শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কে এস ফিরোজের প্রথম মৃতু্যবার্ষিকী আজ

ম তারার মেলা রিপোর্ট

টিভি পর্দার সিনিয়র অভিনেতা কে এস ফিরোজের প্রথম মৃতু্যবার্ষিকী আজ। গত বছরের এই দিনে (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ২৮ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার দুইবার স্ট্রোক হয়। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় স্ট্রোক তার হয়। তাকে বনানী সেনানিবাস কবরস্থানে সমাহিত করা হয়েছে। মৃতু্যকালে এই অভিনেতা স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলা নাটকের পাশাপাশি সিনেমাতেও ফিরোজের উপস্থিতি উলেস্নখযোগ্য। তবে তার শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল 'থিয়েটার'-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন 'সাত ঘাটের কানাকড়ি', 'কিং লিয়ার' ও 'রাক্ষসী' মঞ্চনাটকে। কে এস ফিরোজ টেলিভিশনে প্রথম অভিনয় করেন 'দীপ তবুও জ্বলে' নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম। কে এস ফিরোজ ১৯৪৬ সালের ৭ জুলাই ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। বাবা এ জে এম সাইদুর রহমান ও মা রাবেয়া খাতুনের ঘরে। পৈতৃক নিবাস বরিশালের উজিরপুরের মশাং গ্রামে। সেখানে শৈশব ও কৈশোর কাটিয়ে ঢাকার জগন্নাথ কলেজে পড়ালেখা করেছেন। এই অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। কে এস ফিরোজের প্রথম সিনেমা 'লাওয়ারিশ'। আরও অভিনয় করেছেন 'শঙ্খনাদ', 'বাঁশি', 'চন্দ্রগ্রহণ'

ও 'বৃহন্নলা'তে।

পড়শীও এবার বিচারক!

ম তারার মেলা রিপোর্ট

এক যুগ আগে 'চ্যানেল আই ক্ষুদে গানরাজ' নামের একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হন কণ্ঠশিল্পী পড়শী। একযুগ পর সেই পড়শীই এবার একটি রিয়েলিটির শোর বিচারক হচ্ছেন। আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের সংগীতবিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। 'গলা ছেড়ে গাও' স্স্নোগানে এই রিয়েলিটি শো'তেই বিচারক হিসেবে দেখা মিলবে পড়শীর। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো'র বিচারকের আসনে বসতে যাচ্ছেন- বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই গায়িকা। পড়শী বলেন, 'আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। আমি তখন মঞ্চে থেকে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনব। একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন, তখন তার গানের সঙ্গে স্বপ্ন, ভয়সহ অনেক কিছু মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের তুলে আনার। আমাকে একদিন কুমার বিশ্বজিত স্যার বলেছিলেন 'তুইও একদিন বিচারক হবি'। এখন স্যারের কথা সত্যি হতে যাচ্ছে। এতে আমি অনেক আনন্দিত। আশা করি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে

উঠিয়ে আনতে পারব।'

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো'র রেজিস্ট্রেশন শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে।

১২ দিন পর নুসরাত

ম তারার মেলা ডেস্ক

মা হওয়ার ১২ দিন পর এই প্রথম জনসমক্ষে এলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বুধবার একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিজের বিয়েকে 'লিভ ইন' সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া- বারবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। কে তার ছেলের বাবা এই প্রশ্নে এখনো সরগরম নেটদুনিয়া। বিনা কারণেও সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ট্রোল হতে থাকেন তিনি। কিন্তু বরাবরই ট্রোলকে পাত্তা দিতে নারাজ নুসরাত। বারবারই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রোলারদের বার্তা দিয়েছেন তিনি।

সন্তান জন্মের পর বারবারই জানিয়েছেন যারা তাকে পরামর্শ দিতে চান না, তাদের থেকে সমালোচনা তিনি শুনবেন না। মা হওয়ার এই জার্নিতে বরাবরই তার পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। যশকে নিয়েও কম কথা শুনতে হয়নি নুসরাতকে। সব ঝড় সামলে ছেলেকে নিয়ে তিনি যে বেশ ভালো সময় কাটাচ্ছেন- তা বোঝাই যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে। যেহেতু তিনি সিঙ্গল মাদার, তাই ছেলের সব দায়িত্ব নিজে

হাতেই সামলাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে