সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
এবার তারকাদের সঙ্গে খেলবেন তাদের ভক্তরা ম তারার মেলা রিপোর্ট এ বছরের শুরুতেই প্রচারিত হয়েছিল 'ঞযব ইঙঢ' চড়বিৎবফ নু এৎধসসবহঢ়যড়হব ৪এ সেলিব্রেটি গেম শো। দু'জন তারকাকে তাদের বাসা থেকেই ভিডিওকলে যুক্ত করতেন শোটির উপস্থাপক নুসরাত ইমরোজ তিশা। তারপর তাদের মধ্যে চলত মজার মজার গেম নিয়ে তুমুল প্রতিযোগিতা। প্রচারের পরপরই ব্যাপক দর্শকপ্রিয়তা পায় অনুষ্ঠানটি। আর তাই এবারের ঈদের সাত দিন আবার আসছে 'ঞযব ইঙঢ' সিজন ২ চড়বিৎবফ নু এৎধসসবহঢ়যড়হব ৪এ। এবারের পর্বগুলোর বিশেষত্ব হলো, এবারও ভিডিওকলের মাধ্যমে তারকাদের মুখোমুখি হবেন তাদের ভক্তরা। আর এই ভক্তকুল বেছে নেওয়ার বা ভক্তদের অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার পদ্ধতিটিও খুব সহজ। কেবল একটি ভিডিও বার্তা আপলোড করতে হবে নিজের প্রোফাইলে যার ক্যাপশনে লিখতে হবে, #ঞযবইড়ী। আর এর মাধ্যমেই তারকারা বেছে নেবেন তাদের ভক্তদের। গতবারের মতোই এবারেও শোতে যার যার বাসা থেকেই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে মজার মজার সব খেলায় মেতে উঠবেন তারকা আর তাদের ভক্তরা। এবারের আয়োজনে অংশগ্রহণের বিস্তারিত জানতে লগ-ইন করুন গ্রামীণফোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রথম সিজনের মতোই তারকা ও তার ভক্ত, দুজনের বাড়িতেই পৌঁছে যাবে দুটি বক্স। যে বক্সের ভেতর আছে আরও তিনটি করে বক্স, যার প্রতিটিতে রয়েছে বিভিন্ন মজাদার গেমের সরঞ্জাম। তারকা ও তার ভক্ত মুখোমুখি হয়ে প্রতিযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়ে একের পর এক গেম খেলে পয়েন্ট অর্জন করবেন, আর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হবেন সেই পর্বের বিজয়ী। যার জন্য রয়েছে আরেকটি গিফট ভরা বক্স। তবে এবার গত পর্বের চেয়ে কঠিন-জটিল আর আকর্ষণীয় সব খেলার পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন এর পরিচালক ও নির্মাতা শাহরিয়ার শাকিল। আগামী ঈদুল ফিতরের সাত দিন এনটিভিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, আরটিভিতে ৭টা ৫ মিনিটে আর দীপ্ত টিভিতে রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি অন-লাইনে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকরা। দুই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবীন! ম তারার মেলা রিপোর্ট সারাবছরই নতুন নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকেন মেহজাবীন চৌধুরী। প্রতিটি নাটকে অভিনয়ের পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। নাট্য জগতের তুমুল জনপ্রিয় এই তারকাকেই বাংলাদেশ ও ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে নীহার ন্যাচারালস। এখন থেকে তিনি এই দুই দেশের নারীদের মধ্যে চুল পড়া প্রতিরোধে নীহার ন্যাচারালসের অ্যান্টি হেয়ার ফল বিউটি অয়েল ব্র্যান্ড নীহার ফাইভ সিডস অয়েলের ভূমিকা তুলে ধরতে কাজ করবেন। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, 'নীহার ফাইভ সিডস হেয়ার অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। চুল পড়লে আমাদের বিউটি মিটার ডাউন হয় এবং তা রোধ করতেই নিয়মিত চুলের সৌন্দর্য চর্চায় আমি ব্যবহার করি নীহার ফাইভ সিডস হেয়ার অয়েল।' তিনি আরও বলেন, 'ভারত ও বাংলাদেশের সমন্বিত মার্কেটের এক নম্বর অ্যান্টি হেয়ার ফল বিউটি অয়েল ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি যতটুকু আনন্দিত তার থেকেও বেশি আনন্দিত এমন একটি হেয়ার অয়েল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে, যার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।' লকডাউনের কারণে সারাদেশে প্রায় সবকিছু বন্ধ থাকলেও ছয়টি বিশেষ শর্তে চালু রাখা হয়েছে নাটকের শুটিং। সেই শর্ত মেনে বর্তমানে কাজ করছেন অভিনয় শিল্পীরা। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুটিং থেকে বিরতি নিয়েছেন। নির্মাতাদের কাছে চাহিদাসম্পন্ন এই অভিনেত্রী নিজ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি বাসায় থাকছেন। পস্নাজমা দাতা ভূমি পেডকন ম তারার মেলা ডেস্ক করোনার ঝড় কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডকন। এবার করোনা থেকে মুক্তি পেয়ে নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নোট পোস্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার ফ্যান এবং ফলোয়ার্সদের প্রতি। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফ্যানদের উদ্দেশে জানান, চিকিৎসার কোনো সাহায্যের জন্য তারা সরাসরি মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারে। ভূমিকায় লিখেছেন, 'আমাদের দেশ কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভের মধ্যে দিয়ে চলেছে, আমি জানাতে চাই, চিকিৎসা সরবরাহ এবং পস্নাজমা দানের জন্য প্রচেষ্টা শুরু করছি। পস্নাজমা দাতাদের এই উদ্যোগে শামিল করতেও চলেছি।' তিনি জানান, প্রতিদিন পস্নাজমা দাতাদের ফোন নাম্বার শেয়ার করবেন। কিন্তু অনেক সময়ে তাতে এমন কিছু নাম্বার থাকতে পারে- যা ভুয়া। তাই যদি কোনো মানুষ এমন কোনো তথ্য- যা অমূলক এবং ভুয়া নাম্বার পান তবে দয়া করে যেন তারা অভিনেত্রীকে জানান, তাহলে ভূমি তাৎক্ষণিকভাবে নাম্বারটিকে ডিলিট করে ফেলতে পারবেন। ভূমি আরও লেখেন, 'এই উদ্যোগটি আমাদের সামনে যে বিশাল লড়াইয়ে আসতে চলেছে, তাতে আমার ছোট অবদান। দয়া করে ধৈর্য ধরুন এবং আশা হারাবেন না! আমরা একসঙ্গে রয়েছি। ভালোবাসা, ভূমি।' উলেস্নখ্য, চলতি মাসের ৫ তারিখে কোভিডে আক্রান্ত হন ভূমি। আর ১৭ তারিখে তার রিপোর্ট নেগেটিভ আসে। করোনার ঝড় কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডকন।