বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বছরটি হতে পারে পুজার

ম মাসুদুর রহমান
  ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
পুজা চেরী

দেশীয় চলচ্চিত্রের উঠতি তারকা পুজা চেরী। ২০১৮ সালে যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'নূর জাহান' দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেই সিনেমাপ্রেমী দর্শকের নজরে আসেন। পাশাপাশি অনেকে আবার অবাকও হন, শিশু শিল্পী থেকে এত তাড়াতাড়ি চিত্রনায়িকা বনে গেলেন পুজা! হঁ্যা, ষোড়শী হওয়ার আগেই সিনেমায় নামেন এ অভিনেত্রী; যখন তিনি এসএসসি পরীক্ষাও দেননি। প্রথম সিনেমার পর 'পোড়ামন-২', 'দহন' ও 'প্রেম আমার-২'র মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় আসার পাশাপাশি চলচ্চিত্রের নিজস্ব কিছু দর্শক তৈরি করেন পুজা চেরী। অনেকে বলছেন, চলতি বছরটি হতে পারে পুজারই। কারণ এ বছর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। যার সবগুলোই মুক্তির আগেই আলোচনায় এসেছে। করোনার কারণে এসব সিনেমা গত বছর মুক্তি পায়নি। এ কারণে সিনেমা মুক্তি না পেলেও গত বছর জুড়েই বিভিন্ন প্রচারণা, পোস্টার, ট্রেইলার, গানসহ নানা কারণে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পুজা অভিনীত সিনেমাগুলো। এবার বছরের শুরুতেই কয়েকটি সিনেমা মুক্তির কথা রয়েছে তার। এমনকি বছরের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহেই (আগামীকাল শুক্রবার) মুক্তি পাচ্ছে পুজা চেরী-সিয়াম জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা 'শান'। বিষয়টি নিয়ে এ নায়িকা একদিকে যেমন ফুরফুরে মেজাজে রয়েছেন, অন্যদিকে কিছুটা সংশয়েও রয়েছেন। কারণ গত বছরের প্রথম সিনেমাটিই পড়েছিল ফ্লপের তালিকায়। এ জন্য এ বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কেমন হবে, কি হবে, আর শীত ও করোনার মধ্যে দর্শকরাই বা কতটা সিনেমা হলমুখী হবেন- এসব বিষয় নিয়ে বেশ চিন্তায় রয়েছেন বলে জানান পুজা চেরী। যদিও নিজের সিনেমার প্রতি অনেকটা আত্মবিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। পুজা বলেন, 'একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনী সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। 'শান'-এর মতো পুলিশ অ্যাকশন সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, 'শান' মুক্তির মাধ্যমে ২০২২ সালের চলচ্চিত্রের শুভ সূচনা হবে।'

করোনার কারণে গত বছরটি অনেকের জন্য ভালো না গেলেও মন্দ কাটেনি এই অভিনেত্রীর। প্রতিকূল পরিবেশেও চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। জুটি বেঁধেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। গত বছরের চেয়ে চলতি বছরটি যেন তার জন্য আরও অনুকূলে। তাই প্রত্যাশাও অনেক। পুজা বলেন, 'নতুন বছরটা সবার জন্য ভালো কাটুক, এটাই আমার প্রত্যাশা। তবে গত দুই বছরের চেয়ে ২০২২ সালটা আমার জন্য ভালো যাবে বলে মনে হচ্ছে। আমি অত্যন্ত উচ্ছ্বসিত বছরের প্রথম সপ্তাহেই আমার অভিনীত 'শান' চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। শাকিব খানের বিপরীতে অভিনীত 'গলুই' চলচ্চিত্রটিও চলতি বছরে খুব সম্ভব ঈদে মুক্তি পাবে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে 'জ্বিন', 'হৃদিতা', 'সাইকো'। এর বাইরে আরো কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্রের শুটিং শুরুর কথা রয়েছে। সব মিলিয়ে ২০২২ সালটা আমার জন্য অনেক জমজমাট ও উপভোগ্য হবে। সৃষ্টিকর্তার কাছে চাইব প্রত্যাশার আলোকে বছরটি যেন পার হয়।'

২০১৮ সালে 'পোড়ামন-২' দিয়ে প্রথমবার পর্দায় আসেন সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটি। এরপর 'দহন' দিয়ে নিজেদের আরও প্রতিষ্ঠা করেন তারা। তিন বছর পর আবার তারা পর্দায় ফিরছেন 'শান' নিয়ে। সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটাচ্ছেন পুজা-সিয়াম জুটি। এম রাহিমের পরিচালনায় এ সিনেমায় পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে পুজাকে। ট্রেইলারে তারই আভাস মিলেছে। প্রশংসিত হয়েছেন পুজা।

এদিকে গেল বছরের শেষে পুজা শেষ করেছেন সরকারি অনুদানের 'গলুই' চলচ্চিত্রের কাজ। এতে তাকে দেখা যাবে বড়লোকের মেয়ে 'মালা'র চরিত্রে। এ চলচ্চিত্রটি নিয়েও অনেক আশা পুজার। কারণ, শাকিব খানের মতো বড় নায়কের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তিনি। এ নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে পুজা বলেন, 'প্রথমবার শাকিব খানের বিপরীতে নায়িকা হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের। তবে, শুধু শাকিব খান না, চলচ্চিত্রের গল্প, শুটিংয়ের আয়োজন, পোস্ট প্রোডাকশন সবকিছু মিলিয়েই এই চলচ্চিত্র নিয়ে আমার অন্য রকম প্রত্যাশা।' এস এ হক অলিক পরিচালিত এ চলচ্চিত্রটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায়। সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদে মুক্তি পাবে 'গলুই'। সম্প্রতি ঢালিউডে গুঞ্জন রটেছে আগামীতে পরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন শাকিব-পুজা। তবে বিষয়টি অস্বীকার করেন পুজা।

'গলুই' ছাড়াও সরকারি অনুদানের আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন পুজা। নাম 'হৃদিতা'। এটি ২০১৯-২০ অর্থবছরে অনুদান পায়। পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। লেখক আনিসুল হকের 'হৃদিতা' উপন্যাস থেকে এটি নির্মিত হয়েছে। ইতোমধ্যে এর শুটিং শেষ হয়েছে। এতে প্রথমবার পুজা ও এ বি এম সুমন জুটি হয়েছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্পের চলচ্চিত্র 'জ্বিন'। এতে পুজাকে দেখা যাবে ভয়ংকর চরিত্রে। এ চলচ্চিত্রে পুজা অভিনয় করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে। চলতি বছরে মুক্তির কথা আছে পুজার 'সাইকো' চলচ্চিত্রটি। অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রে পুজার নায়ক রোশান। এসবের বাইরে পুজার হাতে রয়েছে বিগ বাজেটের আলোচিত চলচ্চিত্র 'মাসুদ রানা'। বাকি আছে এর শুটিং। পুজা বলেন, 'মজার বিষয় হচ্ছে প্রতিটি চলচ্চিত্রে আমাকে দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। আসলে একেক সময় একেক চরিত্রে অভিনয় করতেই ভালো লাগে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে