আত্মবিশ্বাসী পূজা চেরী

নাটক ও বিজ্ঞাপন দিয়ে খুব একটা পরিচিতি না পেলেও চলচ্চিত্রে আসার পর সহজেই পরিচিত হয়ে ওঠেন তরুণ মুখ পূজা চেরী। তবে চলচ্চিত্রের শুরুটা তত ভালো হয়নি তার। ‘পোড়ামন-টু’র সফলতার মাধ্যমেই আলোচনায় আসেন তিনি। আগামী ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে তার আরেক ছবি ‘দহন’।

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

আকাশ নিবির
পূজা চেরী
নাটক কিংবা বিজ্ঞাপন নয়, পূজা চেরীর শুরুটা কিন্তু সিনেমা দিয়েই। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের সঙ্গে জড়িত তিনি। শিশুশিল্পী হিসেবে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে সুনামও কুড়িয়েছিলেন। তবে কিছুদিন আগে রিন পাওয়ার হোয়াইটের বিজ্ঞাপনের কল্যাণে সবার কাছেই অতি পরিচিত মুখ হয়ে উঠেন পূজা। তবে আপাতত চলচিচত্র নিয়েই তার সব চিন্তাভাবনা। মাথার মধ্য দহন ছাড়া নতুন কোনো কিছুই কাজ করছেন না বলে জানালেন তিনি। পূজা বলেন, ‘এই ছবির ওপর আমার অনেক কিছু নিভর্র করছে। দহন আমার ক্যারিয়ারের জন্য বড় একটা পরীক্ষা। এই পরীক্ষায় পাস করার পরই সুগম হবে আমার আগামীর পথ চলা।’ ‘দহন’ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কণ্ঠে পূজা বলেন, ‘আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আছে। আমার জানামতে পোড়ামন-টু ছবিটি এখনো ২০টি প্রেক্ষাগৃহে চলছে। সেই আনন্দ এখন পযর্ন্ত শেষ হতে না হতেই আবার আগাম খুশির বাতার্। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছি। কিন্তু ভয় হচ্ছে, পড়াশোনার চাপে ছবিটির প্রচার প্রচারণায় কতটা অংশগ্রহণ করতে পারবÑ তা নিয়ে। কারণ সামনেই আমার ফাইনাল পরীক্ষা। একদিকে পরীক্ষা অন্যদিকে ছবি। এদিকে আবার পরীক্ষায় ভালো ফলাফল না হলে আজিজ ভাইয়ের কাছ থেকে গাড়ি উপহার পাব না।’ পূজা চেরী জানালেন, মিরপুর ক্যান্টনমেন্ট গালর্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দেবেন তিনি। সবার আগে পড়াশোনা। লেখা-পড়ার ক্ষতি হোক এমনটা তিনিও চান না। তারপরেও যতটুকু সময় কিংবা সুযোগ থাকে ততটুকুই প্রচারণা ব্যস্ত থাকার আশ্বাস দিলেন তিনি। চলচ্চিত্রের নায়িকা হবে, এমন চিন্তা কখনই ছিল পূজার। গত বছর গত ১৬ মাচর্ পোড়ামন-টু ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠানে জানানো হয় এতে সাইমন-মাহির বদলে থাকছেন একজোড়া ভিন্নমুখ। আর এর মাধ্যমে অনাকাক্সিক্ষতভাবেই শিশুশিল্পী থেকে নায়িকা অধ্যায়ে পা ফেলেছেন পূজা! এমন বিস্ময়কর এবং চমকপ্রদ খবরটি প্রকাশ পায় জাজ মাল্টিমিডিয়ার কণর্ধার আব্দুল আজিজের জন্মদিন পাটিের্ত। তবে এই ছবির আগেই তাকে নিয়ে ‘পোড়ামন-২’ এর কাজ শুরু না হতেই আসে নতুন খবর। কলকাতার আদ্রিতের বিপরীতে ‘নূরজাহান’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। কলকাতার রাজ চক্রবতীর্ প্রডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনা করেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যদিও ‘পোড়ামন-ট’ুর আগে আলোচিত মারাঠি ছবি ‘সাইরাত’ এর রিমেক ‘নূরজাহান’। ছবিটি তেমন কোনো সাড়া না পেলেও পরবতীর্ বাংলাদেশের মুক্তি পাওয়া ছবি ‘পোড়ামন-২’ তে সিয়ামের বিপরীতে হিটের তকমা তিনি দেখিয়ে দেন। ছোট্ট পূজা চিত্রনায়িকা হিসেবে কতটা সফল? উত্তরে পূজা বলেন, ‘আসলে সফলতার সব তো ভাগ্যের ওপর। আমার প্রথম ছবি দশর্ক পছন্দ করেছে এটার আমার কাছে পরম পাওয়ার। আর কলকাতার ‘নূরজাহান’ ছবিটি মূলত ছিল রোমান্টিক ছবি। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবতর্ন নিয়ে আসতে পারে সেটাই দেখা যায় ওই ছবিতে। তবে এটা সত্যি প্রথম ছবি হিসেবে আমার জীবনে ‘পোড়ামন-টু’ স্বণর্ অক্ষরে লেখা থাকবে। পূজা বলেন, ‘এতো অল্প সময়ে দশের্কর হৃদয়ে জায়গা করে নিতে পেরেছি এর চেয়ে আর কি প্রাপ্তি থাকতে পারে। তবে অভিনয়ের শুরু থেকে এ পযর্ন্ত আসতে পেরেছি কেবল মায়ের অনুপ্রেরণায়। নাচ, স্কুল, কোচিংÑ সবকিছুই মা আমাকে হাতে শিখিয়েছেন। মার আশিবাের্দ আরও অনেক দূর যেতে চাই। আমার ইচ্ছা আছে, বড় হয়ে অন্ধ প্রতিবন্ধীদের জন্য ভালো কিছু করতে চাই। কারণ আমি একটি অন্ধ চরিত্রে অভিনয় করেছিলাম, সেখানে চোখ বন্ধ করে আগে আমাকে হঁাটতে হয়েছিল। এরপর বুঝেছি আমি অন্ধ হওয়ার কি কষ্ট। তাই ভবিষ্যতে অন্ধ প্রতিবন্ধীদের জন্য আমি কিছু করতে চাই। সমাজের জন্য কিছু করতে চাই।’