তোপের মুখে প্রীতি জিনতা

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০

তারার মেলা ডেস্ক
ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম স্বত্বাধিকারী বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনন্দন জানাতে গিয়ে তথ্যগত ভুল করেন প্রীতি। তথ্যগত ভুলের কারণে সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। শুভেচ্ছা জানাতে গিয়ে প্রীতি লেখেন, ‘এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ জেতায় বøু-বয়দের শুভেচ্ছা।’ আসলে বিপত্তিটি ঘটেছে ‘টেস্ট ম্যাচ’ বলায়। ম্যাচের বদলে ‘সিরিজ’ বসবে সেখানে। বলিউডের জনপ্রিয় এই নায়িকার কাছে সঠিক তথ্য না থাকার ফলে নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে টুইট ব্যবহারকারীদের কাছে। কেউ ভদ্রভাবে প্রীতির ভুল শুধরে দিলেন। আবার কেউ রীতিমতো আক্রমণ করে বসলেন। এক টুইট ব্যবহারকারী তো লিখে দিয়েছেন, ‘অল্প বিদ্যা ভয়ঙ্করী’। এই ঘটনার পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্টটি রিমুভ করে দিয়েছেন এই তারকা। ১৯৪৭-৪৮ থেকে অস্ট্রেলিয়া সফর করছে ভারতী ক্রিকেট দল। কিন্তু কখনও টেস্ট সিরিজ জেতা হয়নি। ৭১ বছরে ১১ বারের চেষ্টায় অজিদের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। প্রথম বারের মতো সাদা পোশাকের সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করায় শুভেচ্ছায় সিক্ত দলটি। ভক্তদের থেকে শুরু করে সাবেক-বতর্মান ক্রিকেটার থেকে বলিউডের তারকারা পযর্ন্ত সবাই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন।