সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ মে ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
রোজিনাকে নিয়ে কোনালের গান ম তারার মেলা রিপোর্ট প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। রাস্তায় নামছেন গণমাধ্যম কর্মীরা। চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ী শিল্পী কোনাল তার কণ্ঠের মাধ্যমেই রোজিনার সঙ্গে এমন ন্যক্কারজনক আচরণের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি ও প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। মঙ্গলবার নিজের ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন আলেচিত এই গায়িকা। গানটির নাম দেওয়া হয়েছে 'সত্য কন্যা রোজিনা'। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন কোনাল নিজেই। গানটি পোস্ট করে রোজিনার মুক্তি চেয়ে হ্যাশট্যাগও দিয়েছেন ২০০৯ সালের 'সেরাকণ্ঠ' বিজয়ী এই গায়িকা। গানটির প্রথম দুটি লাইন হলো 'রোজিনা তুমি জানো না, কত আপনজন তোমার পাশে/ রোজিনা ভয় পেও না সত্যের সুন্দর জয় আছে।' \হকণ্ঠশিল্পী কোনাল বলেন, রোজিনা ইসলাম একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। সময়ের বুকে ছুরি চালিয়ে সত্য উদ্ঘাটনে তার জুড়ি নেই। পাশাপাশি সু-সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রোজিনা ইসলাম। তার সঙ্গে এমন আচরণ কোনো ভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, 'রোজিনা ইসলাম দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর একনিষ্ঠ কর্মী। দুর্নীতি, অনিয়ম সুস্পষ্টভাবে উঠে আসে তার লেখায়। তাছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। তাকে যেভাবে হেনস্তা করা হয়েছে এটা একটা রাষ্ট্রের জন্য কখনো ভালো বার্তা বয়ে আনে না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমি গানটি করেছি।' আরিয়ানা গ্রান্ডের গোপন বিয়ে ম তারার মেলা ডেস্ক বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন গায়িকা ও গীতিকার আরিয়ানা গ্রান্ড এখন অফিসিয়ালি বিবাহিত! ২৭ বছর বয়সি এ পপস্টার সম্প্রতি বাগদত্তা ডাল্টন গোমেজকে বিয়ে করেন বেশ গোপনীয়তায়। সেই আয়োজন ছিল খুবই ব্যক্তিগত, মাত্র ২০ জনেরও কম সেখানে উপস্থিত ছিলেন। মার্কিন সাময়িকী পিপল জানিয়েছে, আরিয়ানা ও ডাল্টন বিয়ে করেছেন। অনাড়ম্বর আয়োজনে বিয়ে সম্পন্ন হয়, ২০ জনেরও কম মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সেই কক্ষ ছিল সুখ আর ভালোবাসায় পূর্ণ। ২০২০ সালের ডিসেম্বরে প্রেমিক ডাল্টন গোমেজের সঙ্গে বাগদান সারেন আরিয়ানা গ্রান্ডে। সে সময় তিনি সামাজিক পাতায় হিরের আংটি প্রদর্শন করেছিলেন। ২০২০ সালের জুনে ইনস্টাগ্রামে এ যুগল তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। দ্রম্নততম রেকর্ড ম তারার মেলা রিপোর্ট সময়ের আলোচিত নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান এবং শীর্ষ চাহিদাসম্পন্ন টিভি তারকা আফরান নিশো ও তানজিন তিশা। তিনজনই টিভি ফিকশনের জন্য তুমুল জনপ্রিয়। যার প্রমাণ মিলল আবারও। এই ঈদে প্রকাশিত নাটকগুলোর ইউটিউব ভিউয়ের দৌড়ে দ্রম্নততম মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ল তাদের নাটক 'তাকে ভালোবাসা বলে'। সিএমভি প্রযোজিত নাটকটি ইউটিউবে প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই ঈদে এমন রেকর্ড আর একটিও নেই। এ বিষয়ে নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ১৭ মে বেলা ৩টায় সিএমভি'র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। পরদিন ১৮ মে সকাল ১১টার দিকে সেটি ১ মিলিয়ন ভিউয়ের ঘর অতিক্রম করে। শুধু তাই নয়, নাটকটি দেখার পর গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার কমেন্ট পড়েছে দর্শকদের। যার মধ্যে ৯৯ ভাগই ভূয়সী প্রশংসা করেছেন গল্প, অভিনয় ও নির্মাণের। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, 'আমি দর্শকদের জন্য নির্মাণ করি। দর্শক কি চায়, সব সময় সেটা বোঝার চেষ্টা করি। বরাবরই আমি এই কথাটি বলি এবং বিশ্বাস করি। করোনার কারণে এই ঈদের জন্য তেমন কাজ করা হয়নি। লকডাউনে পড়ার ঠিক আগে আগে কাজটি শেষ করি। এটি প্রকাশের পর তুমুল সাড়া পাচ্ছি। দ্রম্নততম সময়ে এটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে জেনে আরও ভালো লাগল। দর্শকদের প্রতি আমার আস্থা ও কৃতজ্ঞতা আরও বাড়ল।' 'তাকে ভালোবাসা বলে'র গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান। এতে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন দৈবনাথ সাহা, অর্ণব অন্তু, স্বর্ণলতা প্রমুখ।