কৃষকের ঋণ শোধ করছেন অমিতাভ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৮, ০০:০০

তারার মেলা ডেস্ক
সম্প্রতি দিল্লি পুলিশ কৃষকদের ‘কিষাণ ত্রান্তি পদযাত্রায়’ লাঠিচাজর্ চালায়। এরপর থেকে কৃষিঋণ মওকুফ ইস্যুতে ভারতের রাজনীতি এখন সরব। তবে এবার আশার খবর শোনালেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ একাই শোধের সিদ্ধান্ত নিয়েছেন বিগবি। মোট সাড়ে পঁাচ কোটি টাকার ঋণ একাই পরিশোধ করবেন তিনি। সরকারি একটি সংস্থার সাহায্যে উত্তরপ্রদেশের ৪৪টি পরিবারের তালিকা পেঁৗছে গেছে অমিতাভের হাতে। তাদের মধ্যে কারো পরিবারের সদস্য কৃষিঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আবার কারো পরিবারের সদস্য ভারতীয় সেনার জওয়ান ছিলেন। এসব পরিবারকেই বেছে নেয়া হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে। কেবল ৪৪টি পরিবারই নয়, সমাজকমীর্ অজিত সিংয়ের সংস্থাকেও সাহায্য করছেন অমিতাভ বচ্চন। যেসব মহিলা ও শিশুদের জোর করে পতিতাবৃত্তিতে নামিয়ে দেয়া হয়, তাদের উদ্ধার করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়ার কাজ করছে অজিত সিংয়ের সংস্থা। অমিতাভ তার বøগে লিখেছেন, ‘৪৪টি পরিবারের মধ্যে কেউ তাদের কাছের মানুষকে হারিয়ে কাযর্ত নিঃস্ব হয়ে পড়েছেন। কারো ভালোবাসার মানুষ শহীদ হয়েছেন। এদের জন্য কিছু করতে পেরে আমি খুশি। দেশের অন্যান্য প্রান্তে বসবাসকারী এমন মানুষদের জন্যও কাজ করা বাকি রয়ে গেছেÑ ওটাও হবে’।