বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেমন আছেন রিয়াজ

নাটক ও চলচ্চিত্রে এক সময়ের আলোচিত অভিনেতা রিয়াজ। সুপার স্টার বলতে যা বোঝায় তার সব গুণই রয়েছে এই নায়কের মধ্যে। ১৯৯৫ সালে 'বাংলার নায়ক' ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তিনি। ক্যারিয়ারের দুই যুগে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এক সময় চলচ্চিত্রে দাপিয়ে বেড়ালেও এখন নেই। ভক্তরাও জানতে চান কেমন আছেন? কীভাবে কাটছে রিয়াজের দিনকাল? এ নিয়ে বুধবার মেঘলা দুপুরে তারার মেলার মুখোমুখি হয়েছিলেন রিয়াজ।
মাসুদুর রহমান
  ০৭ অক্টোবর ২০২১, ০০:০০
রিয়াজ

অভিনয় কমলেও ব্যস্ততা কমেনি...

অভিনয় কমিয়ে দিলেও অবসর নেই চিত্রনায়ক রিয়াজের। নিজের ব্যবসায় সময় দেন নিয়মিত। রিয়াজ বলেন, 'ব্যবসার পাশাপাশি অভিনয়ও করছি। আগের মতো নিয়মিত না হলেও অভিনয় করছি। অভিনয়-ব্যবসা দুটোতেই সময় দিচ্ছি। এছাড়া পরিবারকে সময় দিই। কাজ না থাকলে আমি বাসাতেই থাকি। অযথা বাইরে সময়

কাটাই না।'

বঙ্গবন্ধুর 'বায়োপিক' ও 'অপারেশন সুন্দরবন'...

দুটি চলচ্চিত্রে কাজ করছেন রিয়াজ। এর মধ্যে 'অপারেশন সুন্দরবন'র শুটিং শেষ হলেও আটকে আছে বঙ্গবন্ধুর 'বায়োপিক'-এর শুটিং। দুটি চলচ্চিত্রে দুই ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। রিয়াজ বলেন, 'অপারেশন সুন্দরবন'র কাজ শেষ করেছি। এতে আমাকের্ যাব কর্মকর্তার চরিত্রে দেখবেন দর্শক। আর বঙ্গবন্ধুর বায়োপিকে দেখা যাবে তাজউদ্দীন আহমদের চরিত্রে।'

ঐতিহাসিক তাজউদ্দিনের চরিত্রে...

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুম্বাইতে 'বঙ্গবন্ধু' বায়োপিকের প্রথম লটের শুটিং করেছেন রিয়াজ। করোনায় এ চলচ্চিত্রের কাজ আটকে যায়। আগামী মাস নভেম্বর থেকে ফের এর শুটিং শুরু হবে। এ চলচ্চিত্রে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। এ নিয়ে তিনি বলেন, 'তাজউদ্দীন আহমদের চরিত্রে কাজ করাটা অনেক আনন্দের। এটা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি। খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি চরিত্র। এমন চরিত্র করতে গিয়ে আমাকে আরও অনেক

জানতে হচ্ছে।'

নাটকেও জনপ্রিয় রিয়াজ...

চলচ্চিত্রের বাইরে রিয়াজকে দেখা যায় টিভি নাটকেও। বিশেষ দিবসের নাটকে তার চাহিদা অনেক। সিনেমার মতো তার নিপুণ অভিনয় দর্শককে টানে টিভি পর্দাতেও। বিশেষ করে প্রতি ঈদেই টিভি নাটকে দেখা মেলে রিয়াজের। এরই ধারাবাহিকতায় গত রোজার ঈদেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। রিয়াজ বলেন, 'নাটকে অভিনয়ের জন্য প্রস্তাব আসে অনেক। যার বেশিরভাগই গতানুগতিক। তাই আগ্রহ পাই না। ভালো স্ক্রিপ্ট হলে নাটকে অভিনয় করা হয়। সর্বশেষ এসএ হক অলিকের পরিচালনায় 'ভাই বড়ই প্রেমিক পুরুষ' নামের একটি নাটকে অভিনয় করেছি। ব্যতিক্রমী একটি গল্প। এই নাটকের পর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি।'

অভিনয়ই মুখ্য...

চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের ছোটপর্দায় কাজ করাটা অনেকেই নেতিবাচক হিসেবে দেখেন। বড় পর্দায় চাহিদা নেইসহ নানা মন্তব্য করেন অনেকে। বড় পর্দার সফল নায়ক হয়েও ছোট পর্দায় কাজ নিয়ে রিয়াজ বলেন, 'আমার কাছে অভিনয় করাটা গুরুত্বপূর্ণ, পর্দা কোনো বিষয় না। আমার কাছে বড় পর্দা বা ছোট পর্দা বলে এমন কিছু নেই। হুমায়ূন আহমেদের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তার সঙ্গে কাজ করেছি। সেটা কোন পর্দা তা দেখতে চাইনি। আমি যা করি তা আমার নিজস্ব বিচার, বিবেচনা ও বুদ্ধি দিয়েই করি। আমার চাহিদা কমে গেছে বা চাহিদা কমে যায়নি এটা দর্শকই ভালো বলতে পারবেন।'

খুব সাধারণ এক অভিনেতা...

একজন সুপার স্টার হওয়ার যে যোগ্যতা থাকতে হয় তার সব গুণই রয়েছে রিয়াজের মধ্যে। সুদর্শন, অভিনয়ের কারিশমা, সকল শ্রেণির দর্শকের কাছে প্রিয় রিয়াজ। কিন্তু নিজেকে সব সময় সাধারণই ভাবতে ভালো লাগে তার। তিনি বলেন, 'আমি নিজেকে কখনো সুপার স্টার দাবি করি না। আমি অতি সাধারণ একজন অভিনেতা। সাধারণভাবে চলার চেষ্টা করি। দর্শক আমাকে ভালোবাসেন এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। দর্শকের ভালোবাসা পেয়ে তাদের মনে আমার যে জায়গা রয়েছে আমি মনে করি তা আজীবনই থাকবে।'

নাটক-চলচ্চিত্রের বর্তমান অবস্থা...

নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করার অভিজ্ঞতা আছে রিয়াজের। সমস্যা ও সম্ভাবনাও দেখেছেন কাছে থেকে। তিনি বলেন, 'বর্তমানে সবাই ভালো করার চেষ্টা করছে। কিন্তু কোনো এক বিচিত্র কারণে মিডিয়ার অবস্থাকে খুব বেশি পজিটিভ মনে হচ্ছে না।'

শিল্পী সমিতির নির্বাচনে...

চলচ্চিত্রে চলছে নির্বাচনী হাওয়া। সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত নির্বাচনে প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ অবধি নির্বাচনে অংশগ্রহণ করেননি রিয়াজ। এবারের নির্বাচন নিয়ে বলেন, 'নির্বাচনের এখনো অনেক সময় বাকি। এখনই কিছু বলতে পারছি না। সময় হোক তারপর দেখা যাক কী করা যায়।'

শাবনূর-রিয়াজ জুটি...

চলচ্চিত্রে নায়ক রিয়াজের সঙ্গে অনেক নায়িকার জুটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে রিয়াজ-শাবনূর, রিয়াজ-পূর্ণিমা জুটি দর্শকদের কাছে প্রিয় হয়ে ওঠে। এর বাইরেও অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন রিয়াজ। তিনি বলেন, 'শাবনূরের সঙ্গে আমার সবচেয়ে বেশি অভিনয় করা হয়েছে। পূর্ণিমার সঙ্গেও অনেক ছবিতে জুটি বেঁধেছি। পপির সঙ্গে কাজ করেছি। সময়ের আলোচিত অনেক নায়িকার বাইরে অসংখ্য নতুনদের সঙ্গেও আমি চলচ্চিত্রে কাজ করেছি।'

নায়ক রিয়াজ ও ব্যক্তি রিয়াজ...

ব্যক্তি রিয়াজ এবং নায়ক রিয়াজের মধ্যে পার্থক্য নিয়ে জানতে চাইলে জবাবে রিয়াজ বলেন, 'দুই রিয়াজের মধ্য অনেক পার্থক্যই রয়েছে। নায়ক রিয়াজ তৈরি হয়েছে মানুষের ভালোবাসার মধ্য দিয়ে। নায়ক রিয়াজ অনেক বেশি বিনয়ী। আর ব্যক্তি রিয়াজের একটা ব্যক্তিগত জীবন আছে এবং সে তার ব্যক্তি জীবনের বলয়ের মধ্যেই থাকতে পছন্দ করে। ব্যক্তি রিয়াজ খুবই চুপচাপ এবং একজন সাধারণ মানুষ। ব্যক্তি জীবনে সে খুবই সুখী একজন মানুষ।'

পরিচালনার ইচ্ছে...

অভিনয়ের পাশাপাশি অনেকেই পরিচালনায় নাম লেখান। প্রশংসাও পেয়েছেন কেউ কেউ। পরিচালনায় আসার ইচ্ছে নিয়ে রিয়াজ বলেন, 'অভিনয়ের অভিজ্ঞতাটা অনেকেই কাজে লাগান পরিচালনায়। আমারও পরিচালনার ইচ্ছে আছে। তবে কখন সেটার বাস্তবায়ন হবে সেটা বলতে পারছি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে