তবুও আলোচনায় আফরান নিশো

প্রকাশ | ২৭ মে ২০২১, ০০:০০

মাসুদুর রহমান
আফরান নিশো
প্রতি ঈদে উলেস্নখযোগ্য নাটকে অভিনয় করলেও এবারের ঈদের জন্য নতুন কোনো কাজ করেননি ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো। তবুও ঈদের নাটকে আলোচনায় ছিলেন এ অভিনেতা। পুরনো কাজ দিয়েই সাড়া ফেলেছেন তিনি। এ ঈদে প্রচারিত হয়েছে নিশো অভিনীত 'রাজা', 'তাকে ভালোবাসা বলে', 'মেরুন', 'নামকরণ', 'আবার ভালোবাসার সাধ জাগে' নাটকগুলো। প্রতিটি নাটকই দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। শুধু প্রশংসিতই নয়, ইতোমধ্যেই এক নতুন রেকর্ড গড়েছে। নাট্যাভিনেতাদের মধ্যে প্রথম কোনো তারকা ২ কোটি ভিউয়ের হ্যাট্রিক গড়েছেন, ছুঁয়েছেন নতুন মাইলফলক। সিএমভি প্রযোজিত নিশো অভিনীত 'তাকে ভালোবাসা বলে' নাটকটি ইউটিউবে প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করে। ঈদে এমন রেকর্ড আর একটিও নেই। নাটকটি ১৭ মে উন্মুক্ত হয়। নাটকটি দেখার পর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার কমেন্ট পড়ে দর্শকদের। যার মধ্যে ৯৯ ভাগই ভূয়সী প্রশংসা করেছেন গল্প, অভিনয় ও নির্মাণের। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিন তিশা। এ জুটি এর আগেও অনেক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ বিষয়ে নিশো বলেন, 'আগে কাজ করা কয়েকটা নাটক প্রচার হয়েছে এবারের ঈদে। এর জন্য ভালো সাড়া পেয়েছি। দর্শকদের রেসপন্স এবং গ্রহণযোগ্যতা দুটোই ভালো পেয়েছি। ভালো কাজ হলে সেটা দর্শক দেখবেই।' বেশ কয়েক বছর ধরে অভিনেতাদের মধ্যে ঈদের সর্বোচ্চ নাটকে অভিনয় করেন নিশো। এই মৌসুমে দম ফেলার সময় পাননা তিনি। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে এবার প্রায় দুই মাস ঘরবন্দি ছিলেন এই অভিনেতা। গত ভালোবাসা দিবসের পর একটি মাত্র নাটক ছাড়া আর কোনো অভিনয় করেননি বলে জানান তিনি। বলেন, 'এবারের ঈদের জন্য নতুন কোনো নাটকে আমি অভিনয় করিনি। আমার অভিনীত যে ক'টি নাটক ঈদে প্রচারিত হয়েছে সেগুলো আগের কাজ। গত ভালোবাসা দিবসের পর ২০/২৫ দিন পর একটি মাত্র নাটকে কাজ করেছিলাম সেটিও ঈদে প্রচার হয়নি। এরপর থেকে আমি ঘরবন্দি হয়ে যাই। অনেক কাজ গুছানো ছিল কিন্তু করিনি। এবারের ঈদে ছেলেদের মধ্যে মনে হয় একমাত্র আমিই ঈদে কোনো কাজ করিনি। মার্চ, এপ্রিল ও ঈদের আগ পর্যন্ত কোনো অভিনয় করিনি। অনেক প্রস্তাব আসলেও তা ফিরিয়ে দিয়েছি।' ঈদের নাটক থেকে দূরে থাকলেও সম্প্রতি লাইট-ক্যামেরায় ফিরেছেন টিভি নাটকের আলোচিত এই অভিনেতা। দীর্ঘদিন পর গত শনিবার ভিকি জায়েদ পরিচালিত একটি নাটকের শুটিং করেন তিনি। দীর্ঘদিন পর কাজে ফেরা প্রসঙ্গে আফরান নিশো বলেন, 'দীর্ঘ দুই মাস পর কাজ শুরু করলাম। দেখা যাক ডাটা (করোনা পরিস্থিতি) কোন দিকে যায়। ডাটা যদি কমতির দিকে আসে, আক্রমণ ও মৃতু্যর হার কমে আসলে কাজ করব। আর যদি ঊর্ধ্বগতির দিকে যায় তাহলে আবার ঢুকে যাব ঘরের ভেতরে। নিজের জন্য না হলেও পরিবার নিয়ে ৬ বছরের বাচ্চাটাকে নিয়ে চিন্তা হয়। আমি যদি একবেলা শুটিং করতে না পারি, বেঁচে থাকলে হয়তো সেই সময়গুলো উৎরানো যাবে। কিন্তু তার আগে আমাকে বাঁচতে হবে।' ক্যারিয়ারের ২০ বছর পার করেছেন নিশো। এই দীর্ঘ সময়ে নিজেকে ধীরে ধীরে তৈরি করে নিয়ে এসেছেন বর্তমান অবস্থানে। এখন টিভি পর্দায় নিশোর নাটক মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। এ নিয়ে নিশো বলেন, 'আমি অনেক কষ্ট করে উঠে আসা মানুষ। আমি এই দীর্ঘ সময়ে অনেক কিছুই দেখেছি, বুঝেছি, ভেবেছি; নিজে একটা সিদ্ধান্ত জানানোর পর্যায়ে এসেছি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি, অভিনয়টাকে আয়ত্ত করার জন্য অনেক অনেক কষ্ট করেছি। নিজেকে ভার্সেটাইল অভিনেতা হিসেবে গড়ে তুলতে চেয়েছি।'