বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অতঃপর দেখা মিলছে 'জয়ললিতা'র

জাহাঙ্গীর বিপস্নব
  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কঙ্গনা রানৌত

কঙ্গনা রানৌত- বলিউডের এ সময়ের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত একটি নাম। কোনো রকম রাখ-ঢাক না করে অকপটে 'নির্মম সত্য' কথা বলার জন্য এরই মধ্যে 'ঠোঁটকাটা' তকমাও পেয়ে গেছেন 'বলিউড কুইন'

খ্যাত এ অভিনেত্রী। দেশ-বিদেশের যে কোনো বড় ইসু্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কড়া মন্তব্যের জন্য ক'দিন পরপরই সমালোচনা ও বিতর্কের কবলে পড়তে হচ্ছে তাকে। এসব মন্তব্যের জন্য মামলা খাওয়ার পাশাপাশি একাধিকবার তার টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কঙ্গনা মিডিয়াতে তার সৎ মতামত প্রকাশের জন্য নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যত সমালোচনাই হোক না কেন, কাজের ক্ষেত্রে বরাবরই সাফল্য ছিনিয়ে এনেছেন। এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছেন, সবটাতেই ব্যতিক্রমী অভিনয়ের দরুন প্রশংসা অর্জন করেছেন। দর্শক মহলের পাশাপাশি সুধী মহলেও বেশ সুনাম কুড়িয়েছে তার অনবদ্য ও সাবলীল অভিনয়। শুধু কী তাই, খুব অল্প সময়ে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন; যা কঙ্গনার সমসাময়িক কোনো নায়িকার ক্ষেত্রে ঘটেনি। যে সিনেমাতেই তিনি অভিনয় করেন, সেই সিনেমার খুটিনাটি পড়ে, গল্প-চরিত্র বুঝে এবং নির্মাতা পছন্দ হলেই কেবল কাজে সম্মতি দেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সাফল্য অর্জন করেছেন কঙ্গনা রানৌত। বেশ কয়েক বছর ধরে নাচ-গানসর্বস্ব সিনেমা বাদ দিয়ে তিনি অভিনয় করছেন ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটকে ঘিরে। সেই ধারাবাহিকতায় ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'মণিকর্ণিকা :দ্য কুইন অব ঝাঁসি'র পর এবার আরও একটি ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। আগামীকাল ১০ সেপ্টেম্বরই মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই বার বার আলোচনায় থাকা 'থালাইভি' সিনেমাটি। অনেক আগে এর কাজ শেষ হলেও কেবল করোনার ভয়াবহ প্রকোপ ও বার বার লকডাউনের কারণে দফায় দফায় পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। তাতে বার বার আশাহত হন কঙ্গনা। বর্তমানে করোনার ভয়াবহতা কিছুটা স্তিমিত হওয়ায় শেষমেশ আলোর মুখ দেখছে 'থালাইভি'। যদিও শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি ওটিটি পস্ন্যাটফর্মে মুক্তি দেওয়া হবে- এ নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে 'থালাইভি'র নির্মাতাপক্ষ। একপর্যায়ে সিনেমাটির প্রযোজক হিসেবে সাহসী পদক্ষেপ নিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, 'কেউই এই সময়ে প্রেক্ষাগৃহে সিনেমা রিলিজ করতে চাইছেন না লোকসানের ভয়ে। একমাত্র আমার প্রযোজনা সংস্থার তরফেই এই ঝুঁকি নেওয়া হয়েছে সিনেদর্শকদের কথা মাথায় রেখে। এই সময়ে ঝগড়া না করে আমাদের একে-অপরের পাশে থাকা উচিত। একটা সিনেমা তৈরি করতে যত খরচ হয়, সেই টাকা আয় করা আমাদের ব্যক্তিগত মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যের সিনেমাহলের দরজা যখন বন্ধ, তখন থালাইভি নিয়ে যা হচ্ছে, তা ভীষণই অনভিপ্রেত এবং নিষ্ঠুর। সিনেমাহলগুলোকে বাঁচানোর স্বার্থে দয়া করে একে-অপরের পাশে দাঁড়ান।'

তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুরুতে সিনেমা হলে মুক্তি পেলেও পরবর্তীকে একই সঙ্গে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি পস্ন্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সে। সিনেমাটি মুক্তির জন্য রীতিমত মুখিয়ে রয়েছেন কঙ্গনা রানৌত। থালাইভি হচ্ছে ভারতের একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটি জীবনীভিত্তিক এবং এটি তামিলনাড়ু প্রদেশের বিখ্যাত রাজনৈতিক নেত্রী জয়ললিতা জয়রামের জীবন কাহিনীভিত্তিক সিনেমা। এ. এল. বিজয়ের পরিচালনায় এ সিনেমার প্রযোজনায় কঙ্গনার পাশাপাশি রয়েছেন বিষ্ণু বর্ধন ইন্দুরী এবং শৈলেশ আর. সিংহ। এখানে কঙ্গনা অভিনয় করছেন জয়ললিতার চরিত্রে। এছাড়াও আরেক খ্যাতিমান রাজনীতিবিদ এম জি রামচন্দনের চরিত্রে রয়েছেন অরবিন্দ স্বামী। সিনেমাটি জয়ললিতার ভাষা তামিলসহ হিন্দি এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে।

সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা উলেস্নখ করে কঙ্গনা বলেছেন, 'এই সিনেমাটি পুনরায় দর্শকদের হলমুখো করবে বলে আমার বিশ্বাস। এর আগে হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে যাই আমি। তবে সেখানকার মাল্টিপেস্নক্সগুলোতে আমার ছবি স্ক্রিনিং না করায় কষ্ট পেয়েছি।' সোমবার কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের ওপরে তৈরি 'থালাইভি' সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। সেখানেও তিনি ক্যাপশনে লিখেছেন 'আমার ক্যারিয়ারের সেরা সিনেমা।' একই সঙ্গে একটি নোটও শেয়ার করে তিনি লিখেছেন, 'থালাইভি একটি অভিজ্ঞতা। আশা করছি, হিন্দি মাল্টিপেস্নক্সে এই সিনেমা দেখানো হবে। আমি নিশ্চিত এই সিনেমাটি দর্শকদের ফের হলে ফিরিয়ে আনবে।'

সিনেমাটিতে জয়ললিতার জীবনের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। তার অভিনয় জগতে যাত্রা শুরু থেকে তামিল সিনেমার অন্যতম সেরা মুখ হয়ে ওঠা থেকে একজন যুগান্তকারী নেত্রী হয়ে ওঠা পর্যন্ত সবটাই দেখানো হয়েছে 'থালাইভি'তে। এ সিনেমাটি আরও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবে কঙ্গনার ক্যারিয়ারের ঝুলিতে- এমনটাই মন্তব্য চলচ্চিত্র বিশ্লেষকদের।

উলেস্নখ্য, এর আগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কঙ্গনা রানৌত। তার মধ্যে ফ্যাশন (২০০৮) চলচ্চিত্রের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এবং কুইন (২০১৪), তনু ওয়েডস মনু (২০১৫) ও মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি (২০১৯) চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে। পাশাপাশি তিনি ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার পান। এছাড়া শিল্পকলায় অবদানের জন্য ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে