নিশীতার 'বুদ্ধপূর্ণিমা'

প্রকাশ | ২৭ মে ২০২১, ০০:০০

তারার মেলা রিপোর্ট
নিশীতা বড়ুয়া
কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। বিয়ের পর কয়েক দিন সময় কাটানোর পরপরই তিনি ফের তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেন। বিয়ের পরপরই নারী দিবসের একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন তিনি। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলেও সরাসরি গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনও করেছেন তিনি। গতকাল বুধবার ছিল বুদ্ধপূর্ণিমা। নিজের ধর্মের বিশেষ এই দিনটির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিশীতা নিজেই একটি গান লিখেছেন। গানের শিরোনাম 'বুদ্ধপূর্ণিমা'। গানটি গেয়েছেনও তিনি। গানটি সুর করেছেন সাক্য পদ বড়ুয়া এবং সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটিতে বাঁশি বাজিয়েছেন সাঈদ হাসান বাবু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কামালপুরে। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নোবেল চৌধুরী, অনন্যা বড়ুয়া নদী, পুষ্পিতা বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া অনন্যা, হিমেল বড়ুয়া, ধর্মত বড়ুয়া শ্রাবন্তী, মাইত্রায়া বড়ুয়া সুনীড়, সুস্মিতা বড়ুয়া মম। নিশীতা বড়ুয়া নিজেও গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন। এরই মধ্যে গানটি 'নিশীতা বড়ুয়া অফিসিয়াল' ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে নিশীতা বলেন, 'শুরুতেই ধন্যবাদ দিতে চাই ইঞ্জিনিয়ার পুলক কান্তি বুড়য়াকে। কারণ তার সহযোগিতার কারণেই এমন একটি গান করার সাহস পেয়েছি। আর আমি কেমন লিখেছি জানি না। তবে আশা করছি, ভালো লাগবে সবার। কারণ এই ধরনের গান সব সময় করা হয়ে ওঠে না। যারা প্রত্যেকটি পদে পদে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাইকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি।' এর আগে নিশীতা বড়ুয়ার লেখা ও গাওয়া ধর্মীয় গান 'প্রবারণা' গত সাত মাস আগে ইউটিউবে প্রকাশিত হয়। নারী দিবসে নিশীতা বড়ুয়া অধরা জাহানের লেখা ও আলম আরা মিনুর সুরে 'শোন পৃথিবী শোন' গানটিতে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে নিশীতা দেশ টিভির সরাসরি অনুষ্ঠান 'মিউজিক ফেস্ট-এ সংগীত পরিবেশন করেছেন। গত ২৪ ফেব্রম্নয়ারি নিশীতা বড়ুয়া দীপঙ্কর বড়ুয়া'কে বিয়ে করেন।