অনলাইন পস্নাটফর্মে চলচ্চিত্র

করোনা এসে পাল্টে দিল আরও একটা চিরাচরিত নিয়ম। বিশেষ করে চলচ্চিত্রে নতুন ধারার এক পরিবেশ বিরাজ করে দিয়েছে মহামারি কোভিড-১৯। হলিউড, বলিউড ও টলিউড অনেক আগে থেকেই নিজস্ব অনলাইন পস্নাটফর্মে চলচ্চিত্র মুক্তি দিয়ে আসছে। এবার এই ধারায় যুক্ত হচ্ছে বাংলাদেশও।

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ০০:০০

মাসুদুর রহমান
প্রসেনজিৎ, শাকিব খান, জয়া আহসান, মাহিয়া মাহী ও পূজা চেরিদের সিনেমাও শোভা পাচ্ছে ওটিটি কিংবা অনলাইন পস্নাটফর্মে
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। পুরানোকে ঠেলে দিয়ে নতুন কিছু গ্রহণ করা বরাবরই সময়ের দাবি। যুগের যত পরিবর্তন হচ্ছে, নিত্যনতুনের তত গুরুত্ব বাড়ছে। সেই ছোঁয়া লেগেছে শোবিজেও। বিশ্ব শোবিজের সঙ্গে বদলে গেছে আমাদের শোবিজও। এরই মধ্যে অনলাইনের জন্য নির্মিত হয়েছে অসংখ্য ওয়েব সিরিজ কিংবা নাটক। তবে করোনা এসে পাল্টে দিল আরও একটা চিরাচরিত নিয়ম। বিশেষ করে চলচ্চিত্রে নতুন ধারার এক পরিবেশ বিরাজ করে দিয়েছে মহামারি কোভিড-১৯। নানা কারণে দর্শক এখন আগের মতো সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখতে চান না। ঘরে বসে কিংবা হাতের মুঠোয় মোবাইল ফোনে বিনোদন দেখার প্রতি ঝুঁকছেন দর্শক। হলিউড, বলিউড ও টলিউড অনেক আগে থেকেই নিজস্ব অনলাইন পস্নাটফর্মে চলচ্চিত্র মুক্তি দিয়ে আসছে। এবার এই ধারায় যুক্ত হচ্ছে বাংলাদেশও। এ দেশের দর্শক বেছে নিয়েছেন নেটফ্লিক্স, জি ফাইভ, অ্যামাজন প্রাইম, হইচই, ডিজনি পস্নাসের মতো বিভিন্ন অনলাইন পস্নাটফর্ম। বৈশ্বিক মহামারি করোনাকালে এই প্রবণতা আরও বৃদ্ধি পায়। কয়েক বছর ধরে দেশীয় শোবিজ রাজত্ব করছে অনলাইন পস্নাটফর্মে। টেলিভিশন ছেড়ে দর্শক এখন অনলাইনেই নির্ভর হয়ে পড়েছেন। ওয়েব সিরিজের পাশাপাশি অনলাইনের জন্য প্রতি বছর নির্মাণ হচ্ছে প্রচুর নাটক, বিজ্ঞাপন, গানের ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী। চলতি বছরে আরও বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পাবে অনলাইন পস্নাটফর্মে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে অনলাইন পস্নাটফর্ম 'আই থিয়েটার'-এ মুক্তি পায় শাকিব খান-মাহিয়া মাহী জুটির 'নবাব এলএলবি'। যদিও সেদিন এ চলচ্চিত্রের প্রথম অংশ প্রচারিত হয়। চলতি বছরের প্রথম দিন এ চলচ্চিত্রের বাকি অংশ প্রচারের কথা থাকলেও পরিচালক অনন্য মামুন কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত কলকাতার 'রবিবার' সিনেমা ৩১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাংলাদেশি ওটিটি পস্নাটফর্ম 'সিনেমাটিক' অ্যাপে। পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষ পরিচালিত 'রবিবার'-এ জয়া-প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি 'রবিবার'। এতে প্রসেনজিৎ অসীমাভর এবং জয়া আহসান সায়নী চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে ২৭ ডিসেম্ব্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় 'রবিবার'। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। চলতি বছরেই অনলাইনে মুক্তি পাবে অনন্য মামুনের 'মেকআপ' ও 'সাইকো' ছবি দুটি। 'মেকআপ' চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন। এ হাউসের প্রথম সিনেমা 'মেকাপ'। এ চলচ্চিত্রে 'সুপারস্টার নায়ক' শাহবাজ খান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তারিক আনাম খান। এছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান, সাইফ চন্দন, নবাগতা রিয়েলি, তুরিন,পায়েল মুখার্জি ও বিশ্বজিৎ মুখার্জি, কাজী উজ্জ্বল প্রমুখ। পরিচালনায় পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য করেছেন নির্মাতা অনন্য মামুন নিজেই। বাংলা এবং হিন্দি দুই ভার্সনেই মুক্তি দেয়া হবে সিনেমাটি। 'সাইকো' চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছন তরুণ প্রজন্মের নায়ক জিয়াউল রোশান ও নায়িকা পূজা চেরি। আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত 'সাইকো'র মাধ্যমেই প্রথমবার জুটি হচ্ছেন রোশান ও পূজা। সরাসরি অনলাইনেই মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রায়হার রাফির নতুন চলচ্চিত্র 'জানোয়ার'। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ শামীম, আর এ রাহুল, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, আরিয়া অরিত্র, মাহফুজুর রহমান প্রমুখ। চলচ্চিত্রটির গল্পও লিখেছেন রায়হান রাফি। এটি নির্মিত হয়েছে টার্ন কমিউনিকেশন্সের প্রযোজনায়। শাকিব খান ও শবনম বুবলী অভিনীত 'বিদ্রোহী' চলচ্চিত্রটি গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে চলচ্চিত্রটি আজও আলোর মুখ দেখেনি। তবে গত বছরের মাঝ সময়ে অনলাইন মাধ্যমে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। সেই সঙ্গে 'বিক্ষোভ' চলচ্চিত্রটিও অনলাইনে মুক্তির পরিকল্পনা করা হয়। বর্তমানে সিনেমা হল খোলা থাকলেও গত বছরে মুক্তির তালিকায় থাকা এমন অনেক চলচ্চিত্রই এখন সিনেমা হলের পরিবর্তে অনলাইনে মুক্তির কথা ভাবছেন প্রযোজক-পরিচালকরা। যদিও সিনেমা হলে মুক্তি না দিয়ে সরাসরি ওটিটি পস্নাটফর্মে মুক্তি দেওয়ায় বিতর্ক উঠছে। অনলাইনে মুক্তি পাওয়া ছবিগুলো কতটা ব্যবসায়িক সাফল্য পাবে- এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আশার আলোই দেখা দেখছে এ পর্যন্ত। ডিজিটাল পদ্ধতিতে ছবি মুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও অনেক প্রযোজকই লাভজনক হিসেবে দেখছেন একে। করোনাকালীন পরিস্থিতিতে অনেক সিনেমাই ডিজিটাল পস্নাটফর্মে মুক্তি পাচ্ছে। আর একেই নিরাপদ ভাবছেন প্রযোজকরা। অনেকেই ভরসা পাচ্ছেন।