প্রকাশ্যে অপুর 'আজকের শর্টকাট'

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

ম তারার মেলা রিপোর্ট
শেষ পর্যন্ত জট খুলতে শুরু করেছে। অনিশ্চিত হয়ে পড়া চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রথম টলিউড সিনেমা 'আজকের শর্টকাট'-এর আলোর মুখ দেখতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে এলো এর প্রথম পোস্টার। এতে গিটার কাঁধে নিয়ে গ্রামের পথ ধরে হেঁটে যেতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতাকে। সুবীর মন্ডলের পরিচালনার এ সিনেমাটির গল্পও লিখেছেন দুই বাংলার এই আলোচিত গায়ক। সিনেমাটির শুটিং শেষ হয় কয়েক বছর আগেই। প্রাথমিকভাবে এর নাম ছিল 'শর্টকাট'। পোস্টারেও দেখা গেল সিনেমার নাম পরিবর্তন করে 'আজকের শর্টকাট' রাখা হয়েছে। প্রথমবারের মতো কলকাতার সিনেমার পোস্টার প্রকাশে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সিনেমাটির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশের জনসংখ্যার বড় একটা অংশ প্রায় প্রতিদিন ভারতে চিকিৎসা করাতে যায়। তাদের নিয়েই এই সিনেমার গল্প। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ। এর গানের দায়িত্বে ছিলেন কাহিনিকা নচিকেতা নিজেই। চলতি বছর সেপ্টেম্বরে 'আজকের শর্টকাট' মুক্তি পাওয়ার কথা রয়েছে।