অপেক্ষায় শালির্ন

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

তারার মেলা রিপোটর্
শালির্ন ফারজানা
গেল বছরটা ছিল ছোটপদার্র দশর্কপ্রিয় অভিনেত্রী শালির্ন ফারজানার জন্য এক অন্যরকম চ্যালেঞ্জের বছর। কারণ, গেল বছরই তিনি তার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাসে’র কাজ শেষ করেছেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন শালিের্নর প্রথম সিনেমা ২০১৮তেই মুক্তি পাবে। কিন্তু শেষতক তা আর হলো না। তাই শালির্ন ভক্তদের সামনে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এই বছরই শালির্ন অভিনীত প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে হাজির হচ্ছেন। ‘ঊনপঞ্চাশ বাতাসে’র মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন শালির্ন। শালির্ন বলেন, ‘প্রথম সিনেমা আমার, তাই কী যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নিজেকে বড় পদার্য় দেখার। দিন যাচ্ছে, কিন্তু অপেক্ষা আমার শেষ হচ্ছে না। তবে শিগগিরই এই অপেক্ষা শেষ হবে। অনেক যতœ নিয়ে উজ্জ্বল ভাই চলচ্চিত্রটি নিমার্ণ করছেন। আমি খুব আশাবাদী, আমার প্রথম চলচ্চিত্র নিয়ে।’ এদিকে আজ শালিের্নর জন্মদিন। না, কোনো পরিকল্পনা নেই তার জন্মদিন নিয়ে। কারণ মা’কে ছাড়া এবার তার দ্বিতীয় জন্মদিন বাবাকে সঙ্গে নিয়েই কাটাতে হবে। শালিের্নর মন খারাপ তাই। সবসময়ই তার জন্মদিনে মা ফরিদা খান দিনটিকে বিশেষভাবে উদ্যাপন করতেন। কিন্তু ২০১৬ সালে শালির্ন তার জীবনের শ্রেষ্ঠ মানুষ, তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন মা’কে হারিয়েছেন তিনি। তাই মা’কে ছাড়া এবারের জন্মদিন কেমন কাটবে জানেন না তিনি। শালির্ন বলেন, ‘মা নেই এখনো ভাবতে পারি না আমি। আমার প্রতিটি নিঃশ্বাসে এখনো মা’কে খুঁজে পাই। মাকে ছাড়া এবারের জন্মদিনও কেমন কাটবে আমি নিজেও জানি না। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মা’কে বেহেস্ত নসিব করেন।’ এদিকে এরই মধ্যে শালির্ন ফারজানা শুভ্র খানের নিদের্শনায় জিটিভির জন্য ছয় পবের্র বিশেষ ধারাবাহিক নাটক শুভমিতা’য় অভিনয় করেছেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেহেদী হাসান জনির নিদের্শনায় ‘গল্পটা তোমার জন্য নয়’ নাটকেও অভিনয় করেছেন শালির্ন। ছয়পবের্র ধারাবাহিকে তার সহশিল্পী হিসেবে আছেন গহীন বালুচর’খ্যাত অভিনেতা তানভীর এবং ‘গল্পটা তোমার জন্য নয়’তে তার বিপরীতে আছেন মনোজ। এ ছাড়াও তিনি শেষ করেছেন আদনানের নিদের্শনায় ফিকশন ‘অতল জলের গল্প’র কাজ। শালির্ন অভিনীত দশর্কপ্রিয় নাটকের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ‘ওয়াদা’, ‘টু লাভ ইউ মোর’, ‘দ্য মাইজার’, ‘বিন্দুতেই ফেরা’, ‘হঠাৎ তোমার জন্য’, ‘কাম ফ্রম ভুয়াপুর’, ‘লাইফ অ্যান্ড ফিওনা’, ‘পদ্মপাতা’, ‘ভালোবাসার ফানুষ’, ‘যে তুমি হরণ করো’, ‘তোমার আমার বিয়ে’, ‘টুকরো প্রেমের বঁাধন’, ‘মেঘ বৃষ্টি আলাপন’ ইত্যাদি।