আলোচনায় ‘মায়া মসনদ’

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
‘সব সময় দশর্ককে ভিন্ন কিছু উপহার দিতে পছন্দ করি আমরা। ভিএফএক্স ও থ্রিডি গ্রাফিকস-নিভর্র রূপকথার গল্প করা অবশ্যই চ্যালেঞ্জিং। শুটিং শুরুর আগে আমার বিশ্বাস ছিল, কাজটা ভালো হবে। আসলেই নাটকটির নিমার্ণ ভালো হয়েছে।’ ‘মায়া মসনদ’-এর প্রিমিয়ার শোতে কথাগুলো বলেছেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তাফা কামাল সৈয়দ। এনটিভির তেজগাঁও স্টুডিওতে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের শিল্পী নিলয়, শশী, শতাব্দী ওয়াদুধ, শিমুল, শান্তনা প্রমুখ। রূপকথার গল্প নিয়ে নিমির্ত তারকাবহুল নাটকটি লিখেছেন অরিন্দম গুহ। নাটকটির পবর্ পরিচালক আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। ভিএফএক্স সুপারভাইজার তানিম শাহরিয়ার। প্রতি রবি, সোম ও মঙ্গলবার এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হচ্ছে।