বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সময় এখন ফারিণের

টিভি নাটকের এ সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া হাসি আর মায়াবি চাহনি, সেই সঙ্গে অভিনয়ের কারিশমা যে কোনো দর্শককে আকর্ষণ করে। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। নাটকে ফারিণ মানেই দর্শকদের আলাদা আগ্রহ। দিনকে দিন টেলিভিশন পর্দায় তার চাহিদা বাড়ছে। সমসাময়িক অন্য অভিনেত্রীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে নতুন নাটকের বেলায় নির্মাতারা এখন তাকে নিয়েই প্রথমে ভাবেন। চাহিদার শীর্ষে থাকা আলোকিত এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন
মাসুদুর রহমান
  ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

অসাধারণ অভিনয়ের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তাসনিয়া ফারিণ। দর্শকের পাশাপাশি নির্মাতাদের কাছে আস্থা অর্জন করেছেন তিনি। মেধাবী নির্মাতাদের পছন্দের শীর্ষে তার নাম থাকায় অনেক নির্মাতা ফারিণের শিডিউল পান না। মাসের ৩০ দিনই যে ফারিণ শুটিংয়ে ব্যস্ত থাকেন, তা কিন্তু নয়। অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও গল্প ও চরিত্রের প্রতি ভীষণ মনোযোগী এই অভিনেত্রী। সংখ্যার চেয়ে গুণগতমানকেই বেশি গুরুত্ব দেন। তাই কাজও করেন বেছে বেছে। তাড়াহুড়ো না করে ধীর লয়ে এগিয়ে যেতেই পছন্দ তার। ফারিণ অভিনীত নাটকগুলোর গল্প যেমন দর্শককে টেনেছে তেমনই তার চরিত্রেও মুগ্ধতা রয়েছে। গত কোরবানির ঈদে ২১টি নাটকে অভিনয় করে প্রসংশিত হন তিনি। প্রতিটি নাটকেই ছিল তার চরিত্রের অমিল। বিরতির পর শুটিংয়ে ফিরে সেই ভিন্নতাই খোঁজে ফিরেন ফারিণ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কিছু নাটকে অভিনয় শেষ করেছেন তিনি। কয়েক দিন আগে অভিনয় করলেন অভিনেতা জোভানের লেখা একটি নতুন নাটকে। নাম 'আমার বার্থ ডে'। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। রোমান্টিক কমেডি ঘরানার এ নাটক নিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, 'গল্পটা খুবই সুন্দর। চরিত্রগুলোও বেশ। কাজ করে আনন্দ পেয়েছি।'

এখনকার নাটকের গল্প নিয়ে অভিযোগ অনেক। মানহীন গল্পের কারণে দর্শক টিভি নাটক থেকে বিমুখ হচ্ছে বলে অনেকের মন্তব্য। মানহীন গল্পের কারণে অনেক প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী অভিনয়ে থেকে দূরে। মানহীন গল্পের নাটকে অনেক নতুনরা গা ভাসালেও তারিন চলেন অন্য গতিতে। নাটকে গল্পের গুরুত্ব নিয়ে ফারিণ বলেন, 'আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিই। গল্প শক্তিশালী না হলে চরিত্র যতই ভালো হোক- লাভ নেই। গল্প ভালো না হলে চরিত্রের গুরুত্ব বাড়ে না। গল্পই হচ্ছে একটি নাটক- সিনেমার প্রধান উপকরণ। গল্পের কারণেই দর্শক নাটক-সিনেমা দেখেন।' অভিনয় শিল্পীদের নানান গল্পের নাটক-সিনেমায় অভিনয় করতে হয়। নিজেকে মেলে ধরতে হয় একেক সময়ে একেক চরিত্রে। তবে সব অভিনেতা-অভিনেত্রীই চরিত্রে বৈচিত্র্য আনতে পারেন না। কোনো কোনো শিল্পীকে একই চরিত্রে দেখা যায় বারবার। ফারিণ নিজেকে বৈচিত্র্যময় চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। চরিত্রের বৈচিত্র্যতা নিয়ে ফারিণ বলেন, 'আমি ভালো অভিনেত্রী, সেটা বলছি না। তবে প্রতিনিয়ত নিজেকে তৈরি করার চেষ্টা করছি। চেষ্টা করেছি গতকালের চেয়ে আজকের কাজটি যেন ভালো হয়। চরিত্রটি যেন সুন্দরভাবে উপস্থাপন হয়। তাই রোমান্টিক, কমেডি ও সিরিয়াস সব ধরনের গল্পে কাজ করে থাকি। ঘুরে ফিরে একই ধরনের চরিত্রে বারবার নিজেকে আনতে চাই না।'

ফারিণকে দর্শকের কাছে প্রথম বেশি সমাদৃত করে নির্মাতা অমির 'এক্স বয়ফ্রেন্ড' নাটকটি। তবে তার অভিনয় দক্ষতা সম্পর্কে দর্শক অবগত হন শহীদ উন নবীর 'আগুনের দিন শেষ হবে একদিন' ও মিজানুর রহমান আরিয়ানের 'জানবে না কোনো দিন' নাটকে। ২০২০ সালের রোজার ঈদটা ছিল মূলত ফারিণের আলোচনায় আসার শ্রেষ্ঠ সময়। রোজার ঈদে ফারিণ অভিনীত ১৬টি নাটক প্রচার হয়। একেকটি নাটকে একেক রকম চরিত্রে ফারিণ যেন অভিনয়ে নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত ছিলেন। সেই রোজার ঈদটিতে তিনিই ছিলেন সারা দেশজুড়ে অভিনয়ের দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরে গত ঈদে শিহাব শাহীনের 'কমলা রঙের রোদ', 'হিমির ২১ বছর পর', অমির আপন এবং বান্নাহর 'মায়ের ডাক'-এ নিজেকে একজন অভিনেত্রী হিসেবে ভিন্নমাত্রায় নিয়ে যান ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে। তবে ফারিণের ভাষ্যমতে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ওয়েব সিরিজ 'লেডিস অ্যান্ড জেন্টেলম্যান'-এ অভিনয় করে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন। এরই মধ্যে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম 'নেটওয়ার্কের বাইরে'তেও অভিনয় করেছেন তিনি। নাটক, ওয়েব সিরিজ-ওয়েব ফিল্মের বাইরে বিজ্ঞাপনেও দু্যতি ছড়িয়েছেন ফারিণ। তার অভিনীত বিজ্ঞাপনগুলো প্রশংসিত হয়েছে। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ফারিণ। এই বিজ্ঞাপেন মাধ্যমে দুই বছর পর নির্মাতা আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করলেন এই অভিনেত্রী। এটি স্কয়ার লিমিটেডের একটি পণ্যের বিজ্ঞাপন। ফারিণ ছাড়াও এখানে দেখা যাবে অভিনেতা মনোজ প্রামাণিককে। চলতি মাসেই এটি প্রচারে আসবে বলে জানান পরিচালক। নতুন বিজ্ঞাপনটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, 'আদনান ভাইয়ার সঙ্গে সর্বশেষ কাজ করেছিলাম দুই বছর আগে, ইস্পাহানি মির্জাপুর চায়ের একটি বিজ্ঞাপনে। এরপর আর আমাদের কাজ হয়নি। অনেক দিন পর তার সঙ্গে কাজ করলাম, ভালোই লেগেছে। আর ভাইয়া তো অলওয়েজই কুল পার্সন, কাজ করেও বেশ আরাম।' নাটকে পরিচিতি পেতে না পেতেই ছোটপর্দার অনেকে স্বপ্ন দেখেন বড় পর্দার। ফারিণের ভক্তরাও বলছেন, কবে চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। তবে চলচ্চিত্র নিয়ে ততটা মাথা ঘামান না এই অভিনেত্রী। সাধারণত আমরা যে ধরনের চলচ্চিত্রের কথা বলে থাকি সেই ধরনের চলচ্চিত্রে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু সে সব চলচ্চিত্রে যে ধরনের চরিত্রে কাজ করার প্রস্তাব আসছে তাতে নিজেকে নিয়ে ভাবেননি। সিনেপদার্য় নিজেকে যোগ্য অভিনেত্রী হিসেবেই প্রমাণ করবেন। এ নিয়ে ফারিণ বলেন, 'ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করব। তবে গড়পড়তা কাজ করতে চাই না। গল্প, চরিত্র ও অন্যান্য মিলে ভালো মানের কাজ পেলে চলচ্চিত্রে কাজ করব। মানানসই চলচ্চিত্র না পেলে নাটক নিয়েই থাকব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে