শিলিগুড়ি আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে রাজশাহীর তিন ছবি

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
বাংলাদেশের উত্তরবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ এবং চলচ্চিত্র শিল্পের বিকেন্দ্রীকরণের প্রচেষ্টায় কাজ করছে রাজশাহীর একদল সম্ভবনাময় তরুণ চলচ্চিত্র কমীর্। তারা একের পর এক চলচ্চিত্র নিমার্ণ করে যাচ্ছে রাজশাহীতে। আর সেই চলচ্চিত্রগুলো রাজশাহীর সীমানা পেড়িয়ে ছড়িয়ে যাচ্ছে বিশে^র বিভিন্ন দেশে। ভারত, নেপাল, শ্রীলংঙ্কা, কানাডাসহ বিশে^র বিভিন্ন দেশে আয়োজিত চলচ্চিত্র উৎসবে রাজশাহীর নিমার্তাদের নিমির্ত চলচ্চিত্রগুলো নিয়মিত প্রদশির্ত হচ্ছে। শুধু তাই নয়, চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃতও হচ্ছে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সহযোগিতায় ভারতের শিলিগুড়ি সিনে সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম শিলিগুড়ি আন্তজাির্তক চলচ্চিত্র উৎসব-২০১৮। আগামী ১৩-১৬ নভেম্বর চার দিনব্যাপী এ আন্তজাির্তক চলচ্চিত্র উৎসব ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে। এতে প্রদশর্নীর পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে রাজশাহীর তিনটি স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র। সেগুলো হলোÑ শাহারিয়ার চয়নের ‘গন্তব্যহীন’, নাহিদা সুলতানা শুচির ‘ঘুড়ি’ আর কিশোর মাহমুদের ‘গ্রে লাইট’। প্রথম দুটি চলচ্চিত্র একাধিক উৎসবে প্রদশির্ত ও পুরস্কৃত হয়েছে। আর তৃতীয় চলচ্চিত্রটি নিমার্তার প্রথম স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র। এটি প্রথমবারের মতো আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে।