এবার ঈদে রাজনীতিবিদের চরিত্রে জাহিদ হাসান

প্রকাশ | ৩০ জুন ২০২২, ০০:০০

ম তারার মেলা রিপোট
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান ছাড়া যেন জমে-ই না ছোট পর্দার ঈদ আয়োজন। রোজার ঈদে তার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও আসছে কোরবানি ঈদে হরেক রকম চরিত্রে দেখা মিলবে তার। একক নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। এর মধ্যে 'অসহ্য মাখন' শিরোনামের ৭ পর্বের একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃতু্যঞ্জয় সরদার। এতে আরমান নামের এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। গল্পে নানা রকম অসহ্য কাজ কারবারের মধ্যে দিয়ে তাকে মায়ের অপমানের প্রতিশোধ নিতে দেখা যাবে। তার সঙ্গে আরও অভিনয় করেছেন মায়মুনা মম, আমিন আজাদ, নিলা ইসলামসহ অনেকে। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে নাগরিক টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। এছাড়াও ঈদে আরও বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের শুটিং করছেন এই অভিনেতা। যেগুলোর নাম এখনো বলতে চাইছেন না তিনি। জাহিদ হাসান বলেন, 'সব নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রতিটি চরিত্রই আমার কাছে বিশেষ মনে হয়েছে। কমেডির পাশাপাশি কয়েকটি সিরিয়াস নাটকও রয়েছে। আশা করি, সবগুলো নাটকই দর্শকের ভালো লাগবে।'