশুশিল্পীর মতো দীঘি নায়িকায় হিসেবে সাড়া ফেলতে পারবে কি? আমার দৃঢ় বিশ্বাস শিশুশিল্পীর মতো নায়িকা হিসেবেও দর্শকরা আমাকে গ্রহণ করবেন। শিশুশিল্পীর মতো নায়িকা হিসেবেও সাড়া ফেলতে চাই। পরিকল্পনা নিয়ে সেই চেষ্টাও করে যাচ্ছি। এখন দেখা যাক কি হয়। শুরুতেই আমার চলচ্চিত্র হয়তো ততটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে। এতে আমি নিরাশ হতে চাই না। বড় বড় তারকারারা ধীরে ধীরে তাদের অবস্থান পাকাপোক্ত করেছেন। শুরুতেই তারা হিট হননি। অনেকই ক্যারিয়ারে প্রথমে গ্রহযোগ্যতা না পেয়ে অভিনয় ছেড়ে দিয়েছেন। আমি অভিনয় ছাড়তে পারব না। চিত্রনায়িকা পূজা চেরীর সঙ্গে সখ্যতা কেমন? তাকে কি প্রতিদ্বন্দ্বী মনে করেন? পূজার সঙ্গে সখ্যতা আমার অনেক আগে থেকেই। সর্বশেষ দেখা হয় 'বিশ্বসুন্দরী' চলচ্চিত্রটি দেখতে গিয়ে। সে অনেক ভালো অভিনয় করে। ইতোমধ্যে ওর একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেই হিসেবে ও আমার থেকে অবশ্যই এগিয়ে রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী-প্রতিপক্ষ এমন কিছু মনে করি না। ও আমার বন্ধু বা সহযোদ্ধা। কোন ধরনের চলচ্চিত্র ভালো লাগে? প্রচুর। আমি সময় পেলেই চলচ্চিত্র দেখি। চলচ্চিত্র দেখাটা আমার কাছে নেশায় পরিণত হয়েছে। কতটি চলচ্চিত্র হাতে রয়েছে? শুটিং শেষ করেছি 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই', 'তুমি আছো তুমি নেই'। বঙ্গবন্ধুর বায়োপিক ছাড়াও মার্চের মধ্যে আরেকটি চলচ্চিত্রের শুটিং করব। এছাড়া কাজী হায়াত আংকেলের 'যোগ্য সন্তান' এ কাজ করার কথা রয়েছে। আরও একাধিক চলচ্চিত্র নিয়ে কথা চলছে কিন্তু কাজ শুরু হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না।