স্বমহিমায় মাহিয়া মাহী

অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করছেন 'অগ্নি'খ্যাত এই তারকা। স্বামী অপুর সংসারে থাকাকালীন তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর রাজীবের সংসারে এসেও চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তবে ব্যবসার ধরন বদলে ফেলেছেন এ নায়িকা। পোশাকের বদলে খাবারের ব্যবসা। গাজীপুর চৌরাস্তা এলাকায় 'ফারিশতা' নামে তার রেস্তোরাঁর কাজ চলছে জোরকদমে

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ০০:০০

ম মাসুদুর রহমান
অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতোই ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। বিশেষ করে তার অভিনীত নারীকেন্দ্রিক সিনেমাগুলো বরাবরই সাফল্যই এনে দিয়েছে। প্রযোজক ও পরিচালকরাও তাকে নিয়ে একের পর এক কাজ করে প্রত্যাশার প্রাপ্তির ঢেকুর তুলেছেন। অভিষেকের পর থেকে প্রায় প্রতি বছরই এই অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এক সময় সিনেমায় মাহীর প্রচন্ড ব্যস্ততা থাকলেও এখন ততটা নেই। কয়েক বছর ধরে দর্শকরা তাকে আর আগের মতো নিয়মিত পাচ্ছেন না। দেড় বছর ধরে তাকে বড় পর্দায় দেখা যায়নি। এর মধ্যে গত বছরই তৃতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেন মাহী। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে ঘর বাঁধার পর গুঞ্জন ছড়ায়, সিনেমা ছেড়ে দেবেন এ নায়িকা। দীর্ঘদিন প্রেক্ষাগৃহে তার নতুন কোনো সিনেমা না আসায় অনেকেই গুঞ্জনেই বিশ্বাসী হয়ে ওঠেন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বমহীমায় ফিরছেন এই নায়িকা। প্রেক্ষাগৃহ মাতাতে আসছে তার নতুন দুইটি সিনেমা 'আশীর্বাদ' ও 'যাও পাখি বলো তারে'। দুটি সিনেমাই পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। মুক্তিযুদ্ধভিত্তিক 'আশীর্বাদ' সিনেমায় মাহিয়া মাহীর সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এছাড়াও আছেন কাজী হায়াত, রেহানা জলি, শাহনূর, হারুন রশিদ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। এ উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। তারই অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক। 'আশীর্বাদ' নিয়ে মাহী বলেন, 'আগে কখনো মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমায় অভিনয় করিনি। তবে ইচ্ছা ছিল। মানিক স্যারের কারণে সেই ইচ্ছা পূরণ হলো। সিনেমাটি নিয়ে আমার অনেক আশা। দর্শক নতুন এক মাহীকে পর্দায় পাবেন। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আমার ফেরা হচ্ছে।' অন্যদিকে 'যাও পাখি বলো তারে' সিনেমায় মাহিয়া মাহীর বিপরীতে রয়েছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, 'আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে আমরা সিনেমার ?মুক্তি নিয়ে বারবার ভেবেছি। অবশেষে এটাই চূড়ান্ত হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেপ্টেম্বর থেকে সিনেমাটির টিজার, ট্রেলার গান প্রকাশ শুরু হবে।' 'যাও পাখি বলো তারে' সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন আসাদ জামান। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। এ সিনেমা নিয়ে মাহী জানান, গ্রামীণ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'যাও পাখি বলো তারে'। এতে প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসেবে। এ সিনেমাটি নিয়েও আমি অনেক আশাবাদী। মাহীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'নবাব এলএলবি'। ২০২০ সালের ১৬ ডিসেম্বর এটি মুক্তি পেয়েছিল অনলাইন পস্ন্যাটফর্ম 'আই থিয়েটার'-এ। অনন্য মামুনের পরিচালনায় এ সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান। পরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তার আগের বছর ফেব্রম্নয়ারিতে মাহীর 'অন্ধকার জগৎ' সিনেমাটি আলোর মুখ দেখে। মুক্তির আগে সিনেমা দুটি আলোচনায় আসলেও মুক্তির পর ততটা সাড়া ফেলেনি সিনেমাটি। এ নিয়ে মাহীর ভাষ্য, 'সবার সব সিনেমাই ব্যবসা সফল হয় না। দেশ-বিদেশের অনেক বড় বড় শিল্পীর সিনেমা কখনো কখনো ফ্লপ হয়। আমার বেলাতেও তাই হয়েছে। তবে সামনে ভালো কিছু প্রত্যাশা করছি। যে কটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করছি।' মানহীন কাজের চেয়ে ভালোমানের কম কাজ করাকে প্রাধান্য দিচ্ছেন মাহী। তাই নতুন কাজের অনেক প্রস্তাব পেলেও তাতে রাজি হচ্ছেন না তিনি। ভালো কাজের মাধ্যমে নিজেকে ধরে রাখতে চান। এরই ধারাবাহিকতায় মাহী কাজ করছেন- 'প্রেমের বাঁধন', 'গোলাপতলীর কাজল', 'আনন্দ অশ্রম্ন' ও 'মন দেব মন নেব' সিনেমা। চলচ্চিত্র ছাড়াও মাহী কাজ করেছেন ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন 'অক্সিজেন'-এ। ২০২০ সালে এটি মুক্তি পায়। 'অক্সিজেন' একটি বিয়োগান্তক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কোভিড-১৯ মহামারি এবং গভীরভাবে ত্রম্নটিযুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থার পটভূমিতে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন, রায়হান রাফি। এতে কেন্দ্রীয় চরিত্রে মাহীর অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। রায়হান রাফির পরিচালনায় 'দাগা' ওয়েব সিরিজে মাহী অভিনয় করেন ইয়াশ রোহানের বিপরীতে। অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করছেন 'অগ্নি'খ্যাত এই তারকা। স্বামী অপুর সংসারে থাকাকালীন তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর রাজীবের সংসারে এসেও চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তবে ব্যবসার ধরন বদলে ফেলেছেন এ নায়িকা। পোশাকের বদলে খাবারের ব্যবসা। গাজীপুর চৌরাস্তা এলাকায় 'ফারিশতা' নামে তার রেস্তোরাঁর কাজ চলছে জোরকদমে। কিছুদিন আগে গুঞ্জন ওঠে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।' এই নায়িকা আরও জানান, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি তিনি। অভিনয় কিংবা ব্যবসা- ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন মাহী। ৬ আগস্ট ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে সংগীতশিল্পী মিনার রহমানের 'ঝুম' গানের কয়েকটি লাইন যুক্ত করেছেন।