বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীের্দর প্রতি মৌসুমীর আহŸান

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিয়দশির্নী মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি মুক্তির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিয়েছে সিনেমাটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এর প্রথম পদক্ষেপ হিসেবে ৪ ডিসেম্বর দুপুর ১টায় রাজধানীর বনানীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভাসিির্টর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপাটর্ম্যান্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রিয়দশির্নী মৌসুমী। ‘রাত্রির যাত্রী’র মুক্তি উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মৌসুমী। মঞ্চে উঠেই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মৌসুমী বলেন, ‘এমন অনেক সিনেমাই নিমির্ত হয় মুক্তির আগে প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকে না। কিন্তু ‘রাত্রির যাত্রী’ এমনই একটি সিনেমাÑ যার প্রচারণায় আমি নিজে উদ্বুদ্ধ হয়েই অংশগ্রহণ করছি। রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যার প্রচারণার জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসার কথা শুনেই আমি সম্মতি জানিয়েছি। কারণ শিক্ষাথীের্দর মধ্যে সিনেমাটি দেখায় আগ্রহ সৃষ্টি করার মধ্যে আমি ভালোলাগা খুঁজে পাব। রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যে সিনেমার প্রতিটি চরিত্রের মধ্যদিয়ে রাজধানীর বতর্মান চিত্র ফুটে উঠবে। তাই এই চিত্র সবার মধ্যে তুলে ধরতে আপনারা বেশি বেশি ফেসবুকের মাধ্যমে, অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেবেনÑ যেন রাত্রির যাত্রী দেখতে দশর্ক হলমুখী হন।’ উল্লেখ্য, শামসুল আলমের নিবার্হী প্রযোজনায় আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি। ‘রাত্রির যাত্রী’র অনলাইন নিউজ পাটর্নার ‘ইয়েসনিউজবিডিডটকম’।