এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পীদের একজন ফাতিমা তুয যাহরা ঐশী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা অডিও, পেস্ন-ব্যাকের পাশাপাশি স্টেজ শোতেও সমানতালে কাজ করে যাচ্ছেন। ঐশী এমবিবিএস পাস করে চিকিৎসক হয়েছিলেন বছরখানেক আগে। এতদিন ধরে তার ইন্টার্নশিপ চলছিল। সেটা শেষ করে এবার মেডিকেল অফিসার হিসেবে যোগ দিলেন এমএইচ শমরিতা হাসপাতালের সিসিইউতে। সামাজিকমাধ্যম ফেসবুকে সুখবরটি জানিয়েছেন ঐশী নিজেই। তিনি জানান, রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে যোগ দেন তিনি। ফেসবুক পোস্টে ঐশী লিখেছেন, 'আলহামদুলিলস্নাহ্?, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউ'র মেডিকেল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।'
ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ সময়ের যাত্রা সম্পন্ন করে সেখান থেকেই চিকিৎসক হয়ে বের হন গত বছরের ১৮ অক্টোবর। সেদিন তার পরীক্ষার ফলাফল দেয়। গায়িকা কৃতিত্বের সঙ্গে পাস করেন। সে খবরও শেয়ার করেছিলেন
সোশ্যাল মিডিয়ায়।