জনসচেতনতায় রুনা খান

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
রুনা খান
নিজেকে একজন ভাসের্টাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন টিভি অভিনেত্রী রুনা খান। নাটকে এবং সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে শুধু দশের্কর কাছেই নয় সহকমীের্দর কাছেও রুনা খানের এক অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। নিমার্তারাও চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সবসময়। গুণী এই অভিনেত্রী এবার জনসচেতনতায় একটি তথ্যচিত্রে কাজ করেছেন। ফারুক আহমেদ টিটুর নিদের্শনায় জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন রুনা খান। এরই মধ্যে চলতি সপ্তাহে তথ্যচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের একটি লোকেশনে। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই তথ্যচিত্র নিমির্ত হয়েছে বলে জানান রুনা খান। বিদেশগামী যাত্রীরা যেন সঠিকভাবে বিদেশ যাবার সব পন্থা জেনে বিদেশ যান সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আর এই তথ্যচিত্রেই অভিনয় করেছেন তিনি। রুনা খান বলেন, ‘একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই কাজটি করেছি। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমি এই কাজটি পরম আনন্দ নিয়ে করেছি। আমার মাধ্যমে যদি দেশের মানুষের উপকার হয়, সেটিই হবে একজন নাগরিক হিসেবে আমার অজর্ন। ধন্যবাদ তাদের যারা আমাকে এই কাজটির সঙ্গে সম্পৃক্ত করেছেন, বিশেষ করে নিমার্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ গত বছরের একেবারে শেষপ্রান্তে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দুটি মুক্তি পায়। দুটি সিনেমায় রুনা খানের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। রুনা খান বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেরও কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকগুলো হচ্ছে অনিমেষ আইচের ‘জোছনাময়ী’, ‘গুড ব্যাড আগলি’, অঞ্জন আইচের ‘থ্রি মেড’, যুবরাজ খানের ‘ব’তে বন্ধু’, আল হাজেনের ‘সুখের ভেতর অসুখ’, জুয়েল শরীফের ‘আলিবের অষ্টখÐ’। এছাড়াও তিনি জুয়েল হাসানের দুটি খÐ নাটক ‘বৌ ভাগ’ ও ‘বাবার বাদশা’তে অভিনয় করেছেন। গেল বছর ‘হালদা’ ও ‘গহীন বালুচর’ ছাড়াও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমাটিও মুক্তি পায়।