আরেকটি পুরস্কার জিতল ‘মীনালাপ’

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
বাংলাদেশের প্রতিভাবান চলচ্চিত্র নিমার্তা সুবণার্ সেঁজুতি টুসির মীনালাপ আরেকটি পুরস্কার জিতল। এবার জিতেছে ১৭তম থাডর্ আই এশিয়ান ফিল্ম ফেস্টিভাল আয়োজনে। গত ১৩-২০ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এ উৎসবে মীনালাপ স্বল্পদৈঘ্যর্ ছবির প্রতিযোগিতায় জিতে নিয়েছে সেরা ছবির মযার্দা। উৎসবে বিভিন্ন দেশের মোট ২৪টি ছবির মধ্যে টুসির মীনালাপের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়াডর্’ অজর্ন বাংলাদেশকে নিয়ে গেছে আরও উচ্চতায়। মীনালাপ প্রথম পুরস্কার জিতেছে কাজাখস্তানে ১৪তম ইউরেশিয়া আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে। ওই আয়োজনে স্বল্পদৈঘ্যর্ বিভাগে গ্র্যান্ড প্রিক্স জিতেছিল মীনালাপ। এরপর তাজিকিস্তানের অষ্টম ডিডোর আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে ‘ক্রিটিক চয়েস অ্যাওয়াডর্’ পেয়েছিল মীনালাপ। শিলিগুঁড়ি আন্তজাির্তক শটর্ অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালেও সেরা ‘শটর্ ফিকশন অ্যাওয়াডর্’ জিতেছে। ‘মীনালাপ’ একটি সামাজিক সম্পকের্র গল্প। ২৮ মিনিটের এ চলচ্চিত্রটির গল্প আবতির্ত হয়েছে এক বাঙালি দম্পতিকে ঘিরে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে পুনে এসে তাদের যে সংকট, এটাই ছবির গল্প। মূলত বাংলায় উপস্থাপিত এই ছবির মূল দুই চরিত্র বাংলাদেশ সীমান্তঘেঁষা পশ্চিম বাংলার কোনো একটি এলাকা থেকে পুনেতে আসে। ওদের মুখে নদিয়ার ভাষা ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মারাঠি এবং হিন্দির অল্পবিস্তর ব্যবহার করা হয়েছে। ‘মীনালাপ’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন অচর্না গাঙ্গরেকর। শব্দগ্রহণে স্বরূপ ভাত্রা, শিল্প নিদের্শনায় হিমাংশী পাটওয়াল এবং সম্পাদনায় ছিলেন ক্ষমা পাডলকর। চলচ্চিত্রটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রযোজনায় নিমির্ত। ‘মীনালাপ’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিতাস দত্ত, প্রমিত দত্ত, বিবেক কুমার ও দেভাস দীক্ষিত।