বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন কন্যার ঈদ ভাবনা

টিভি নাটকে নায়কের চেয়ে নায়িকার তালিকা বেশ দীর্ঘ। নিজ মেধা-দক্ষতায় একেক সময় একেকজন চাহিদার শীর্ষে চলে যান। সেই বিচারে গত কয়েক বছর ধরেই ছোটপর্দার নায়িকাদের মধ্য শীর্ষস্থানটি দখল করে আছেন মেহজাবীন চৌধুরী। মাঝে মাঝেই প্রশ্ন ওঠে- মেহজাবীনের পর কে? উত্তরে আসে দু-তিনজনের নাম। এতদিন অনেকেই মনে করেছিলেন মেহজাবীনের পরের স্থানটি তানজিন তিশার। কিন্তু এর মাঝেই হঠাৎ উড়ে এসে জুড়ে বসার মতো সেই আসনে ভাগ বসানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন টেলিভিশনের নতুন সম্ভাবনা তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়ে দর্শক ও নির্মাতাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তিনি। সংখ্যা আলোচনার মানদন্ডে প্রতি বছর ঈদ নাটকে শীর্ষে থাকেন মেহজাবীন। যদিও করোনায় এবার তার নাটকের সংখ্যা হাতেগোনা। এবার তার সঙ্গে যোগ হয়েছে তানজিন তিশা ও তাসনিয়া ফারিণ।
সাজিয়েছেন মাসুদুর রহমান
  ০৬ মে ২০২১, ০০:০০

সঙ্গত কারণেই প্রতিবেদনের শুরুতেই আগে নাম আসে মেহজাবীন চৌধুরীর। একক নাটকে অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী হিসেবেই তাকে গণ্য করেন নির্মাতা ও দর্শক। লাইট-ক্যামেরায় সারা বছর ব্যস্ত থাকলেও বিশেষ দিবসের সময়ে এতটুকু ফুরসত পান না তিনি। গেল ভালোবাসা দিবসে ১৫টি নাটক প্রচার হয়েছে তার। এছাড়া রেকর্ড গড়েছে তার অভিনীত 'শিল্পী' নাটকটি। অল্প সময়ে কোটি ভিউয়ের ঘরে পৌঁছে গেছে নাটকটি। নির্মাতারা তার শিডিউলের আকুলতায় থাকলেও এবারের ঈদে তেমনটা দেখা মিলবে না মেহজাবীনের। প্রতি ঈদে সর্বাধিক নাটকের নায়িকা থাকলেও এবারে ঈদে হাতেগোনা কয়েকটি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। করোনায় লকডাউনের কারণে আপাতত কাজ করা থেকে বিরত আছেন তিনি। তবে লকডাউনের আগেই একগুচ্ছ ঈদের নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। এগুলো হচ্ছে অপূর্বর বিপরীতে মিজানুর রহমান আরিয়ানের 'ভাগ্যক্রমে', নিশোর বিপরীতে মাহমুদুর রহমান হিমির 'মারুন', 'পাগলা রাজা বাসর ঘরে', 'রক্তের ঋণ', 'দ্বিতীয় সূচনা', তাহসানের বিপরীতে ভিকি জাহেদের পরিচালনায় 'ক্রেডিট শো নাটক'। ঈদের এসব নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, 'ঈদের নাটকে কাজ করছি না। যেগুলো করেছি সেগুলো আগের করা। তার মধ্যে কোনটি বেশি ভালো সেটা আসলে বলা খুব কঠিন। কারণ দর্শকের রুচিবোধ আলাদা। তাই প্রচারের পর দর্শকই সিদ্ধান্ত নেবেন কোনটা ভালো হয়েছে।'

লকডাউনে ঘরবন্দি সময় পার করলেও তিনি একটি বিজ্ঞাপনে কাজ করছেন। গতকাল দুপুরে যখন তার সঙ্গে কথা হয় তখন তিনি বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন। তিনি বলেন, 'একটি ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করছি। এটি কবে প্রচারে আসবে তা বলতে পারছি না।'

ঈদ ভাবনা নিয়ে মেহজাবীন জানান, বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ করবেন তিনি। বলেন, 'আপাতত ঈদ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তবে ঈদ ঢাকাতেই করব। বাবা-মা সবার সঙ্গে সময় কাটাব।' লকডাউনের মধ্যে বা এরপর ঈদের কোনো নাটকে কাজ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'করোনার সার্বিক পরিস্থিতি এখন যেমন এ অবস্থায় কোনো কাজ করছি না। আগামীতে যদি পরিস্থিতি কিছুটা ভালো হয়, তাহলে ভেবে দেখব।'

সময়ের আরেক ব্যস্ত ও আলোচিত টিভি অভিনেত্রী তানজিন তিশা। তার উপস্থিতি মানেই নাটক-টেলিছবিতে দর্শকের বাড়তি আগ্রহ। বিশেষ করে অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গেল কয়েক বছর ধরেই তুমুল ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। প্রতি ঈদেই ডজনেরও বেশি নাটক- টেলিফিল্মে দেখা মেলে তার। তবে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই গুটিয়ে গেছেন এই তরুণ অভিনেত্রী। করোনার কারণে গত কুরবানির ঈদ আয়োজনে মাত্র পাঁচটি নাটকে দেখা গিয়েছিল তাকে। এই পাঁচটি নাটকের চারটিই ছিল আগের নাটক। যেগুলোর শুটিং হয়েছিল গত বছর করোনা আসারও আগে। শুধু একটি মাত্র নতুন নাটকে অভিনয় করেছিলেন তিশা। নাটকের নাম ছিল 'ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল'। তবে এবারের ঈদের বেশ কিছু নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। দুজন মানুষের মজার জার্নির গল্পে নির্মিত হয়েছে আসন্ন ঈদুল ফিতরের বিশেষ নাটক 'তাকে ভালোবাসা বলে'। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ঈদের নাটক 'গ্র্যাজুয়েট হকার'-এ অভিনয় করেছেন তিশা ও জোভান। চয়ন দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। জিয়াউদ্দিন রাজুর রচনা ও এম আই জুয়েল পরিচালিত 'আফ্রিকান বউ' নাটকেও জোভানের সঙ্গে দেখা যাবে তিশাকে। এটি প্রচার হবে দীপ্ত টিভিতে। এছাড়াও আরও বেশ কিছু ঈদের নাটকে দেখা যাবে তানজিন তিশাকে। তানজিন তিশা বলেন, 'করোনায় অনেকেই কাজ করছেন হয়ত, আমি জানি না। কিন্তু আমি আমার পরিবারের নিরাপত্তা চিন্তা করে লকডাউন শুরুর দুদিন আগে কাজ বন্ধ করে দিয়েছি। এখনো আমি বাসায় আছি। তো আমি জানি না ঈদের আগে কতটুকু কাজ হবে বা কাজ আদৌ করতে পারব কি না। হয়তো আগের কিছু কাজ ঈদে মুক্তি পাবে, সেগুলো দর্শক দেখতে পাবে।'

এবারের ঈদের পরিকল্পনা নিয়ে তিনি জানান, পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করবেন। করোনার কারণে গত বছরের মতো এবারও অনেকের নিরানন্দ ঈদ কাটবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় অসহায়দের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিত বলেও মনে করেন তিশা। চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিফিল্ম 'তোমার টানে'। তানজিন তিশা অভিনীত এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন নাজমুল রনি। একই চ্যানেলে প্রচারিত হবে টেলিফিল্ম 'অপহরণ'। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। মুনতাহা বৃত্তার রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় টেলিফিল্ম 'কাফফারা'য় অভিনয় করেছেন তিশা।

ছোটপর্দার আরেক উদীয়মান তারকা তাসনিয়া ফারিণ। খুব কম সময়ে আলোচনায় আসা এই অভিনেত্রী গত বছর ঈদের উলেস্নখযোগ্য নাটকে অভিনয় করেছিলেন। তবে এবার লকডাউনে ঘরবন্দি সময় পার করছেন ফারিণ। এপ্রিলের ৩ তারিখে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী। এ দিন ঈদের জন্য রুবেল হাসানের পরিচালনায় একটি নাটকের দৃশ্যধারণ করেন তিনি। এছাড়া ঈদের জন্য নির্মিত 'অ্যাওয়ার্ড' ও 'তিনশ টাকার প্রেম একশ টাকা', জুলফিকার ইসলাম শিশিরের 'উই আর ওয়েটার' নাটকে অভিনয় করেছেন ফারিণ।

গেল বছরের চেয়ে এবার ঈদে ফারিণের নাটকের সংখ্যা কম। এ নিয়ে তিনি বলেন, 'নাটকের সংখ্যা কম হচ্ছে। কিন্তু আমি নিজেই যদি কাজে না থাকি তাহলে সংখ্যা হবে কী করে! এই মুহূর্তে নিজেকে ঠিক রাখা জরুরি। কাজের সংখ্যা বাড়াতে গিয়ে তো নিজের ও পরিবারের ক্ষতি করতে পারি না। ঈদে আমার অনেক নাটকের শিডিউল দেওয়া ছিল। সব বাদ দিয়েছি। সাবধানতা অবলম্বন করছি। কাজের জন্য এখন আর এমন ঝুঁকি নিতে চাই না। আমাদের পাশের দেশ ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। এক মাস আগেও কেউ ভাবেনি ভারতে এমন পরিস্থিতি হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে