নতুন পরিচয়ে হোমায়রা হিমু

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
টিভি অভিনেত্রী হোমায়রা হিমু দীঘির্দন ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। এবার তার ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন একটি পরিচয়। এবারই প্রথম কোনো রিয়েলিটি শো’র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। আজ থেকে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরিতে শুরু হচ্ছে ‘মুক্তির উল্লাসে বাংলা গানের প্রতিযোগিতা’ ¯েøাগানকে সামনে নিয়ে দু’দিনব্যাপী ‘বিডি সিঙ্গার অব দ্য নেসন’। এই রিয়েলিটি শো’র মাধ্যমে সারাদেশ থেকে খুঁজে বের করা হবে প্রতিভাবান সংগীতশিল্পী। বিষয়টি নিশ্চিত করে হোমায়রা হিমু বলেন, ‘জীবনে প্রথমবার অনেক গুরুত্বপূণর্ একটি দায়িত্ব কঁাধে নিয়েছি। নতুন এই কাজটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি আমি। আয়োজক কমিটির কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এমন চ্যালেঞ্জিং একটি দায়িত্ব দিয়েছেন। আমি আমার কাজ যথাযথ গুরুত্বের সঙ্গে করার আশা রাখছি। আমার বিশ্বাস, এই রিয়েলিটি শো’র মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন ভালো প্রতিভাবান কিছু সংগীতশিল্পী খুঁজে পাব।’ আজ এবং আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পযর্ন্ত অডিশন চলবে। এরপর ধাপে ধাপে আগামী তিন মাস পর গ্র্যাÐ ফিনালে অনুষ্ঠিত হবে। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন পঁাচ লাখ টাকা। এ ছাড়াও আরও যারা বিজয়ী হবেন তাদের জন্যও থাকবে আরও নানান পুরস্কার। হোমায়রা হিমু জানান, এই রিয়েলিটি শো’র আয়োজক ত‚যর্-তানি সেইফ হাউস।