বিপর্যস্ত বলিউড

প্রকাশ | ১৭ জুন ২০২১, ০০:০০

তারার মেলা ডেস্ক
'বান্টি অউর বাবলি-২' সিনেমার দৃশ্য
গত বছরের মার্চে করোনার প্রাদুর্ভাবের পর কার্যত স্থবির ছিল পুরো বিশ্ব। ব্যতিক্রম ছিল না বলিউডও। সিনেমা মুক্তি থেকে শুরু করে নতুন সিনেমার নির্মাণকাজ বন্ধ ছিল পুরো বছর। তবে বছরের শেষের দিকে এসে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছিল বলিউডে। নতুন সিনেমার নির্মাণকাজ শুরু হওয়ার পাশাপাশি ঘোষণা এসেছিল বেশ কিছু নতুন সিনেমা মুক্তির। প্রস্তুত ছিল ভারতের প্রেক্ষাগৃহগুলো। কিন্তু বছর ঘুরে চলতি বছরের মার্চের পর থেকে করোনা ভয়াবহ বিস্তার লাভ করে লন্ডভন্ড করে দেয় গোটা ভারতকে। ফের বিপর্যয়ের কবলে পড়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। বেশ কয়েকজন তারকার করোনা আক্রান্তের খবরে থমকে যায় বলিউড। চলতি বছরের শুরুতে প্রথমে আমির খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর একে একে করোনায় আক্রান্ত হন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, অভিনেতা অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল, কার্তিক রায়ানম পারেশ রাওয়াল ও অভিনেত্রী আলিয়া ভাট, ভূমি পেডনেকরসহ বলিউডের বেশ কয়েকজন তারকা। যার পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় এসব তারকার নির্মিতব্য বেশ কিছু সিনেমার কাজ। অন্যদিকে করোনার ভয়াবহ বিস্তারের কারণে গোটা ভারত জুড়ে জারি করা হয় দফায় দফায় লকডাউন। বন্ধ হয়ে যায় সিনেমা মুক্তির প্রক্রিয়া। এর মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে যশরাজ ফিল্মসের 'বান্টি অউর বাবলি-২' রোহিত শেঠি পরিচালিত 'সুরিয়াবংশী' ও অক্ষয় কুমার অভিনীত 'রাম সেতু'সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। বলিউডের সিনেমা বিশেষজ্ঞদের মতে গত বছর করোনার কারণে বলিউডে মোট ক্ষতির পরিমাণ ছিল ৫ হাজার কোটি রুপির বেশি। চলতি বছরে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের অনুমতি সাপেক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। মহামারিপরবর্তী প্রেক্ষগৃহে সিনেমা প্রদর্শনের অনুমতি পেলেও মাত্র ৫০ শতাংশ আসনে দর্শক সমাগমের কারণে নির্মাতারা সিনেমা মুক্তি দিতে সাহস পাচ্ছেন না। ফলে মুক্তির ঘোষণার পরও আর্থিক লোকসানের কারণে মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে অনেকগুলো আলোচিত সিনেমা। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা 'আর আর আর'। আগের দিন ১২ অক্টোবর মুক্তির কথা আছে অজয় দেবগণ অভিনীত বিগ বাজেটের সিনেমা 'ময়দান'। এর আগে জন আব্রাহামও ঘোষণা দিয়েছিলেন গত ১২ মে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা 'সত্যেমে জয়েত-২'। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে সিনেমাটি। এছাড়া আসছে ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা প্রশান্ত নীল পরিচালিত 'রকিংস্টার'খ্যাত ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'কে জি এফ : চ্যাপ্টার-২'। একই সময় মুক্তির কথা রয়েছে টাইগার শ্রফ অভিনীত 'হিরোপান্তি-২' সিনেমাটি। এছাড়া আরও কয়েকটি বিগ বাজেটের কাজ শেষ হয়েছে। যেগুলো এ বছরেই মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে সিদ্ধান্তে পরিবর্তন আনতে হচ্ছে সিনেমাগুলোর নির্মাতাদের। এদিকে করোনার মাঝেও অনেক সিনেমা ওটিটি পস্ন্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছিল, যার বেশির ভাগই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সর্বশেষ বড় ধরনের হতাশ হতে হয়েছে 'ভাইজান'খ্যাত বলিউড তারকা সালমান খানকে। গত ১৩ মে ওটিটি পস্ন্যাটফর্মে মুক্তি দেওয়া হয় সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'রাধে'। বলিউডে গুঞ্জন ওঠে, সালমান নাকি ২৩০ কোটি টাকার বিনিময়ে ছবিটি ওটিটি পস্ন্যাটফর্মে দিয়েছেন।