বদলে যাওয়া নিরব

নিজের নামের মতো নয়, অনেকটা সরবেই সিনেমা জগতে একটু একটু করে শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু এই সেলেব্রিটি এখন ঢালিউডের পুরোদস্তুর ব্যস্ত অভিনেতা। দেশীয় সিনেমার পাশাপাশি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিতেও নাম লিখিয়েছেন তিনি। সিনেমা-শুটিংসহ শোবিজের নানা কাজ নিয়ে গেল বছরজুড়েই বেশ আলোচনায় ছিলেন নিরব। একগুচ্ছ সিনেমা মুক্তির সম্ভাবনাসহ চলতি বছরে আলোচনায় আরও এক ধাপ এগিয়ে থাকার পথ তৈরি হয়েছে এই নায়কের। মঙ্গলবার দুপুরে তারার মেলার মুখোমুখি হয়েছিলেন সময়ের আলোকিত এই তারকা। তাকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
বছরের শুরুটা ব্যতিক্রম কাজের মাধ্যমেই কাটছে নিরবের। তবে শুটিং দিয়ে নয়, লাইট-ক্যামেরার বাইরেও যে চাহিদা সম্পন্ন তারকাদের কিছু কাজ করতে হয় তেমনই একটি বিষয়। একটি ইভেন্টের কাজ নিয়ে আজ ঢাকা- তো কাল ঢাকার বাইরে ছুটতে হচ্ছে তাকে। চলতি মাসটা এভাবেই যাবে বলে জানান নিরব। এই অভিনেতা বলেন, 'ইভেন্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও যাচ্ছি। কোনো পারফর্ম না করলেও আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমরা পুরস্কার ও সম্মাননা তুলে দিচ্ছি। ইতোমধ্যে আমরা দুটি প্রোগ্রাম শেষ করেছি। আরও কয়েকটি প্রোগ্রাম আছে। ১৭ জানুয়ারি চট্টগ্রাম, ১৮ জানুয়ারি ঢাকা, ১৯-২০ জানুয়ারি ঢাকায় বড় একটি অনুষ্ঠান আছে। এভাবেই চলতি মাসের প্রায় শেষ পর্যন্ত ব্যস্ত থাকব।' এই ইভেন্টের কাজের ফাঁকে গত ৭ জানুয়ারি অসহায় শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন নিরব। ঢাকার এসওএস শিশু পলস্নীর অডিটোরিয়ামে আনন্দমেলা লস অ্যাঞ্জেলসের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন 'ছায়াতল বাংলাদেশের উদ্যোগে প্রায় দুই শতাধিক শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ সময় নিরবের সঙ্গে ছিলেন তার বন্ধু চিত্রনায়ক মামনুন হাসান ইমন। ২০২২ সালে 'অমানুষ' সিনেমা দিয়ে বেশ আলোচনায় ছিলেন নিরব। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় নিরবের সম্পৃক্ততা। যৌথ প্রযোজনার সিনেমায় এটিই তার প্রথম। সিনেমার নাম 'স্পর্শ'। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। বাংলাদেশ থেকে 'স্পর্শ' সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন এবং ভারতের অভিনন্দন দত্ত। গত বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা নানা কারণে তা সম্ভব হয়নি। নিরব বলেন, 'যৌথ প্রযোজনায় কিছু নিয়মের ব্যাপার থাকে। সব নিয়ম মেনেই কাজ শুরু করতে হয়। তারমধ্যে অন্যতম মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায়। গত বছরের যে সময়ে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল তা হয়নি। ইতোমধ্যে অনুমতি হয়েছে। এছাড়া শিল্পীদের শিডিউলেরও একটি বিষয় ছিল। এখন মোটামুটি সব ঠিক আছে। আশা করছি, ফেব্রম্নয়ারিতে শুটিং শুরু হবে। সিনেমাটির শুটিং হবে দুই দেশেই। বাংলাদেশে দৃশ্যায়নের মাধ্যমে মাঠে নামবে 'স্পর্শ'।' বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করা একজন শিল্পীর জন্য সৌভাগ্যের। তারমধ্যে এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার আলোচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সব মিলিয়ে এই কাজটি নিরবের ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে। নিরবের ভাষ্য, 'অনেক দিন পর দেশে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। এটাই আমার প্রথম যৌথ প্রযোজনার সিনেমা। আর এখানে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন বড় মাপের অভিনেত্রীর সঙ্গে কাজ করব- এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। সৌভাগ্যেরও বলা চলে। তার কাছ থেকে অনেক কিছু শেখা যাবে। সিনেমাটি থেকে নতুন নতুন অনেক অভিজ্ঞতা হবে। নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে। সব মিলিয়ে আশা করছি, খুব ভালো একটি সিনেমা হবে।' 'স্পর্শ' সিনেমায় মূলত দু'জন নায়িকা। একজন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরেকজন বাংলাদেশের আরিয়ানা জামান। সিনেমাটি মানুষের সম্পর্কের টানাপড়েনের গল্প। কমেডি, থ্রিলার গল্পেরও বলে জানান নিরব। যৌথ প্রযোজনার এই সিনেমার চরিত্রের জন্য অনেকটা নিজেকে গুছিয়ে এনেছেন নিরব। গেটাপে এনেছেন পরিবর্তন। নিরবকে এখন যে বড় চুলে দেখা যাচ্ছে সেটা মূলত 'স্পর্শ'র জন্যই। এর কাজ শেষ করেই নিরব শুটিং করবেন 'জয় বাংলা ধ্বনি'র। এতে নিরবকে দেখা যাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন এক চরিত্রে পাশাপাশি সাম্প্রতিক সময়ের একটি চরিত্রেও হাজির হবেন তিনি। খ ম খুরশীদ পরিচালিত এ সিনেমার কাহিনী লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি। পাশাপাশি কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর এ ছবিতে শান্তি কমিটির নেতার চরিত্রে অভিনয় করবেন। সরকারি অনুদানের এই সিনেমায় নিরবের নায়িকা ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভিন্ন ধারার সিনেমার কিছু অংশের শুটিং শেষ হয়েছে গত বছরেই। বাকি অংশের শুটিং হবে মাস দুয়েক পর। নিরব বলেন, 'সিনেমার গল্প অনুযায়ী ২০২২ সালের অংশ টুকুর শুটিং শেষ হয়েছে। ১৯৭১ সালের অংশের শুটিং বাকি আছে। এজন্য আমার বর্তমান যে গেটাপ রয়েছে সেটার পরিবর্তন আনতে হবে। 'স্পর্শ'র শুটিং শেষ করে বড় চুল কেটে ফেলে দিয়ে ছোট চুলে 'জয় বাংলা ধ্বনি'র জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হবে।' এছাড়া মুক্তির অপেক্ষায় আছে নিরবের প্রায় অর্ধডজনখানেক সিনেমা। এর মধ্যে রয়েছে 'ক্যাসিনো', 'কয়লা', 'ছায়াবৃক্ষ', 'ফিরে দেখা'। সিনেমাগুলো চলতি বছরেই আলোর মুখ দেখবে বলে জানান নিরব। নতুন বছর নিয়ে এই নায়ক বলেন, 'আশা করছি, বছরটি আমার গত বছরের চেয়ে ভালো যাবে। এ বছরেই 'স্পর্শ', 'জয় বাংলা ধ্বনি'সহ মুক্তি পাবে 'ক্যাসিনো', 'কয়লা', 'ছায়াবৃক্ষ', 'ফিরে দেখা'। সেই সঙ্গে আরও নতুন সিনেমায় যুক্ত হব। নিজেকে নতুন রূপে মেলে ধরব। এখন কাজের ধরন ডিফারেন্ট হচ্ছে। তাই কাজের মাধ্যমে নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে চাই।' সিনেমায় আসার আগে নিবর টেলিভিশন পরিচিত মুখ ছিলেন। বিজ্ঞাপনের পাশাপাশি নাটক নিয়ে বেশ আলোচনায় ছিলেন। সিনেমায় নিয়মিত হওয়ার পর বিজ্ঞাপনে দেখা গেলেও নাটকে নেই। নেই ওটিটি পস্ন্যাটফর্মেও। এ নিয়ে নিরব বলেন, 'আসলে সিনেমায় নিয়মিত হওয়ার পর এখন আর নাটক করা হচ্ছে না। একই কারণে ওটিটিতে কাজ করার আগ্রহও নেই। এখন সিনেমাই এখন একমাত্র ধ্যানজ্ঞান।