সুবীর নন্দীর ‘হঠাৎ ঘোমটা’

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

তারার মেলা রিপোটর্
বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী সুবীর নন্দী। যাওয়ার আগে দেশের প্রতিথযশা কী- বোডির্স্ট রূপতনুর সুর সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটির শিরোনাম হচ্ছে ‘হঠাৎ ঘোমটা’। গানটি লিখেছেন জামাল রেজা। এবারই প্রথম রূপতনুর সুর সংগীতে সুবীর নন্দী গান গাইলেন। গানটির কথা হচ্ছে ‘হঠাৎ ঘোমটা পরে, নামলো কেমন দেখ বৃষ্টি’। দীঘর্ পঁচিশ বছর যাবত একজন কী- বোডির্স্ট হিসেবে পেশাগতভাবে কাজ করছেন রূপতনু। তবে একজন যন্ত্রশিল্পী হিসেবে দীঘির্দনের এই পথচলায় এবারই প্রথম রূপতনু কোনো গানের সুর সংগীতায়োজনের কাজ করেছেন। নিজের জীবনের প্রথম গান সুবীর নন্দীকে দিয়েই গাওয়ানো প্রসঙ্গে রূপতনু বলেন, ‘যেহেতু আমার জীবনের প্রথম সুর সংগীতের গান হঠাৎ ঘোমটা। তাই আমি মনে মনে চেয়েছিলাম এমনই একজন শিল্পীকে দিয়ে গানটি গাওয়াতে হবে যিনি হবেন এ দেশের একজন কিংবদন্তী শিল্পী। সুবীর নন্দী’ দাদা নিঃসন্দেহে এ দেশের একজন কিংবদন্তী কণ্ঠশিল্পী। তাই আমার স্বপ্ন ছিল তাকে দিয়েই গানটি গাওয়ানোর। দাদা আমার সেই স্বপ্ন পূরণে পাশে এসে দঁাড়িয়েছেন, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম।’ গানটির রেকডির্ং হওয়ার পর সুবীর নন্দী বলেছিলেন, ‘আমি একটি অসাধারণ কম্পোজিশনের গান গাইলাম। রূপতনু যে এতো চমৎকার সুর সংগীত করতে পারে তা আমার জানা ছিল না। সত্যিই একটি চমৎকার গান হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আর রূপতনুর জন্য অনেক আশীবার্দ রইলো, আগামীতে সে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে।’ রূপতনুর নিজস্ব প্রযোজনায় তার ইউটিউব চ্যানেলে ‘রূপতনু রূপু’তে গানটির লিরিক্যাল ভিডিওতে এরই মধ্যে প্রকাশ হয়েছে। রূপতনু জানান, আগামী ফেব্রæয়ারির মাঝামাঝি সময়ে সুবীর নন্দী ঢাকায় এলে গানটির মিউজিক ভিডিও নিমাের্ণর পরিকল্পনা রয়েছে।