শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

ফের বিটিভির নাটকে আবুল হায়াত

ম তারার মেলা রিপোর্ট

ফের নিজের প্রিয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের নাটকের শুটিংয়ে অংশ নিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার টানা দু'দিন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় একটি খন্ড নাটকের কাজ করলেন তিনি। সোহরাব হোসেনের মূল ভাবনায় ফজলুল করিমের রচনায় নাটকটির নাম 'অনাকাঙ্ক্ষিত'। এতে নায়িকার দাদা রায়হান চরিত্রে দেখা যাবে এ আবুল হায়াতকে। করোনা থেকে সুস্থ হওয়ার পর আবুল হায়াত বেশ সচেতনভাবেই নাটকের কাজ করছেন বলে জানান। তিনি বলেন, 'আমি যেসব নাটকে কাজ করছি স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করি। তাছাড়া বিটিভি সরকারি একটি প্রতিষ্ঠান। যথেষ্ট সতর্কতার সঙ্গেই সেখানে সব নিয়ম কানুন মেনে শুটিং হয়। অনাকাঙ্ক্ষিত নাটকটির গল্প পারিবারিক গল্প। আমার কাছে গল্পটা ভালো লেগেছে। ঠিকঠাক মতো নাটকটি নির্মিত হলে দর্শকেরও ভালো লাগতে পারে বলে আমি আশা রাখছি।' এদিকে এরই মধ্যে আবুল হায়াত মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চালডাল ডটকমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিনি জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। আগামী কযেক দিনের মধ্যে তিনি প্রয়াত গুণী পরিচালক ফজলুল হকের পরিচালনায় নির্মিত হওয়া একটি ধারাবাহিক নাটকের কাজ আবারো শুরু করতে যাচ্ছেন আবুল হায়াত। অন্য একজন পরিচালক নাটকটি এখন নির্মাণ করবেন বলে জানান আবুল হায়াত।

বাঁধনের মুখে তৃপ্তির হাসি

ম তারার মেলা রিপোর্ট

লাক্সতারকা আজমেরী হক বাঁধনের মুখে আবারও তৃপ্তির হাসি। এবার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। 'রেহানা মরিয়ম নূর' ছবির নাম ভূমিকায় দারুণ অভিনয় করায় পুরস্কারের এই দৌড়ে রাখা হয়েছে তাকে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা'র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে। কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুলস্নাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর'। কানসৈকতে প্রশংসিত হন বাঁধন। এবার অ্যাপসা'র মতো বড় আসরে সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, 'অবশ্যই এটা আমার জন্য চমক ও আনন্দের ব্যাপার। এরকম একটা মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়াটাই বড় বিষয়। আমি মনে করি, মনোনয়নটা আব্দুলস্নাহ মোহাম্মদ সাদই পেয়েছে। তিনিই আমাকে রেহানা হিসেবে দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ধন্যবাদ দিচ্ছি, এই দীর্ঘ ধৈর্যের পথে

হাঁটতে পেরেছি বলে।'

শ্রেষ্ঠ ডটকমের চাকরি ছাড়লেন নিরব

ম তারার মেলা রিপোর্ট

গত আগস্ট থেকে ই-কমার্স পস্ন্যাটফর্ম শ্রেষ্ঠ ডটকমের জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন চিত্রনায়ক নিরব। দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর সম্প্রতি তা ছেড়ে দিয়েছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে চাকরি কন্টিনিউ করা তার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নিরব। এখন থেকে শুধু অভিনয়েই মনোযোগ দেবেন তিনি। নিরব বলেন, 'সম্প্রতি আমি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাগুলো শুটিং টানা চলবে। পাশাপাশি মুক্তির প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচার-প্রমোশনেও সময় দিতে হবে। তাছাড়া সিনেমা ও চাকরি দুটি কাজ একসঙ্গে করাটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। তাই চাকরি কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই নিজ

থেকে ছেড়ে দিয়েছি।'

এদিকে সাম্প্রতিক সময়ে প্রতারণার অভিযোগে দেশের একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মালিক গ্রেপ্তার হয়েছেন। নজরদারিতে রয়েছেন আরও অনেক ই-কমার্স প্রতিষ্ঠান ও তার মালিকরা। ফলে সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হয়েছে এই খাতকে নিয়ে। এ প্রসঙ্গে নিরব বলেন, 'জন সাধারণের জন্যই তো আমরা তারকা। চাকরিটা কন্টিনিউ করার ইচ্ছে ছিল। শুটিংয়ের ব্যস্ততা বাড়ার পাশাপাশি ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলে। তাই এ খানের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা আর রাখতে চাই না। আমি অভিনয়ের মানুষ। অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে