সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
নতুন বিজ্ঞাপনচিত্রে আরিফিন শুভ ম তারার মেলা রিপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি নতুন লুকের ছবি প্রকাশ করেন চিত্রনায়ক আরিফিন শুভ। তারপর থেকেই নেটদুনিয়ায় বেশ আলোচনা হচ্ছে ছবিটিকে ঘিরে। গায়ে কালো হাতাকাটা গেঞ্জি। পড়নে কালো প্যান্ট। কাবাডি খেলার মাঠে দুই দল। প্রতিপক্ষ দলকে পরাস্ত করতে ছয়-সাতজন খেলোয়াড়ের সঙ্গে লড়াই করছেন। শুরুতে উলেস্নখযোগ্য কোনো ক্যাপশন না থাকায় কেউ বুঝতেই পারেননি, কেন এমন ছবি পোস্ট করেছেন তিনি। কেউ কেউ এটাকে সিনেমার লুক ভেবে ভুল করলেও মূলত শুভর নতুন একটি বিজ্ঞাপনচিত্রের লুক। আরিফিন শুভর কাছ থেকে জানা গেল, এমনই এক বিধ্বংসী কাবাডি খেলোয়াড়ের রূপে হাজির হতে যাচ্ছেন তিনি। শুভ বলেন, 'আমি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। সেটারই লুক এটি। কয়েকদিন আগেই এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা আশফাক বিপুল।' তিনি আরও জানান, সম্প্রতি হিমালয়া মেনজ ফেসওয়াশের বাংলাদেশি শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। তারই অংশ হিসেবে এই বিজ্ঞাপনচিত্রটি করেছেন। এটি বানিয়েছে বিফিল্মস। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি দেখা যাবে। বিপাকে স্পর্শিয়া ম তারার মেলা রিপোর্ট ফেসবুক-ফ্যান পেজ হারিয়ে বিপাকে পড়েছেন মডেল-অভিনেত্রী অর্চিকা স্পর্শিয়া। মাস দুয়েক হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই তিনি। মাঝে মধ্যে পাওয়া যায় ইনস্টাগ্রামে। কিন্তু ভক্তদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক ফ্যান পেজটি মাসখানেক হলো হাতছাড়া হয়ে গেছে 'কাঠবিড়ালী' খ্যাত এ অভিনেত্রীর। পাশাপাশি উধাও হয়ে গেছে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটিও। তাই আপাতত ফেসবুকে পাওয়া যাচ্ছে না তাকে। স্পর্শিয়া বলেন, মাসখানেক আগে হঠাৎ দেখি ফেসবুকে আমি নেই। আমার এক মিলিয়ন ফলোয়ারের ফ্যান পেজও উধাও। পরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাইনি। বিষয়টি নিয়ে বেশ চিন্তায় আছি। অ্যাকাউন্ট ও পেজ এখনো উদ্ধার করতে পারিনি। তাই নতুন আইডি খুলতে হয়েছে। স্পর্শিয়া জানান, অনেকের সঙ্গে যোগাযোগ কমে গেছে তার। নিজের মতো করে কাজ করে গেলেও তেমন আপডেট দিতে পারছেন না তিনি। অ্যাকাউন্ট ও পেজ ঠিক কী কারণে গায়েব হতে পারে তাও জানা নেই 'নবাব এলএলবি'র শুভ্রা চরিত্র দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী স্পর্শিয়ার। ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিপরীতে কোনো ইসু্য হয়েছিল কিনা জানতে চাইলে স্পর্শিয়া বলেন, তেমন কিছু তো হয়নি। আমাকে এ বিষয়ে নোটিশও করা হয়নি। এ বিষয়ে কিছুই বলতে পারছি না আমি। পেজ ও আইডি হারিয়ে খুব বিপাকে আছি। সৃজিতের সিনেমায় তাপসী পান্নু ম তারার মেলা ডেস্ক ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের আলোচিত বায়োপিক 'সাবাশ মিতু' পরিচালনার দায়িত্ব পেয়েছেন কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি। যেটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের 'রইস'খ্যাত নির্মাতা রাহুল ধোলাকিয়া। দুই বছর আগে মিতালি রাজের জন্মদিনে তার বায়োপিক নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা ভায়াকম এইটিন। সিনেমাটিতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। মঙ্গলবার রাহুল ধোলাকিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি সিনেমাটিতে কাজ করছেন না। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, তা জানাননি এই নির্মাতা। এর পরেই জানানো হয়েছে, সিনেমাটি পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি। এক বিবৃতিতে সৃজিত মুখার্জি জানিয়েছেন, 'এই সিনেমাটি সম্পর্কে যখন প্রথম শুনেছিলাম, তখন থেকেই বেশ উৎসাহী ছিলাম। বর্তমানে আমি নিজে এই সিনেমার অংশ হয়েছি। এমন একটা দুর্দান্ত গল্পকে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য আমি মুখিয়ে রয়েছি।'