ইমেজ ভাঙার ছবি

‘সুই ধাগা : মেড ইন ইন্ডিয়া’ ছবির দৃশ্যে বরুণ ধাওয়ান ও আনুশকা শমার্

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বরুণ ধাওয়ান আর অ্যাকশন, কমেডি ও রোমান্সের মধ্যে আবদ্ধ থাকতে চাইছেন না। তাই তৃতীয়বারের মতো নিজের নায়কসুলভ ইমেজ ভাঙার যুদ্ধে নেমেছেন এই জনপ্রিয় বলিউড তারকা। এর আগে ‘বাদলাপুর’ ছবিতে প্রতিশোধের নেশায় উন্মত্ত খুনি রঘু চরিত্রে দশর্কদের কিছুটা হলেও ভাবিয়েছেন যে তিনি শুধু মশলা ছবির নায়ক নন। বিখ্যাত পরিচালক বাবা ডেভিড ধাওয়ানের যোগ্য উত্তরসূরি হয়েই যেন তিনি দেখাবেন। তাইতো তার ইমেজ ভাঙার দ্বিতীয় ছবি ছিল এ বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া ছবি ‘অক্টোবর’। মেধাবী নিমার্তা সুজিত সরকারের এ ছবিতে তিনি ভালোমতোই দশর্ক ও চলচ্চিত্র সমালোচকদের মন জয় করেন। এতে ছিল না গø্যামার, অ্যাকশন, নাচগান কিংবা যৌন উত্তেজক দৃশ্য। শুধু শক্ত গল্প আর সাইকো চরিত্রে বরুণের অনবদ্য অভিনয়ের মাধ্যমে ‘অক্টোবর’ ভালো ব্যবসা করে। এবার তিনি আসছেন নতুন আবহে। আগামীকাল মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান ও আনুশকা শমার্র নতুন ছবি ‘সুই ধাগা : মেড ইন ইন্ডিয়া’। ভারতের বুননশিল্পী ও পোশাক কমীের্দর গল্প নিয়ে নিমির্ত হয়েছে ছবিটি। ইতিমধ্যে ছবিটির ট্রেইলার দারুণ পছন্দ করেছে দশর্ক। বরুণ ধাওয়ানকে এ ছবিতে দেখা যাবে মউজি চরিত্রে। যিনি একজন দজির্। গল্পের প্রয়োজনে এ ছবিতে বøাউজ, শাটর্ ও প্যান্ট সেলাই করা শিখেছেন বরুণ ধাওয়ান। এ ছাড়াও আনুশকাকে একেবারেই সাদামাটা বুনন-শিল্পীর চরিত্রে দেখা যাবে, যেখানে তার নাম মমতা। আত্মনিভর্রশীলতার গৌরব নিয়েই রচিত হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে বরুণ ও আনুশকা একটি ছোট শহরে বসবাসরত দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। বরুণ দজির্র কাজ করেন, আনুশকা জামায় এমব্রয়ডারির মাধ্যমে নানা নকশা ফুটিয়ে তোলেন। বেকার সাধারণ গৃহবধূর আথির্কভাবে স্বনিভর্র হওয়ার ভ্রমণ এ ছবিতে দেখবেন দশর্ক। ট্রেইলার দেখেই বোঝা গেছে, ছবিটি কঠিন বাস্তবতা ও বিনোদনের সংমিশ্রণ। এদিকে টুইটারে বরুণ ধাওয়ান একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ‘তিন মাস প্রশিক্ষণ ও শেখার পর মউজি হতে পেরেছি! নুর ভাইকে ধন্যবাদ, এখন বলতেই পারি, বøাউজ কীভাবে সেলাই করতে হয় তা আমি জানি’। এ ধরনের প্রস্তুতি নিয়ে যিনি ক্যামেরার সামনে দঁাড়ান তাকে প্রশংসা না করে পারা যায়? শরৎ কাটারিয়া পরিচালিত ও মনীশ শমার্ প্রযোজিত ‘সুই ধাগা মেড ইন ইন্ডিয়া’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে অনুপ্রাণিত। এদিকে বলিউড সুন্দরী আনুশকা শমার্র গø্যামারাস রূপ সবাই দেখেছেন। এবার ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’ ছবিতে মেকআপ ছাড়া গ্রামের সাধারণ গৃহবধূ হিসেবে দেখা যাবে তাকে। জানা গেছে, এই ছবিতে আনুশকা ‘মমতা’ হয়ে উঠতে অনেক পরিশ্রম করেছেন। ছবির কস্টিউম নিদের্শক দশর্ন জলান বলেন, ‘গ্রামীণ মহিলার চরিত্র করার জন্য আনুশকা অনেক পরিশ্রম করেছেন।’ আনুশকা সাংবাদিকদের বলেন, ‘শুটিংয়ের সময় গ্রামের অধিকাংশ মানুষ আমাদের লোকেশনে থাকতেন। ছবির মমতার লুক ওই গ্রামের মহিলাদের দেখে নেয়া হয়েছে। আমি মমতা হয়ে ওঠার জন্য প্রচুর পরিশ্রম করেছি। আমি কোনো প্রসাধনী ব্যবহার করিনি। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে আমি আনুশকা থেকে মমতা হয়ে উঠতে পেরেছি।’ আনুশকা তার ফিল্মি ক্যারিয়ারে ‘মমতা’র চরিত্রটি খুব গুরুত্বপূণর্ বলে মনে করেন। ‘সুই ধাগা’ ছবির প্রচার জোরদার করেছেন আনুশকা ও বরুণ। শুধু শহরে নয়, গ্রামে গ্রামে গিয়ে তারা প্রচার করছেন। কারণ এই ছবির সঙ্গে জড়িয়ে আছে গ্রাম এবং শহর। ‘সুই ধাগা’ ছবির প্রচারণার সময় বরুণের প্রসংশায় পঞ্চমুখ আনুশকা শমার্। বরুণকে নিয়ে কিছু বলার জন্য সাংবাদিকদের অনুরোধ আসলে আনুশকা বলেন, ‘বরুণ খুব পরিশ্রমী ছেলে। আর এই জন্য আমি ওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছি।’ বিরাট-পতœী আরও বলেন, ‘শুধু তাই নয়, বরুণ মেয়েদের খুব সম্মান করে। আজ পযর্ন্ত আমি যত নায়কের সঙ্গে কাজ করেছি, তার মধ্যে বরুণের স্বভাব সব থেকে ভালো। বরুণ ভালো বয়ফ্রেন্ড। আশা করছি, ভবিষ্যতে ও একজন ভালো স্বামী হবে।’ বরুণ ধাওয়ান এ কথা শুনে লজ্জায় লাল হয়ে যান। তবে তিনি চুপ করে বসে থাকার ছেলে নন। তিনি বলেন, ‘এই মুহূতের্ বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার। এখনো আমি অন্যের বিয়েতে অতিথি হয়ে যেতে বেশি খুশি হই। তাছাড়া বিয়ের বিষয়টা শুধু আমার ওপর নিভর্র করে না। এর জন্য অন্য আর একজনের সম্মতিও জরুরি।’ এই অন্য একজনটা কে? তা নিশ্চয়ই বরুণ ভক্তরা জানেন। তিনি হলেন বরুণের দীঘির্দনের প্রেমিকা নাতাশা দালাল।