নানা রঙের নাদিয়া

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ০০:০০

তারার মেলা রিপোর্ট
সালহা খানম নাদিয়া
সালহা খানম নাদিয়া, অভিনয়ের দুনিয়ায় দর্শকের কাছে প্রিয় এক অভিনেত্রীর নাম। ভিন্ন ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণের ক্ষেত্রে পরিচালকদের কাছেও বাড়ছে সালহা খানম নাদিয়াকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ। যে কারণে এই সময়েই শুধু নয় বেশ কয়েক বছর ধরে নাদিয়া অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। খন্ড নাটকের পাশাপাশি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। সম্প্রতি আরটিভিতে প্রচারিত হলো ধারাবাহিক নাটক 'চিটিং মাস্টার'র চার শততম পর্ব। দীর্ঘ ধারাবাহিক এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। নাটকটি নিয়ে নাদিয়া বলেন, 'চিটিং মাস্টার' ধারাবাহিকটির চার শততম পর্ব প্রচার এরই মধ্যে হয়ে গেল। এজন্য এই নাটকের পুরো ইউনিটের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আরটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ যে তারা দর্শকপ্রিয়তা বিবেচনা করে ধারাবাহিকটি মাঝপথে বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে আবারো পর্ব বাড়ানোর সিদ্ধান্ত নেন।' 'চিটিং মাস্টার' নাটকে নাদিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তার চরিত্রটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। চরিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন। এ প্রসঙ্গে নাদিয়া বলেন, 'এই নাটকে অভিনয়ের জন্য আমি পরপর দুই বছর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছি। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। আমি এ জন্য পুরো টিমের প্রতি ভীষণ খুশি। অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা সঞ্জিত দাদার প্রতি। কারণ তিনি এই নাটকের প্রত্যেক চরিত্রের যথেষ্ট গুরুত্ব দিয়ে চরিত্র রচনা করে তা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সমাজে ভালো-মন্দ থাকবেই। এই নিয়েই জীবন আমাদের, এই নিয়েই চিটিং মাস্টার। আমার বিশ্বাস দাদা তার পরবর্তী কাজেও আমাকে সম্পৃক্ত রাখবেন।' দেশটিভিতে প্রচারিত হচ্ছে নাদিয়া অভিনীত 'ফ্যামিলি ফ্যান্টাসি' ধারাবাহিক নাটক। আদিত্য জায়িদের রচনায় পারিবারিক গল্পের এই নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন। গত ৩ জানুয়ারি থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক 'পরিবার'। এটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। এতে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন 'গহীন বালুচর' খ্যাত অভিনেতা তানভীর। গেল বছরে সর্বশেষ ২৪ ডিসেম্বর ধারাবাহিকে অভিনয় করছেন মুসাফির রনির 'তোলপাড়' ধারাবাহিকে। এদিকে বছরের শেষে নাদিয়া আরটিভি অ্যাওয়ার্ড পেয়েছেন। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, বছর শেষে আরটিভির অ্যাওয়ার্ড অন্যরকম আনন্দ দিয়েছে। দর্শকদের ভালোবাসায় এত দূর আসতে পেরেছি। আরটিভি থেকেও এই সম্মাননা পেয়েছি। এভাবে ভালো কাজের সঙ্গে থাকতে চাই। গত বছরের মতো এ বছরটিও ব্যস্ততায় কাটবে নাদিয়ার। ধারাবাহিক, খন্ডনাটক ও বিজ্ঞাপনের কাজ তার হাতে রয়েছে। তবে বছরের প্রথম এক সপ্তাহ শুটিং থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। এই সময়টা তিনি পরিবারের সবার সঙ্গে কাটিয়েছেন। দ্বিতীয় সপ্তাহ থেকে ফিরেছেন অভিনয়ে। এই অভিনেত্রী গতকাল শেষ করেছেন মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় 'হাউজ নং নাইনটি সিক্স' নাটকের কাজ। এতে তিনি ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া নতুন দুটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন নাদিয়া। এর মধ্যে একটি হলো মুসাফির রনির 'বাজিমাত'। অন্যটি হলো নির্মাতা সৈয়দ শাকিলের নাম চূড়ান্ত না হওয়া একটি নাটক। গত সোমবার রাত সাড়ে নয়টা এনটিভিতে প্রচার হয় একক নাটক '২৬ নং পস্ন্যাটফর্ম'। নাভিল আহমেদ অভির রচনা ও পরিচালনায় এ নাটকে নাদিয়া অভিনয় করেন আফরান নিশোর বিপরীতে। ভালো কাজের প্রস্তাব পেলে নাটকের বাইরেও কাজ করেন নাদিয়া। এরই ধারাবাহিকতায় টিভি নাটকের বাইরে কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে এই গস্ন্যামারকন্যাকে। এতে প্রশংসিতও হয়েছেন। গেল বছরের শেষের দিকে রুনা লায়লার গাওয়া ধ্রম্নব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত 'ফেরাতে পারিনি আর' গানে মডেল হিসেবে কাজ করে নতুন করে আলোচনায় আসেন নাদিয়া। এতে তার বিপরীতে দেখা গেছে নিলয় আলমগীরকে। তবে এর আগে মিফতাহর গাওয়া 'পিস্নজ নিজের খেয়াল রেখো' গানটিতেও মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছিলেন নাদিয়া। এই অভিনেত্রী কাজ নিয়ে বলেন, 'অনেক সময় নানা ধরনের কাজের প্রস্তাব আসে। কিন্তু সব ধরনের কাজ করা হয়ে ওঠে না। তাই কেউ কেউ এটিকে নেতিবাচকভাবেও দেখেন। সত্যি বলতে প্রত্যেকের নিজস্ব পছন্দ-অপছন্দ আছে। এই বিষয়টি আমাদের বুঝতে হবে। ক্যারিয়ারে একজন শিল্পী তার নিজের মতোই কাজ করবেন এটাই স্বাভাবিক বলে মনে করি।'