বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রমশ উজ্জ্বল পুজা চেরী

মাসুদুর রহমান
  ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পুজা চেরী

ঢালিউডের নতুন প্রজন্মের ব্যস্ত অভিনেত্রী পুজা চেরী। তার অভিনয় ও সৌন্দর্য অনেক আগেই দর্শকের নজর কেড়েছে। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন ঢালিউডের মেধাবী পরিচালকদের সঙ্গে। তার অভিনীত প্রতিটি চলচ্চিত্র আলোচনার জন্ম দেওয়ায় নির্মাতাদের কাছে দিন দিন নির্ভরযোগ্য হয়ে উঠছেন তরুণ এ অভিনেত্রী। চলচ্চিত্রের নতুন নায়িকাদের দৌড়ে অনেকটাই এগিয়ে এখন পুজা। ক্রমশ উজ্জ্বল হচ্ছে তার ক্যারিয়ার। পুজাকে বলা হচ্ছে, ঢালিউডের ভবিষ্যৎ। শিশুশিল্পী হয়ে অনেক আগে থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও চিত্রনায়িকা হিসেবে পুজার অভিষেক ২০১৮ সালে। অভিষেক হওয়ার পর এ প্রজন্মের সিয়াম আহমেদ, আদৃত রায় ও আব্দুন নূর সজলদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে এবার পুজা নায়ক হিসেবে পেতে যাচ্ছেন ঢালিউড কিংখ্যাত নায়ক শাকিব খানকে। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে চিত্রপুরী থেকে শুরু করে সর্বত্র। শোনা যাচ্ছে, ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদানের 'গলুই' নামে একটি চলচ্চিত্রে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও পুজা চেরী। এটি পরিচালনা করবেন এস এ হক অলিক আর প্রযোজনা করবেন মোহাম্মদ খোরশেদ আলম খসরু। গুঞ্জন হলেও খবরটি যে সত্যে পরিণত হতে চলেছে তা নানাভাবেই সুস্পষ্ট হয়ে উঠেছে। কয়েকদিন আগে ছিল নায়িকা পুজার জন্মদিন। জন্মদিনে কেক ও ফুল নিয়ে পুজার বাসায় পরিচালক এসএ হক অলীক হাজির হন। কেকের ওপরে 'শুভ জন্মদিন'-এর পাশাপাশি লেখা ছিল 'গলুই'। অলিক জানান, শাকিব খান ও পুজা চেরীর সঙ্গে কথা হয়েছে। আলোচনাও অনেক দূর এগিয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। প্রযোজক খোরশেদ আলম জানান, সেপ্টেম্বর থেকে জামালপুরে 'গলুই' ছবির শুটিং শুরু হবে।

আগেও শাকিব খানের ছবিতে অভিনয় করেছেন পুজা চেরী, তবে সেগুলো ছিল শিশু চরিত্র। নায়িকা হিসেবে এটাই হবে শাকিবের সঙ্গে তার প্রথম চলচ্চিত্র। পুজা বললেন, 'শাকিব খানের সঙ্গে এর আগে ৩/৪টি চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সুপারস্টার। নতুন চলচ্চিত্রে তার সঙ্গে নায়িকা হিসেবে কাজ করছি কিনা তা এই মুহূর্তে আমি বলতে পারছি না। নতুন চলচ্চিত্র নিয়ে পরিচালক অলিক ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এটা ঠিক, তবে চূড়ান্তের বিষয়ে আমি কিছু জানি না।' পরিচালকের পক্ষ থেকে 'গলুই' চলচ্চিত্রের চিত্রনাট্য পাওয়ার বিষয়টি স্বীকার করেন পুজা। গল্পটি ভালো বলেও জানান।

'গলুই' চলচ্চিত্রে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। ইমন সাহার সুর ও সংগীতে এই চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। হাবিব ওয়াহিদসহ থাকছে আরও কয়েকজন কণ্ঠশিল্পীর গান। 'গলুই' হবে পুজার ক্যারিয়ারের অনুদানের দ্বিতীয় চলচ্চিত্র। গত বছর তিনি সরকারি অনুদানের 'হৃদিতা' চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। ছবিতে এবিএম সুমনের সঙ্গে জুটি বাঁধেন পুজা। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করছেন ইস্পাহানী আরিফ জাহান। চলচ্চিত্রটির শুটিংও প্রায় শেষ। তবে লকডাউনে আটকে যায় 'হৃদিতা' চলচ্চিত্রের বাকি অংশের কাজ। একটি গান ও সামান্য কিছু দৃশ্যায়নের কাজ শেষ হলেই সম্পাদনার টেবিলে যাবে চলচ্চিত্রটি।

এ চলচ্চিত্রটি নিয়ে পুজা বলেন, 'হৃদিতা' আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি। সরকারি অনুদানের ছবিতে কাজ করার প্রথম অভিজ্ঞতা অন্যরকম। অনুদানের ছবির গল্প থাকে ভিন্ন ঘরানার। সময় বেশি নিয়ে কাজ করা হয়। এ পর্যন্ত আমরা তিন ধাপে কাজ করেছি। একটি রোমান্টিক গানসহ কিছু দৃশ্যের কাজ বাকি আছে। আর ছবিটি দর্শকদের ভালো লাগবে।

'হৃদিতা' ছাড়াও পুজা আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন। ইতোমধ্যে 'সাইকো' চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। বহুল আলোচিত 'মাসুদ রানা' চলচ্চিত্রের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। হাতে রয়েছে 'ক্যাশ' নামের আরেকটি চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে 'জ্বিন' ও 'শান' নামের দুটি চলচ্চিত্র। চলচ্চিত্রের ওটিটি পস্ন্যাটফর্মে সরব রয়েছেন পুজা। তার সমসাময়িক অনেকেই ওয়েব ফিল্ম, সিরিজে কাজ করলেও সম্প্রতি পুজা প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। নাম 'প্যারাসাইকোলজি'। এটি পরিচালনা করেছেন সুমন ধর। লকডাউনের আগে এর শুটিং শেষ হয়েছে। পুজা বলেন, 'এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এর আগে ওয়েব ফিল্ম-ওয়েব সিরিজে প্রস্তাব আসলেও করা হয়নি। 'প্যারাসাইকোলজি' ওয়েব সিরিজের গল্পটি আমার কাছে ভালো লাগে। সাইকোলজিক্যাল ও থ্রিলার গল্পের। শিল্পী যেই হোক দর্শক আসলে চায় ভালো গল্প। তাই আমিও ভালো গল্পের প্রতি গুরুত্ব দিচ্ছি।'

'প্যারাসাইকোলজি' ওয়েব সিরিজটির শুটিং শেষ হলেও করোনার কারণে এর ডাবিং এখনো শুরু হয়নি। এখানে পুজাকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে। চরিত্রটি নিয়ে পুজা বলেন, 'চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং এবং আমার জন্য একেবারে নতুন। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে বুঝলাম আসলে সাংবাদিকতা পেশা কতটা কঠিন। অনেক বিচক্ষণ, সাহসী এবং পরিশ্রমী হতে হয়। চ্যালেঞ্জিং কাজ করতে আমার ভালো লাগে। চ্যালেঞ্জিং এই চরিত্রটি করতে গিয়ে আরও দেখেছি সাংবাদিকদের অনেক জানতে হয়। জড়তা ছাড়া প্রচুর কথা বলার অভ্যাস থাকতে হয়। বিশেষ করে লাইভে এসে। এই ধরনের শট দিতে গিয়ে আমার বেশি সমস্যা হয়েছে। শট শেষে আমাকে নিঃশ্বাস নিতে হয়েছে। চরিত্রটি করতে গিয়ে সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।'

'প্যারাসাইকোলজি'তে কাজ করার পর পুজা বেশ কয়েকটি ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন। পুজা বলেন, 'আমি অভিনয়টাকে ভালোবাসি, ছোটবেলা থেকে এই পেশাটাকে সম্মান করি। ভালো কাজের অনেক লোভ আমার। সব মিলিয়ে যদি ভালো হয় ওয়েবের কাজ করতে চাই নিয়মিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে