সাফার এক গুচ্ছ ঈদ নাটক

প্রকাশ | ০৬ মে ২০২১, ০০:০০

তারার মেলা রিপোর্ট
সাফা কবির
করোনায় প্রায় সবকিছু স্থবির থাকলেও এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে একগুচ্ছ নাটকে দেখা মিলবে এ সময়ের ব্যস্ত মডেল-অভিনেত্রী সাফা কবিরের। তবে কয়টি নাটক প্রচার হবে- তার সঠিক হিসাব জানা নেই উলেস্নখ করে সাফা জানান, "এবার নতুন নাটকের পাশাপাশি বেশ কয়েকটি নতুন নাটকও প্রচারের কথা রয়েছে। এরমধ্যে অবশ্য দুয়েকটি পুরনো নাটকও রয়েছে। তবে। টিভি চ্যানেলের সঙ্গে ওটিটি পস্ন্য্‌টফর্মেও প্রচার হবে আমার নাটক ও টেলিফিল্ম। যদিও সবগুলো নাটকের প্রচারের সময় এবং দিণক্ষণ আমার জানা না থাকলেও আমার অভিনীত যেসব নাটক এবার ঈদে প্রচারিত হবে, তার বেশির ভাগ শুটিংয়ের কাজ লকডাউনের আগেই করা হয়েছে। সবগুলো নাটকের গল্পই সুন্দর। এর মধ্য আরটিভির রয়েছে দুটি নাটক একটা রাইসুল তমালের 'লকডাউন প্রেম'। মুনতাহা বৃত্তার রচনায় ও রাইসুল তমালের পরিচালনায় এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ফারহান। নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে। একই চ্যানেলে একইদিনে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে 'ঢাকাইয়া খানদান'। মুহাম্মদ মিফতাহ্‌ আনানের রচনা ও পরিচালনায় নাটকটিতে আমি অভিনয় করেছি তৌসিফ মাহমুদের বিপরীতে। দুটি নাটকের গল্পই খুব মজার। এছাড়া চ্যানেল আইতেও বেশ কয়েকটি নাটক প্রচার হবে আমার। এরই মধ্য ঈদের ৬ষ্ঠদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'চিরকা' টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন তওসিফ মাহবুব। একইদিনে বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্ম 'কঙ্কাল চোর'। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব এবং পরিচালনা করেছেন মেহেদি রনি। এখানে আমার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম ভাই। চ্যানেল আইয়ে প্রচারিত হবে রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটক 'এক দানে বড়লোক'। এখানে আমার চরিত্রটি বেশ মজার।"