আনু মালিকের বিরুদ্ধে আরও দুই নারীর অভিযোগ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৮, ০০:০০

তারার মেলা ডেস্ক
আবারও যৌন হয়রানির অভিযোগ উঠল ভারতের নামকরা সংগীতপরিচালক আনু মালিকের বিরুদ্ধে। সংগীতশিল্পী শ্বেতা পÐিতের পর আরও দুই নারী তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। প্রথম ঘটনাটি ঘটেছিল নব্বইয়ের দশকে মেহবুব স্টুডিওতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ‘মিডডে’ পত্রিকার কাছে দাবি করেন, স্টুডিওর মধ্যে একা পেয়ে তাকে চেপে ধরেছিলেন আনু মালিক। কিছুক্ষণ পর অবশ্য তিনি নিজেই ক্ষমা চেয়ে নেন ওই নারীর কাছে। তবে সেখানেই শেষ নয়, এরপর একটি সংস্থার জন্য চঁাদা আনতে গেলে আবারও তাকে হয়রানি করেন আনু মালিক। ওই নারী লিখেছেন, ‘আমি আনু মালিকের বাড়িতে গিয়ে জঘন্য পরিস্থিতির মুখোমুখি হই। একটি সোফাতে আমার খুব কাছে এসে বসেছিলেন তিনি। তার পরিবারের কেউ বাড়িতে নেই, এটা জানার পরেই বুঝতে পারি আমি ফঁাদে পড়ে গেছি। তিনি আমাকে জোর করে চেপে ধরে আমার স্কাটর্ টেনে নামিয়ে দিয়েছিলেন। তারপর নিজের প্যান্টের চেন খুলে আমাকে চেপে ধরেছিলেন। সৌভাগ্যবশত, সেই সময়ই দরজায় বেল বেজে ওঠে। আমি বেঁচে যাই।’ ওই ঘটনার পর আনু মালিক ওই নারীকে হুমকি দেন, এই ব্যাপারে কাউকে না জানানোর জন্য। পরে তাকে নিজের গাড়ি করে বাড়িতে ছেড়ে দেয়ার কথা বলেন আনু। নারীর অভিযোগ, ‘রাত সাড়ে ৮টার দিকে একটা ফঁাকা মাঠের মধ্যে গাড়ি দঁাড় করান আনু। এরপর আবারও তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। হঠাৎ করেই নিজের প্যান্টের চেন খুলে আমার চুল ধরে নিজের কোলে টেনে নেন। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর স্থানীয় এক নিরাপত্তারক্ষী এগিয়ে আসেন। আমি তখন কোনো রকম দরজা খুলে দৌড়ে পালাই।’