বলিউডে শারদীয় উৎসব

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

তারার মেলা ডেস্ক
বলিউডেও চলছে জমজমাট শারদীয় উৎসব। প্রতি বছরের মতো এবারেও আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশেই পূজা পালনে মেতেছেন বলিউড তারকারা। আর দশটা সাধারণ মানুষের মতোই বলিউডের তারকারাও বিভিন্ন প্যান্ডেলে দুগার্পূজা দেখতে বেরিয়ে পড়ছেন। প্যান্ডেলের আলোকসজ্জাকেও ছাপিয়ে যায় তারকাদের চোখ ধঁাধানো উপস্থিতি। প্রতি বছর রানী মুখাজীর্, কাজল, বিপাশার বাড়িতে ভিড় জমান বলিউডের সব বড় তারকা। থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। বাঙালিযেখানে, শারদ উৎসব সেখানেই। তারকাদের ভিড়, অঞ্জলি, পূজারভোগ সব মিলিয়ে জমে উঠেছে মুম্বাইয়ের দুগার্পূজা। অনেকেই দুগার্পূজার আসল স্বাদ নিতে ছুটে যাবেন কলকাতায়। অনেকে আবার কাজের চাপে ভারতের মুম্বাইয়ে থেকেই করেন পূজা উদযাপন। মায়ের দশের্নর পাশাপাশি মুম্বাইয়ের জুহু রোডের মুখাজীর্ বাড়িতে চলবে তারকা দশর্নও। অষ্টমীর সকাল থেকেই তারকার ঢল নামে মুখাজীর্ বাড়ির ঠাকুর দালানে। দুই বছর আগে সপ্তমীতে সেখানে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও আশুতোষ গোয়াড়িকরকে। কাজল, তানিশা, রানী, শবার্নী, অয়ন মুখাজীর্ও ছিলেন সেখানে। প্রতি বছরই কাজলের বাপের বাড়িতে বড় করে দুগার্পূজার আয়োজন করা হয়। পূজার চারদিনই কাজল উপস্থিত থাকার চেষ্টা করেন। তার সঙ্গে বেশ কয়েকবার অজয় দেবগনকেও দেখা গেছে। কাজল পূজার বিভিন্ন কাজেও হাত লাগান। যেমন আতিথেয়তা, ভোগ বিতরণ করা ইত্যাদি। পূজার শেষ দিন সিঁদুর খেলাতেও উপস্থিত থাকেন তিনি। বাঙালি কন্যা বিপাশা বসু পেশার টানে অনেক ছোট থেকেই শহর কলকাতার বাইরে। অনেক দিন হলো পুরনো জায়গায় ফেরা হয় না। এবার ফিরবেন বরকে নিয়ে।