বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৯ জুন ২০২২, ০০:০০

পদ্মা সেতু নিয়ে আঁখি আলমগীরের গান

ম তারার মেলা রিপোর্ট

যানবাহন চলাচলের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলক লাইটও জ্বলেছে। এবার উদ্বোধনের পালা। সেই অপেক্ষা শেষ হবে আগামী ২৫ জুন। সেদিনই উদ্বোধন হবে বহু প্রত্যাশার পদ্মা সেতুর। সরকারের ঐতিহাসিক এ প্রকল্পটির উদ্বোধনের আগে তা নিয়ে চলছে নানা আয়োজন। আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে পদ্মা সেতু নিয়ে গান। সেই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। 'পদ্মা সেতুর বিজয়গাথা, ইতিহাসে বিস্ময়। শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়'- শিরোনামের এ গানটির কথা সাজিয়েছেন মোকাম আলী খান এবং সুর ও সংগীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, 'পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। সেই সেতু নিয়ে তৈরি হয়েছে গান। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

তবে আঁখি আলমগীর একা নন, গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। আগামী ১১ জুন পদ্মা সেতু এলাকায় গানটির ভিডিওর দৃশ্যধারণ হবে। ভিডিওর নির্দেশনায় থাকছেন মাহবুবা ফেরদৌস।

নতুন পরিচয়ে প্রসূন

ম তারার মেলা রিপোর্ট

'লাক্স চ্যানেল আই সুপারস্টার' নির্বাচিত হওয়ার পর নাটকে অভিনয়ে বেশ সরব ছিলেন প্রসূন আজাদ। কিন্তু ব্যক্তিগত নানা কারণে মাঝখানে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন। দু'তিন বছর ধরে আবার নতুন করে শোবিজে প্রত্যাবর্তন করলেও খুব একটা সুবিধা করতে না পারায় গত বছরের ৩০ জুলাই বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী-মডেল প্রসূন আজাদ। বছর ঘুরতে না ঘুরতেই দিলেন সুসংবাদ। জানালেন, মা হতে চলেছেন তিনি। তবে খুব বেশি দিন হয়নি খবরটির। প্রাথমিক অবস্থায় আছেন তিনি। প্রসূন আজাদের বর ফারহান মালেক তার দীর্ঘদিনের বন্ধু। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও ফার্ম হাউসের মালিক। মা হওয়া প্রসঙ্গে অভিনেত্রী প্রসূন বলেন, 'আমাদের দুই পরিবারের জন্য এটা খুবই আনন্দের সংবাদ। আমরা অধীর অপেক্ষা করছি। তবে এখনো প্রাথমিক স্টেজে আছি। এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আপাতত বিশ্রামে আছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে