ভারত ছাড়ছেন অক্ষয়!

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা ডেস্ক
বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। অভিনয়ে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তা একটুও কমেনি। সম্প্রতি অক্ষয় কুমারের ‘২.০’ ছবি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে। এস শংকর পরিচালিত বিশাল বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি ভারতে এ পযর্ন্ত আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি। তারপরও ভারতে থাকতে চান না অক্ষয়। জানা গেছে, সম্প্রতি কানাডার টরোন্টোর এক অনুষ্ঠানে নিজেকে কানাডার অধিবাসী বলে দাবি করেছেন অক্ষয় এবং জানিয়েছেন, অবসর গ্রহণের পর তিনি কানাডাতেই পাকাপাকিভাবে থেকে যেতে চান। তার মতে, টরোন্টোই তার ‘ঘর’। ঠিক কেন অক্ষয় এমন কথা বললেন, তা জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, বছর দু’য়েক আগে নাগরিকত্ব নিয়ে এক সমস্যায় পড়েন অক্ষয়। বিদেশে এক শুটিং চলাকালে সমস্যাটি ঘটে। লন্ডনের হিথরো বিমানবন্দরে তার পাসপোটর্ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিনি কানাডিয়ান পাসপোটর্ বহন করছেন। ওদিকে উইকিপিডিয়াতেও তাকে ‘কানাডিয়ান সিটিজেন’ হিসেবে বণর্না করা হয়েছে। পরে জানা যায়, অক্ষয় কুমারকে কানাডার এক বিশ্ববিদ্যালয় সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে। তিনি ভারত ও কানাডা দুই দেশেরই নাগরিক। কিন্তু ভারত এমন যৌথ নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।