জ্বলে ওঠার অপেক্ষায় মিম

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ম মাসুদুর রহমান
বিদ্যা সিনহা মিম
স্বাস্থ্য, আকর্ষণীয় চেহারা, মিষ্টি হাসি, সুন্দর কণ্ঠের পাশাপাশি অভিনয়েও সাবলীল তরুণ প্রজন্মের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নায়িকা হওয়ার সব গুণ বিদ্যমান থাকলেও কোনো এক অজানা কারণে চলচ্চিত্রে ততটা সুবিধা করতে পারছেন না এ লাক্স তারকা। মুক্তির আগে তার অভিনীত চলচ্চিত্রগুলো আলোচনায় এলেও মুক্তির সফলতার বাইরেই থাকছেন মিম। ভাগ্যলক্ষ্ণী যেন কিছুতেই ধরা দিচ্ছে না তাকে। তবে ভাগ্য সুপ্রসন্ন না হলেও চলচ্চিত্রে এখনো বেশ চাহিদা রয়েছে এই গস্নামার কন্যার। চলচ্চিত্রের বর্তমান নাজুক পরিস্থিতিতেও নির্মাতাদের আগ্রহের তালিকাতেই রয়েছেন তিনি। নতুন সিনেমা নির্মাণের ক্ষেত্রে নায়িকা হিসেবে প্রাথমিকভাবে মিমকেও ভাবেন। যার সুবাদে কিছু দিন পরপরই নতুন নতুন চলচ্চিত্রের ডাক পান মিম। শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, মিমের ডাক পড়ে ওপার বাংলার চলচ্চিত্র থেকেও। সম্প্রতি বলিউডের চলচ্চিত্রে ডাক পেলেও সংগত কারণে রাজি হননি। চলমান বৈশ্বিক পরিস্থিতিতেও মিম ঢালিউডের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এরই ধারাবাহিকতায় মিম এখন 'অন্তর্জাল' নামের একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ রিপোর্ট লেখার সময়ও অন্তর্জালের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। গত জুন মাসের শেষে এ চলচ্চিত্রের কিছু অংশের শুটিংয়ের পর লকডাউনে বন্ধ হয়ে যায় এর কাজ। দুই মাস পর চলতি মাসের শুরুতে ফের 'অন্তর্জাল'-এর শুটিং শুরু হয়েছে। সাইবার থ্রিলার গল্প নিয়ে দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে 'অন্তর্জাল'। এটি পরিচালনা করছেন দীপংকর দীপন। এ চলচ্চিত্রে মিম দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা নিশাত নামের একজন তরুণীর চরিত্রে অভিনয় করছেন। মিম বলেন, 'এর আগে অনেক চরিত্রে অভিনয় করলেও এই চরিত্রটির মতো কোনো চরিত্র আমার ক্যারিয়ারে নেই। চ্যালেঞ্জিং চরিত্র। একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করে। এই চলচ্চিত্রে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামব সাইবার সিকিউরিট স্পেশালিস্ট হিসেবে।' এতে অভিনয় করতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে মিমের। চলচ্চিত্রটি নিয়ে অনেক আশাবাদী তিনি। কারণ এখানে দর্শক নতুন এক মিমকে পর্দায় দেখবেন বলে জানান। আহামরি ব্যবসা করতে না পরলেও মিম অভিনীত প্র্রতিটি চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শোনা যাচ্ছে, 'অন্তর্জাল' চলচ্চিত্রে তিনি নায়িকার চেয়েও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আইটি স্পেশালিস্ট চরিত্রটি কতটুকু প্রভাব ফেলবে? এ নিয়ে মিম বলেন, 'এ চলচ্চিত্রটি অন্য চলচ্চিত্রের মতো দুইজন নায়ক-নায়িকা নির্ভর না। এখানে প্রধান কয়েকটি চরিত্রের সব কটিই গুরুত্বপূর্ণ। কোনোটির চেয়ে কোনোটি বেশি নয়। একসময় শাবানা-কবরী কিংবা ববিতা, রাজ্জাক-আলমগীর অথবা ফারুক একসঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই সব চলচ্চিত্রে আমরা প্রধান নায়ক-নায়িকা হিসেবে কোনো জুটিকে ভাবতে পারতাম না। গল্পটাও তেমন ছিল। সবাই অভিনয় গুণে প্রশংসিত হয়েছেন। এখন আমরা সেইভাবে ভাবতে পারি না। আসলে আমাদের চিন্তাটা হয়ে গেছে দুইজন নায়ক-নায়িকানির্ভর। অভিনয় ও চরিত্রের গুরুত্ব বুঝি না।' হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মিমের। নাটকে অভিনয় করে প্রশংসিত হলেও এখন চলচ্চিত্রেই মনোযোগী। তবে গড়পড়তা অভিনয় করতে রাজি নন তিনি। মিম বলেন, 'চরিত্র ও গল্প নির্বাচনে আমি খুব সচেতন। দর্শকদের জন্যই আমি মিম। তাই এমন কোনো গল্প ও চরিত্রে অভিনয় করেত চাই না যাতে দর্শকরা হতাশ হন।' মুক্তির তালিকায় রয়েছে মিমের তিনিটি চলচ্চিত্র- 'পরান', 'ইত্তেফাক' ও 'দামাল'। মিম বলেন, 'তিনটি চলচ্চিত্রের গল্প তিন রকম। রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে 'পরান', থ্রিলারধর্মী 'ইত্তেফাক' এবং খেলা নিয়ে 'দামাল'। চলচ্চিত্র তিনটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।' সম্প্রতি মিম বিশাল ভরদ্বাজ পরিচালিত 'খুফিয়া' নামে বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। চরিত্র পছন্দ হলেও এ চলচ্চিত্রের গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় রাজি হননি মিম। মিম বলেন, 'ঈদের আগে একটি মেইল পাই। এরপর সেক্রেড গেমস, দেব ডি, ছপাকখ্যাত কাস্টিং ডিরেক্টর গৌতম কিষাণ চন্দানির সহযোগী কাস্টিং ডিরেক্টর সোফিয়া খান আমার সঙ্গে কথা বলেন। আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান। গল্পটি পড়ার পর দেখি, এটা পলিটিক্যাল গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।' বলিউডের চলচ্চিত্র ফিরিয়ে দিলেও মিমের হাতে ঢালিউডের নতুন দুটি চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে। এছাড়া একটি ওয়েব ফিল্মে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। মিমি বলেন, 'নতুন দুটি চলচ্চিত্রের গল্প শুনিয়েছেন পরিচালক, এখনো চূড়ান্ত করেননি। এছাড়া একটি ওয়েব ফিল্ম নিয়ে কথা চলছে। কাজ করলে অবশ্যই সবাই জানতে পারবেন।' কাজ না থাকলে মিম ঘরেই থাকেন। এ সময় বিড়াল ও কুকুর ছানা নিয়ে ব্যস্ত থাকেন। তার দুটি বিড়াল ও একটি কুকুর রয়েছে। নাম বার্বি, জোজো ও ক্যান্ডি। বাইরে থেকে মিম ঘরে ঢুকলেই এগুলো তার পিছু নেয়। মিমিও তাদের সঙ্গে খুনশুটিতে মেতে ওঠেন। মাঝেমধ্যে এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তিনি। এগুলো দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে একটি আইডি খুলেছেন মিম।