বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

প্রস্তুত অরুণা বিশ্বাস

ম তারার মেলা রিপোর্ট

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসের। আগামী মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে তার পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা 'অসম্ভব'। অরুণা বিশ্বাস জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য অনেকেই চূড়ান্ত হয়েছেন। আগামী ১৮ অক্টোবর তার ভাই মিঠু কানাডা থেকে দেশে আসার পর নায়ক-নায়িকা এবং বীর প্রতীক চরিত্রে কে অভিনয় করবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেবেন তিনি। এরই মধ্যে তিনি নায়ক-নায়িকা'র সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছেন বলেও জানান অরুণা। চলতি মাসের শেষেই অরুনা বিশ্বাস শিল্পী নির্বাচন চূড়ান্ত করে ঘোষণা দেবেন। অরুণা বিশ্বাস বলেন, 'যেহেতু অসম্ভব আমার অনেক স্বপ্নের একটি সিনেমা। তাই আমি শিল্পী নির্বাচনের ক্ষেত্রে একটু বুঝে শুনেই নির্বাচন করতে চাচ্ছি। সে ক্ষেত্রে অবশ্যই আমার ভাই মিঠুর সঙ্গে পরামর্শ করছি। আমার মা জ্যোৎস্না বিশ্বাসও নানান ধরনের পরামর্শ দিচ্ছেন। তাছাড়া চলচ্চিত্রে আমার দীর্ঘদিনের পথচলার একটা অভিজ্ঞতাতো রয়েছেই। সবমিলিয়ে আমি দর্শকের কথা মাথায় রেখেই গল্পে এবং চরিত্রের সঙ্গে মানানসই হয় এমন শিল্পীই নির্বাচনের চেষ্টা করছি। বাকিটা আসলে আমার ভাগ্য। সিনেমাতে আমি নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব। সবমিলিয়ে আশা করছি, শিল্পী নির্বাচনে চমক না দিতে পারলেও শিল্পী নির্বাচন যেন যথাযথ হয় সে ভাবনাটাই আমার মাথায় রাখছি। আশা করছি, সবার সহযোগিতায় আমি আমার স্বপ্নের সিনেমাটি নির্মাণ করতে পারব।'

এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে 'রেহানা মরিয়ম নূর'

ম তারার মেলা রিপোর্ট

এবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে আবদুলস্নাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর'। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে 'নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড' বিভাগে অংশ নিচ্ছে 'রেহানা মরিয়ম নূর'। প্রতিযোগিতা ছাড়াও আগামী ৬ ও ১৩ নভেম্বর দুটি প্রদর্শনীতে অংশ নেবে সিনেমাটি। ১৯ দেশের অংশগ্রহণে এ উৎসব শেষ হবে আগামী ১৪ নভেম্বর। 'রেহানা মরিয়ম নূর' ডাক পেয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও। চলচ্চিত্রটি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ডিবেট সেকশনের জন্য নির্বাচিত হয়েছে। ইংল্যান্ডে গতকাল বুধবার থেকে শুরু হওয়া এ আয়োজনটি শেষ হবে ১৭ অক্টোবর। এর আগে গত জুলাই মাসে 'রেহানা মরিয়ম নূর' কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। উৎসবের 'আঁ সার্তে রিগা' বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে মনোনয়ন পায় সিনেমাটি। এরপর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও সিনেমাটি আমন্ত্রণ পায়।

এদিকে সম্প্রতি 'রেহানা মরিয়ম নূর' বিনা আপত্তিতে বাণিজ্যিক প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। চলছে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির থিয়েটার ও ওটিটি-স্বত্ব বিক্রি করা হয়েছে। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি,

অভ্রদিত চৌধুরী।

'মিস ওয়ার্ল্ড আমেরিকা' শ্রী সাইনি

তারার মেলা ডেস্ক

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে প্রথমবারের মতো 'মিস ওয়ার্ল্ড আমেরিকা' খেতাব জিতলেন শ্রী সাইনি। লস এঞ্জেলসে ডায়ানা হেডেন সাইনির মাথায় এই শিরোপা পরিয়ে দেন। শ্রী সাইনির কাছে এ শিরোপা যেন স্বপ্নের মতোই। কারণ এতদূর আসার পথটা মোটেও মসৃণ ছিল না তার। ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় পড়লে মাত্র ১২ বছর বয়সেই তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। সে দুর্ঘটনায় তার সমস্ত মুখটাই পুড়ে গিয়েছিল। তবে থেমে থাকেননি শ্রী সাইনি। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। অপরিসীম অধ্যবসায়, জেদ আর সংকল্পের কারণেই শূন্য থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। হয়েছেন এ বছরের 'মিস ওয়ার্ল্ড আমেরিকা'। এমন খেতাবে উচ্ছ্বসিত সাইনি জানান, তিনি দারুণ খুশি। আবার ভয়ও পাচ্ছেন। সবকিছুই সম্ভব হয়েছে মা-বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য। তিনি জানান, এই খেতাব পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছেন। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে দীর্ঘ পোস্টও করেছেন সাইনি। সেখানে লিখেছেন, তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই খেতাব পেলেন। সাফল্যের জন্য মা-বাবার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানান সাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে