একাত্তরে জিনাত আমান

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২১, ০০:০০

ম তারার মেলা ডেস্ক
ভারতের একসময়ের পেশাদার সুপারমডেল ও জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমানের আজ জন্মদিন। সত্তর পেরিয়ে আজ একাত্তরে পা রাখলেন বরেণ্য এ তারকা। ১৯৭০ ও ৮০-এর দশকে বলিউডের হিন্দি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করা জিনাত আমান ১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানারসআপ হয়েছিলেন। একই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় করেন। এর ফলে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে এ শিরোপা জয় করেন। বলিউডে পারভীন ববির সঙ্গে পশ্চিমা ঢংয়ে নিজস্ব ভাবমূর্তি গড়ে তোলেন ও সমগ্র কর্মজীবনে যৌনতার প্রতীকে পরিণত হন জিনাত আমান। ১৯৫১ সালে মুসলিম বাবা আমানুলস্নাহ খান ও হিন্দু মাতা সিন্ধার গর্ভে জিনাত আমানের জন্ম হয়। মুগল-ই-আজম, পাকিজা'র ন্যায় চলচ্চিত্রে তার বাবা পান্ডুলিপি লেখক ছিলেন। ১৩ বছর বয়সে জিনাতের বাবা মারা যান। ফলে তার মা পুনরায় জার্মান নাগরিক হেইঞ্জের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে তার মা হেইঞ্জের চলচ্চিত্র বিষয়ক সাময়িকীতে মিসেস হেইঞ্জ নামে পরিচিতি পান। জিনাতের মা জার্মান নাগরিকত্ব পেলেও দাম্পত্যজীবনে অসুখী ছিলেন। একসময় জিনাত আমানও ভারত ছেড়ে জার্মানিতে চলে যান।