সেন্সর পেরুল ‘গোয়েন্দাগিরি’

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
সেন্সর পেরিয়ে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’। আগামী ১৮ অক্টোবর বিনা কতের্ন সেন্সর ছাড়পত্র পায় চলচিচত্রটি। তিনি বলেন, ‘গোয়েন্দাগিরি’ আমার প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে এক দল শখের গোয়েন্দাদের সাহসী অভিযান দেখানো হয়েছে। চলচ্চিত্রটি বিনা কতের্ন সেন্সর পেয়েছে। সেন্সর বোডের্র সদস্যরা চলচ্চিত্রটির বেশ প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে এই টিম আরও ভালো গোয়েন্দা ও শিশুতোষ চলচ্চিত্র দশর্কদের উপহার দিবেন। খুব শিগগিরই চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।’ এ চলচ্চিত্রে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শম্পা হাসনাইন। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি সেন্সর সাটিির্ফকেট পাওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করি চলচ্চিত্রটি দশর্কদের ভালো লাগবে।’ শম্পা ছাড়াও এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ। ২০১২ সাল থেকে চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হলেও ২০১৩ সালে চিত্রনাট্যের কাজ হয় এবং ২০১৬, ২০১৭ সালে অধিকাংশ শুটিং সম্পন্ন হয়। ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে চলচ্চিত্রটির শুটিং হয়। চলচ্চিত্রটির প্রযোজনার দায়িত্বে আছে প্রযোজনা প্রতিষ্ঠান আম্মাজান ফিল্ম।