চলচ্চিত্র নিয়ে তিশার আহŸান

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
কয়েকটা সিনেমা বানিয়ে নিজেরা নিজেরা দেখে বাহবা দিলে চলবে না। ছবিগুলোকে ছড়িয়ে দিতে হবে সারাদেশে। যাতে করে সবার মধ্যে সুন্দর চিন্তার উদয় হয়। তাহলেই হয়তো পরিবতের্নর কথা ভাববে সবাইÑ কথাগুলো বলেছেন জনপ্রিয় তারকা নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘আই স্ট্যান্ড ফর ওম্যান’ শীষর্ক একটি প্রিমিয়ার শো। এ আয়োজনে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দেখানো হয় পঁাচটি ভিন্ন কাহিনীর স্বল্পদৈঘের্্যর সিনেমা। যেখানে বেশ সাবলীলভাবে দেখানো হয় নারীদের যাপিত জীবনের নানা সংকট। এখানে এই স্বল্পদৈঘের্্যর সিনেমার বিষয়ে কথা বলতে গিয়ে ওপরের কথাগুলো বলেন তিশা। প্রিমিয়ারে দেখানো হয় তিশা অভিনীত ও আফজাল হোসেন মুন্না পরিচালিত শটির্ফল্ম ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গালর্’। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ, লাক্স তারকা শানু, পরিচালক খিজির হায়াত খানসহ আরও অনেক চলচ্চিত্রপ্রেমী। বিশেষ করে এই আয়োজনে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ মন জয় করেছে নিমার্তাদের।