চল্লিশ লাখ পেরিয়ে লুইপা সিয়ামের ‘জেন্টলম্যান’

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
গত পহেলা বৈশাখ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছিল এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা’র এই বছরের শ্রোতা সমাদৃত গান ‘জেন্টলম্যান’। এই গানের মিউজিক ভিডিওতে লুইপার বিপরীতে অভিনয় করেছিলেন এই সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। চলতি বছরের ১১ এপ্রিল লুইপার এই গানটি ম্যাক্স ব্যাগ এন্টারটেইনম্যান্টে’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের সময় থেকে আজ অবধি গানটি ইউটিউবে ৪৪ লাখেরও বেশি ভিউয়াসর্ উপভোগ করেছেন। প্রতিনিয়তই গানটির জন্য সংগীতশিল্পী হিসেবে লুইপা বেশ সাড়া পাচ্ছেন। আবার এতে অভিনয়ের জন্যও নায়ক সিয়াম প্রশংসিত হচ্ছেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেন’র সুর সংগীতে ‘জেন্টলম্যান’ শিরোনামের গানের কথা হচ্ছে ‘তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোসন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান’। লুইপা বলেন, ‘শুরু থেকেই গানটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। দিন দিন গানটির প্রতি শ্রোতা দশের্কর ভালোলাগা আরও বেশি সৃষ্টি হচ্ছে, গানটির জন্য প্রতিনিয়তই আমি বেশ সাড়া পাই। একজন সংগীতশিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় পাওয়া। আর অবশ্যই সিয়ামকে আবারও ধন্যবাদ দিতে চাই সেই ব্যস্ত সময়ে আমাকে এই গানের জন্য সহযোগিতা করার জন্য। তার সহযোগিতা ছাড়া এই কাজটা পূণর্তা পেত না। ধন্যবাদ সৌমিত্র ঘোষ ইমনকে সুন্দরভাবে মিউজিক ভিডিওটি নিমার্ণ করার জন্য।’ লুইপা আরও বলেন, ‘আমি সবসময়ই বিরহের গান গাইতে ভালোবাসি। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এই রোমান্টিক গানটি গেয়েছিলাম। দেশজুড়ে সিয়ামের অনেক ভক্ত আছে। বিশেষ করে মেয়ে ভক্তের সংখ্যাই অনেক বেশি। আমিও তাদের মধ্যে একজন। তাই আমার এই মিউজিক ভিডিওতে এই প্রিয় মানুষটিকে, প্রিয় শিল্পীকে রেখেছিলাম।’ সিয়াম আহমেদ বলেন, ‘এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের বতর্মান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মিউজিক ভিডিওতে একটু দুষ্টু মিষ্টি ব্যাপারও আছে। যে কারো গানটি শুনলে এবং মিউজিক ভিডিওটি দেখলে প্রথম দেখাতেই ভালো লাগবে। যে কারণে গানটি শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।’